Connect with us

খেলা

ট্রফি নিয়ে বাদানুবাদে জড়ালেন পিসিবি-বিসিসিআই কর্মকর্তা

Digital Darpan

Published

on

এশিয়া কাপের পর্দা নামার ৪৮ ঘণ্টা হতে চলল। তবে ফাইনালের পর হওয়া নাটকীয় ঘটনার রেশ এখনও কাটছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসি নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল চ্যাম্পিয়ন ভারত। এরপর নাকভিরাও মাঠ ছাড়ার সময় ট্রফি ও চ্যাম্পিয়ন ক্রিকেটারদের মেডেল সঙ্গে নিয়ে যান। সেই ট্রফি পেতে এবার মুখোমুখি বাদানুবাদে জড়ালেন পিসিবি ও বিসিসিআইয়ের কর্মকর্তারা।

ভারত-পাকিস্তান উভয় দেশের সংবাদমাধ্যমেই এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এসিসির সভায় সভাপতি মহসিন নাকভির সঙ্গে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা ও সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ফলে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি।

ক্রিকবাজ বলছে, আজ (মঙ্গলবার) বিকেলে দুবাইয়ে এসিসির সভা বসেছিল। তবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়ায় শিগগিরই পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বসবেন। আজ হওয়া সভায় বিভিন্ন বোর্ডের প্রতিনিধিরা সরাসরি থাকলেও, বিসিসিআইয়ের শুক্লা-শেলার উপস্থিত হন অনলাইনে। যেখানে আলোচনার এজেন্ডায় ছিল ট্রফি ও মেডেল হস্তান্তর, এসিসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচন এবং ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আসন্ন টুর্নামেন্ট আয়োজনের বিষয়।

সূত্রের বরাতে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, রাজিব শুক্লা বারবারই এশিয়া কাপের ট্রফি তাদের হস্তান্তরের অনুরোধ করতে থাকেন। জবাবে মহসিন নাকভি বলেন, ‘এটি এসিসি সভার এজেন্ডায় ছিল না। যদি ভারতীয় দল ট্রফি নিতে চায়, তবে অধিনায়ককে (সূর্যকুমার যাদব) এসিসির অফিসে এসে আমার কাছ থেকে নিতে হবে।’

অন্যদিকে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইম অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বিষয়টি সমাধানে পিসিবি ও এসিসি সভাপতি নাকভির কোনো সদিচ্ছা নেই। তিনি দিনের আলোয় বসে সব বিষয়ে কথা বলেন, কিন্তু ভারত যে চ্যাম্পিয়ন হয়েছে তা স্বীকার করতে চান না। তিনি মূল প্রসঙ্গ এড়িয়ে অন্য বিষয়ে কথা বলতে থাকেন। তাকে এসিসি অফিসে ট্রফি ও মেডেল পাঠাতে বলেন শেলার এবং বলা হয়েছিল বাকি লজিস্টিক্যাল বিষয় ভারতই দেখবে। কিন্তু তাতেও রাজি হননি তিনি (নাকভি)। তাকে জানানো হয়েছে, ভারত বিষয়টি নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে।’

এর আগে ২৮ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। চ্যাম্পিয়ন হলেও তাদের ট্রফি দেওয়া হয়নি। শেষমেশ ট্রফি ছাড়াই উদযাপন করেছে সূর্যকুমার ও তার দল। যা নিয়ে তৈরি হয় বিতর্কও। অনুষ্ঠানের পরও ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হয়নি। নাকভির হাত থেকে ট্রফি নিতে না চাওয়ায় তিনিও জেদ ধরেছেন। শর্ত জুড়ে দিয়েছেন যেন তার হাত থেকেই এসিসি অফিস থেকে ট্রফি নিয়ে যান সূর্যকুমার। অন্যদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়ার দাবি– নাকভি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন।

S

খেলা

কোচ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

Published

on

অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র কোচের পদ ছাড়তে চান বলে আলোচনা ওঠে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি। পরবর্তীতে তাকে রেখে দেওয়ার চেষ্টা চালানোর কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশন্সের এক সূত্র। খানিক বাদেই বিসিবি নিশ্চিত করেছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

আজ (বুধবার) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশের মাটিতে চলতি মাসেই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে আয়ারল্যান্ড। ওই সিরিজের পরই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের কোচিং অধ্যায়। গত বছরের নভেম্বরে তিনি দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হয়েছিলেন।

বিসিবির বিবৃতিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’ বিসিবির নির্বাহী সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।

তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের খুব একটা ভালো সময় যাচ্ছিল না। সাম্প্রতিক সিরিজগুলোয় তাদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট। গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। এর একদিন পার না হতেই আবারও আলোচনায় সালাউদ্দিন। তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আগেই পদত্যাগ করছেন তিনি।

S

Continue Reading

খেলা

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

Published

on

২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরের দলে থাকছেন না আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, চলতি নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচের দলে থাকছেন না মার্টিনেজ। যদিও দেশটির ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে মার্টিনেজের জায়গায় অন্য একজন গোলরক্ষক সুযোগ পাবেন।

টিওয়াইসি জানিয়েছে, মার্টিনেজকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত কোচ লিওনেল স্ক্যালোনির নির্দেশেই। আর্জেন্টিনার কোচ নাকি নিজেই বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে জানিয়ে দিয়েছেন যে তিনি এবারের ফিফা উইন্ডোতে থাকছেন না। প্রথমে আলিকান্তে (যেখানে দল ক্যাম্প করবে), এরপর আফ্রিকা সফরেও না। স্কালোনির উদ্দেশ্য, তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।

মার্টিনেজকে যে দলের অপরিহার্য অংশ হিসেবে দেখা হয়, তা বলার অপেক্ষা রাখে না। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের জন্য তিনি দলের প্রথম পছন্দের গোলরক্ষকও তিনি। তাই কোচিং স্টাফ চায়, তাকে কিছুটা বিশ্রাম দিয়ে বদলি গোলরক্ষকদের পরখ করতে।

অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে নামতে পারেন ওয়াল্টার বেনিতেজ। পিএসভি ছাড়ার পর তিনি এখন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগে নিয়মিত না হলেও লিগ কাপের দুটি ম্যাচে খেলেছেন তিনি। দলে থাকছেন আরও দুই গোলরক্ষক—জেরোনিমো রুলি ও ফাকুন্দো কামবেসেস। রেসিং ক্লাবের এই কামবেসেসের সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে।

S

Continue Reading

খেলা

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়া হলো না অশ্বিনের

Published

on

বিগ ব্যাশে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের কারণে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে অশ্বিনের। এ কারণেই খেলতে পারবেন না তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু তা হচ্ছে না।

অশ্বিন জানিয়েছেন, তিনি বিগ ব্যাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আর প্রস্তুতির সময়ই হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সময় পাওয়া যাবে না অশ্বিনকে।

অশ্বিনের দল সিডনি থান্ডার তাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে অশ্বিন বলেছেন, ‘বিগ ব্যাশ খেলতে না পেরে খুবই হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মনযোগ দিয়েছি। আগের থেকেও ফিট হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই।’

‘যদি রিহ্যাব ভালো হয় তাহলে আসরের শেষের দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।’

সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, তারা অশ্বিনকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অশ্বিনের চোট তাদের জন্য বড় ধাক্কা। অশ্বিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কোপল্যান্ড আশা করছেন, আসরের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। তিনি খেলতে না পারলেও তার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।

S

Continue Reading