Connect with us

খেলা

কোচ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

Digital Darpan

Published

on

অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র কোচের পদ ছাড়তে চান বলে আলোচনা ওঠে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি। পরবর্তীতে তাকে রেখে দেওয়ার চেষ্টা চালানোর কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশন্সের এক সূত্র। খানিক বাদেই বিসিবি নিশ্চিত করেছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

আজ (বুধবার) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশের মাটিতে চলতি মাসেই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে আয়ারল্যান্ড। ওই সিরিজের পরই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের কোচিং অধ্যায়। গত বছরের নভেম্বরে তিনি দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হয়েছিলেন।

বিসিবির বিবৃতিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’ বিসিবির নির্বাহী সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।

তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের খুব একটা ভালো সময় যাচ্ছিল না। সাম্প্রতিক সিরিজগুলোয় তাদের অধারাবাহিকতার ছাপ স্পষ্ট। গেল সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। এর একদিন পার না হতেই আবারও আলোচনায় সালাউদ্দিন। তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আগেই পদত্যাগ করছেন তিনি।

S

খেলা

কিউই তারকাকে কোচ বানাল শাহরুখের দল

Published

on

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর শুরুর আর বড় সময় বাকি। তবে এখন থেকেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিক থেকে বলিউড বাদশাহ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে আছে। ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর গত আইপিএলে তারা সুবিধা করতে পারেনি। ফলে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে তাদের পরিবর্তনের শুরু।

অক্টোবরের শেষদিকে কলকাতার প্রধান কোচ হিসেবে নিয়োগ পান অভিষেক নায়ার। যিনি এর আগে তাদের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। মাঝে ব্যাটিং কোচ হিসেবে দেখা গিয়েছিল ভারতীয় জাতীয় দলে। নায়ারের পর কলকাতা সহকারী কোচ হিসেবে নেয় অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী তারকা শেন ওয়াটসনকে। এবার নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি তাদের সঙ্গে বোলিং কোচ হিসেবে যুক্ত হলেন।

কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কেকেআর ফ্যামেলিতে টিম সাউদিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এবার তিনি এলেন কোচিংয়ের সামর্থ্য নিয়ে। আমাদের বোলিং বিভাগকে সঠিক শেপে আনার জন্য টিমের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা বড় উপকরণ হিসেবে কাজ করবে। তার নেতৃত্বের গুণ ও ধীরস্থির মনোভাব আমাদের তরুণ বোলারদের জন্য আদর্শ মেন্টর।’

২০২৪ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায়ের অল্প সময়ের মাঝেই কোচিংয়ে যোগ দেন সাউদি। তিনি ইংল্যান্ডের বোলিং বিভাগে কাজ করেছেন। আইপিএলে এক সময় কলকাতার পেসার হিসেবে প্রতিনিধিত্ব এই তারকা কোচ হলেন এবার। স্বভাবতই উচ্ছ্বসিত সাউদি, ‘কলকাতা আমার কাছে সবসময় ঘরের মতো, তাদের হয়ে নতুন ভূমিকায় ফেরা অনেক সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজির দারুণ সংস্কৃতি, অনুরাগী সমর্থক ও খেলোয়াড়দের দারুণ একটি গ্রুপ আছে। ২০২৬ আইপিএলে দল যেন সাফল্য পায় সেলক্ষ্যে আমি বোলারদের নিয়ে কাজ করব।’

এর আগে কলকাতার পেস বোলিং কোচের দায়িত্বে ভারত অরুন এবং স্পিন বিভাগ সামলেছেন কার্ল ক্রো। দুজনই এবার লখনৌ সুপার জায়ান্টসের কোচিংয়ে যুক্ত হয়েছেন। ফলে সাউদির পর কলকাতার স্পিন বিভাগেও এবার নতুন কাউকে দেখা যাবে। এ ছাড়া গত মৌসুম থেকে তাদের মেন্টরের ভূমিকায় আছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। সাউদি ২০২১ মৌসুমে যোগ দিয়ে তিন মৌসুম কলকাতার হয়ে খেলেছেন। এর আগে ২০১১-২৩ আসরে চেন্নাই, রাজস্থান, বেঙ্গালুরু ও মুম্বাইতে দেখা গেছে সাবেক কিউই তারকাকে।

S

Continue Reading

খেলা

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল সানিয়ার

Published

on

ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। দুই বৈরি সম্পর্কের দেশে এমন বিয়ের আয়োজন স্বাভাবিকভাবেই নজর কেড়েছিল। যদিও ঝড় তোলা সেই বিয়ে এক যুগের বেশি স্থায়ী হয়নি।

২০২৩ সালেই সানিয়া মির্জা শোয়েব মালিককে ডিভোর্স দেন। তবে তা আলোচনায় আসেনি লম্বা সময় পর্যন্ত। এরমাঝে শোয়েব মালিক নিজের জীবনে সঙ্গী করে নেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে। শোয়েব তার তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে আনতেই পাল্টা সানিয়ার পরিবারও জানিয়ে দেয় টেনিস তারকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না সানিয়া মির্জা। কিন্তু নতুন ইউটিউব টক শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ এর প্রথম এপিসোডেই যেন ঝেরে ফেললেন যাবতীয় দ্বিধা। অতিথির চেয়ারে ঘনিষ্ঠ বন্ধু, বলিউড পরিচালক কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে আলাপচারিতায় সানিয়া তুলে ধরলেন নিজের ভেঙে পড়ার মুহূর্ত, ডিভোর্স পরবর্তী মানসিক চাপে ডুবে যাওয়ার দিন, এমনকি এক ভয়ানক প্যানিক অ্যাটাকের অভিজ্ঞতাও।

সানিয়ার কথায়, ‘একটা দিন ছিল, আমার জীবনের সবচেয়ে অবসাদের মুহূর্তগুলোর একটা। সেটা ক্যামেরার সামনে বলতে চাই না। কিন্তু ওই সময় তুমি (ফারাহ) সেটে এসে দাঁড়ালে। আমাকে লাইভ শো-তে যেতে হত। আমি কাঁপছিলাম। তুমি যদি না থাকতে, ওই শো করতে পারতাম না। তুমি বলেছিলে—‘নো ম্যাটার হোয়াট, ইউ আর ডুইং দিস শো।’ সেই কথাটাই আমাকে দাঁড় করিয়েছিল!’

ফারাহও একমত। জানালেন, সানিয়ার অবস্থা দেখে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। ‘আমার সেদিন শুট ছিল। কিন্তু সব ফেলে পায়জামা-চপ্পলে ছুটে যাই ওর কাছে। শুধু ওর পাশে থাকতে চেয়েছিলাম!’ বললেন তিনি।

আলোচনার টেবিলে বসে সহমর্মিতার সুরে ফারাহ আরও জানান, একা হাতে মা হয়ে ওঠার লড়াইটা সানিয়া যেভাবে সামলাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বলেন, ‘কাজ করতে হবে, ছেলেকে সময় দিতে হবে—দুটোই তোমাকে করতে হয়। এটা ডাবল এফর্ট, আর তুমি সেটা দারুণভাবে ম্যানেজ করছো!’

S

Continue Reading

খেলা

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এমন ঘটনা ঘটল

Published

on

সিলেট টেস্টে স্বাগতিক ব্যাটারদের দাপট চলছে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দেওয়া ২৮৬ রান টপকে ইতোমধ্যে ৫৭৫ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ রান।

ব্যাটারদের দাপটের টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সিলেটে। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এ ছাড়া আরেক ওপেনার সাদমান ১০৪ বলে ৮০ রান করেছেন।

এ ছাড়া তিনে নামা মুমিনুল হকও আশিতে আটকা পড়েন। তার ব্যাট থেকে এসেছে ১৩২ বলে ৮২ রান। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য সেঞ্চুরির হাসি হেসেছেন। ১১৪ বলে বরাবর শতরান করে ফিরেছেন তিনিও।

প্রথম চার ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের পর পাঁচে নামা মুশফিকের ব্যক্তিগত ২৩ রানের মাথায় বিদায়ে ছন্দপতন হয়। এরপর লিটন যদিও ফিফটি পেয়েছেন। প্রসঙ্গত, চলমান টেস্টেই প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান।

S

Continue Reading