এশিয়া কাপের পর্দা নামার ৪৮ ঘণ্টা হতে চলল। তবে ফাইনালের পর হওয়া নাটকীয় ঘটনার রেশ এখনও কাটছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসি নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল চ্যাম্পিয়ন ভারত। এরপর নাকভিরাও মাঠ ছাড়ার সময় ট্রফি ও চ্যাম্পিয়ন ক্রিকেটারদের মেডেল সঙ্গে নিয়ে যান। সেই ট্রফি পেতে এবার মুখোমুখি বাদানুবাদে জড়ালেন পিসিবি ও বিসিসিআইয়ের কর্মকর্তারা।
ভারত-পাকিস্তান উভয় দেশের সংবাদমাধ্যমেই এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এসিসির সভায় সভাপতি মহসিন নাকভির সঙ্গে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা ও সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ফলে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি।
ক্রিকবাজ বলছে, আজ (মঙ্গলবার) বিকেলে দুবাইয়ে এসিসির সভা বসেছিল। তবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়ায় শিগগিরই পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বসবেন। আজ হওয়া সভায় বিভিন্ন বোর্ডের প্রতিনিধিরা সরাসরি থাকলেও, বিসিসিআইয়ের শুক্লা-শেলার উপস্থিত হন অনলাইনে। যেখানে আলোচনার এজেন্ডায় ছিল ট্রফি ও মেডেল হস্তান্তর, এসিসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচন এবং ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আসন্ন টুর্নামেন্ট আয়োজনের বিষয়।
সূত্রের বরাতে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, রাজিব শুক্লা বারবারই এশিয়া কাপের ট্রফি তাদের হস্তান্তরের অনুরোধ করতে থাকেন। জবাবে মহসিন নাকভি বলেন, ‘এটি এসিসি সভার এজেন্ডায় ছিল না। যদি ভারতীয় দল ট্রফি নিতে চায়, তবে অধিনায়ককে (সূর্যকুমার যাদব) এসিসির অফিসে এসে আমার কাছ থেকে নিতে হবে।’
অন্যদিকে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইম অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বিষয়টি সমাধানে পিসিবি ও এসিসি সভাপতি নাকভির কোনো সদিচ্ছা নেই। তিনি দিনের আলোয় বসে সব বিষয়ে কথা বলেন, কিন্তু ভারত যে চ্যাম্পিয়ন হয়েছে তা স্বীকার করতে চান না। তিনি মূল প্রসঙ্গ এড়িয়ে অন্য বিষয়ে কথা বলতে থাকেন। তাকে এসিসি অফিসে ট্রফি ও মেডেল পাঠাতে বলেন শেলার এবং বলা হয়েছিল বাকি লজিস্টিক্যাল বিষয় ভারতই দেখবে। কিন্তু তাতেও রাজি হননি তিনি (নাকভি)। তাকে জানানো হয়েছে, ভারত বিষয়টি নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে।’
এর আগে ২৮ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। চ্যাম্পিয়ন হলেও তাদের ট্রফি দেওয়া হয়নি। শেষমেশ ট্রফি ছাড়াই উদযাপন করেছে সূর্যকুমার ও তার দল। যা নিয়ে তৈরি হয় বিতর্কও। অনুষ্ঠানের পরও ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হয়নি। নাকভির হাত থেকে ট্রফি নিতে না চাওয়ায় তিনিও জেদ ধরেছেন। শর্ত জুড়ে দিয়েছেন যেন তার হাত থেকেই এসিসি অফিস থেকে ট্রফি নিয়ে যান সূর্যকুমার। অন্যদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়ার দাবি– নাকভি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন।
S