Connect with us

খেলা

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে যা বললেন মনজুরুল

Digital Darpan

Published

on

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেন, ২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশের নারী ক্রিকেট দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্ব পালন করা মনজুরুল ইসলামের কাছ থেকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মনজুরুল।

গতকাল বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহানারা ইসলাম বলেন, ‘উনি (মনজুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’

মনজুরুলকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপিকে বর্তমানে চীনে অবস্থানরত মনজুরুল বলেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন৷’

জাহানারার অভিযোগের পর এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। (বৃহস্পতিবার) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার সময় দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।

আজ শুক্রবার জাহানারার সেই অভিযোগ নিয়ে আজ কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণমাধ্যমকে আসিফ বলেন, ‘আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা, ‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’

S

খেলা

এমন পিচই চেয়েছিল ভারত, তবু কেন হার জানালেন গম্ভীর

Published

on

কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের মাঝপথেই। সোশাল মিডিয়ায় পিচ কিউরেটরকে ধুয়ে দিতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সৌরভ গাঙ্গুলি জানান, টিম ম্যানেজমেন্টের অনুরোধে এমন পিচ বানানো হয়েছে। আর নিজেদের জালে নিজেরাই ফেঁসে যাওয়ার পর ভারতের কোচ গৌতম গম্ভীরও স্বীকার করলেন, এমন পিচই চেয়েছিলেন তারা। আর হারের জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

তৃতীয় দিনে একশরও কম রানে দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়। ২০১০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট জয়ের আনন্দে মেতে ওঠে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২৪ রানের লক্ষ্য দিয়েও ৩০ রানে জয়। প্রোটিয়ারা সাফল্যে মাতোয়ারা, এদিকে ভারতীয়রা হতাশার সাগরে ভাসছে। অবশ্য পিচ নিয়ে কোনো অভিযোগ করেননি গম্ভীর। বরং নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন তিনি।

আজ (রবিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গম্ভীর বলেছেন, ‘ইডেনের পিচ বিপজ্জনক ছিল না। খেলার উপযোগী ছিল। টেম্বা বাভুমা তো রান করল। ওয়াশিংটন সুন্দরও ভালো ব্যাট করল। অক্ষর প্যাটেলও তো খেলল। খেলা যাবে না, এমন উইকেট তো ছিল না। জানি না কেন বারবার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে! পেসাররা বেশি উইকেট পেয়েছে এই টেস্টে। ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তি এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় এ রকম পিচে। আমরা পারিনি। এমন পিচে রক্ষণ ভালো হওয়া দরকার।’

পিচ তাদের চাওয়ামতো হয়েছে বললেন কোচ, ‘আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন। ভালো খেলতে না পারলে তো এমনই হবে। ১২৪ রান তাড়া করতে না পারার কোনো কারণ ছিল না।’

S

Continue Reading

খেলা

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন

Published

on

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।

আজ রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স।

ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি।

ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

S

Continue Reading

খেলা

মুস্তাফিজের যেসব সতীর্থদের ছেড়ে দিলো দিল্লি

Published

on

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি ক্রিকেটার হিসেবে দিল্লির সঙ্গে চুক্তি করেছিলেন মুস্তাফিজ। ফলে সেই আসর শেষেই দিল্লির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই বাংলাদেশি পেসারের।

আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে আজ (১৫ নভেম্বর) ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মিনি নিলামের আগে ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও সেদিকুল্লাহ অটলকে ছেড়ে দিয়েছে দিল্লি। গুঞ্জন ছিল, থাঙ্গারাসু নাটারাজনকে ছেড়ে দেবে তারা, তবে শেষ পর্যন্ত এই পেসারের ওপর ভরস রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিনি নিলামে মোট ২১ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালসের রিটেইন তালিকা—

অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, কারুন নায়ার, অভিষেক পোরেল, ট্রিস্টিয়ান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, থাঙ্গারাসু নাটারাজন, মানভান্থ কুমার, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা।

S

Continue Reading