Connect with us

খেলা

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল সানিয়ার

Digital Darpan

Published

on

ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। দুই বৈরি সম্পর্কের দেশে এমন বিয়ের আয়োজন স্বাভাবিকভাবেই নজর কেড়েছিল। যদিও ঝড় তোলা সেই বিয়ে এক যুগের বেশি স্থায়ী হয়নি।

২০২৩ সালেই সানিয়া মির্জা শোয়েব মালিককে ডিভোর্স দেন। তবে তা আলোচনায় আসেনি লম্বা সময় পর্যন্ত। এরমাঝে শোয়েব মালিক নিজের জীবনে সঙ্গী করে নেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে। শোয়েব তার তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে আনতেই পাল্টা সানিয়ার পরিবারও জানিয়ে দেয় টেনিস তারকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না সানিয়া মির্জা। কিন্তু নতুন ইউটিউব টক শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ এর প্রথম এপিসোডেই যেন ঝেরে ফেললেন যাবতীয় দ্বিধা। অতিথির চেয়ারে ঘনিষ্ঠ বন্ধু, বলিউড পরিচালক কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে আলাপচারিতায় সানিয়া তুলে ধরলেন নিজের ভেঙে পড়ার মুহূর্ত, ডিভোর্স পরবর্তী মানসিক চাপে ডুবে যাওয়ার দিন, এমনকি এক ভয়ানক প্যানিক অ্যাটাকের অভিজ্ঞতাও।

সানিয়ার কথায়, ‘একটা দিন ছিল, আমার জীবনের সবচেয়ে অবসাদের মুহূর্তগুলোর একটা। সেটা ক্যামেরার সামনে বলতে চাই না। কিন্তু ওই সময় তুমি (ফারাহ) সেটে এসে দাঁড়ালে। আমাকে লাইভ শো-তে যেতে হত। আমি কাঁপছিলাম। তুমি যদি না থাকতে, ওই শো করতে পারতাম না। তুমি বলেছিলে—‘নো ম্যাটার হোয়াট, ইউ আর ডুইং দিস শো।’ সেই কথাটাই আমাকে দাঁড় করিয়েছিল!’

ফারাহও একমত। জানালেন, সানিয়ার অবস্থা দেখে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। ‘আমার সেদিন শুট ছিল। কিন্তু সব ফেলে পায়জামা-চপ্পলে ছুটে যাই ওর কাছে। শুধু ওর পাশে থাকতে চেয়েছিলাম!’ বললেন তিনি।

আলোচনার টেবিলে বসে সহমর্মিতার সুরে ফারাহ আরও জানান, একা হাতে মা হয়ে ওঠার লড়াইটা সানিয়া যেভাবে সামলাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বলেন, ‘কাজ করতে হবে, ছেলেকে সময় দিতে হবে—দুটোই তোমাকে করতে হয়। এটা ডাবল এফর্ট, আর তুমি সেটা দারুণভাবে ম্যানেজ করছো!’

S

Continue Reading

খেলা

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফের মাঠের বাইরে ইংলিশ তারকা

Published

on

কুঁচকির চোটে দুই মাস মাঠের বাইরে থেকে এই সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন ইংল্যান্ডের তারকা উইঙ্গার কোল পালমার। তবে বুধবার রাতেই ফের আঙুল ভেঙেছে তার। নিজ বাসায় দরজার ধাক্কায় আঙুল ভেঙে পালমার আবারও এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তবে ২৩ বছর বয়সী চেলসি তারকাকে আরও বেশি সময় খেলার বাইরে থাকতে হবে ধারণা সংবাদমাধ্যম বিবিসির।

চেলসির সামনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আসন্ন– ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলি, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং পরের সপ্তাহে ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে। সেসব ম্যাচে পালমারকে না পাওয়ার শঙ্কা চেলসি কোচ এনজো মারেসকার, ‘শনিবারের ম্যাচে তাকে পাচ্ছি না যে সেটা নিশ্চিত। সম্ভবত বার্সেলোনা এবং আর্সেনাল ম্যাচেও তার খেলা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সে নিজ বাসায় দুর্ঘটনার শিকার হয়েছে, যেখানে আঘাত লেগেছে তার আঙুলে। এটি বেশি গুরুতর কিছু না, তবে আগামী সপ্তাহে তার ফেরা হবে না। আমার মতে কোল যখন খেলে তার সতীর্থরা তুলনামূলক আরও ভালো পারফর্ম করে। আমি কোল মাঠে থাকলে ভালো অনুভব করি, তাকে আমরা সবসময়ই মাঠে পেতে চাই। তার অনুপস্থিতিতে ভিন্ন সমাধান খুঁজতে হয় আমাদের। দল ভালো করছে, তবে কোল থাকলে আরও ভালো অবস্থায় থাকে।’

কেবল পা নয়, পুরো শরীরেই আঘাত পাওয়ার কথা জানালেন পালমার, ‘আমি রাতে অনেকবার জেগেছি– আমার মাথা, পা এবং সর্বত্র আঘাত লেগেছে।’ ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পালমার সর্বশেষ খেলেছিলেন। ওই সময়ের পর ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলেছে চেলসি, এর মধ্যে ৮ জয় ও দুটিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগের টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে অবস্থান করছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

S

Continue Reading

খেলা

আইপিএলের নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

Published

on

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর, দিল্লিতে। যেখানে নাম রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান।

টাইগ্রেসর তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি বা ৪১ লাখ ৩৩ হাজার টাকা। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর। এর আগে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা ইনসুইংয়ে করা বোল্ড আউটের ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসায় ভাসান ডানহাতি এই পেসারকে। যদিও সেই ফর্ম শেষদিকে ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। পুরো টুর্নামেন্টে মূলত বাংলাদেশের বোলিং বিভাগে দাপট ছিল স্পিনারদের। যেখানে স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন। এর মধ্যে একটি ম্যাচে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করে চমক সৃষ্টি করেন তিনি। যা ছিল এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড। এ ছাড়া নারী আইপিএলের নিলামে থাকা রাবেয়া বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেন।

নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে সবমিলিয়ে ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৮৩ জন। যদিও সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাবেন। বিদেশিদের জন্য স্লট রাখা হয়েছে মাত্র ২৩টি। অর্থাৎ, আইপিএল খেলতে হলে সেই ২৩ জনের মধ্যে থাকতে হবে মারুফা-স্বর্ণা-রাবেয়াদের। নিলামে ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন।

নিলামে ভারতীয় নারী ক্রিকেটার আছেন ১৯৪ জন, এর মধ্যে মাত্র ৫২ জনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে। যেখানে ভারতের দীপ্তি শর্মার সঙ্গে আছেন রেনুকা সিং। এ ছাড়া বাকিরা হচ্ছেন– সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের ৩০ লাখ রুপি। বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।

S

Continue Reading

খেলা

সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু সাইবার ক্রাইমের

Published

on

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এ কারণে রশিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় সাইবার ক্রাইম সংস্থা।

জাতীয় সাইবার ক্রাইম সংস্থার মুখপাত্র নাজিবুল্লাহ হাসান বলেছেন, ‘ইসলামাবাদ এবং লাহোরে দুটি আলাদা তদন্তের বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করেছেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ।’ বোর্ডের বর্ষীয়ান আইনজীবী সৈয়দ আলি নাকভির অভিযোগের প্রেক্ষিতেই লতিফের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বোর্ডের ঘন ঘন অধিনায়ক পরিবর্তনের সমালোচনাও করেছিলেন লতিফ। তিনি লিখেছিলেন, ‘শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল, যেখানে ধর্ম, জাতি, ক্রিকেট দল এবং শ্রেণিগত বৈষম্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করে তাদের ওপর শক্তি দেখানো এবং শাসন করা সম্ভব হয়।’

তিনি আরও জানিয়েছিলেন, পাকিস্তান একমাত্র দেশ, যারা একজন মাঝারি মানের অধিনায়কও নির্বাচন করতে পারে না। আগেও পাকিস্তানের ক্রিকেট নিয়ে বারবার মুখ খুলেছিলেন তিনি। এশিয়া কাপের সময় বলেছিলেন, ‘পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক অশান্তি রয়েছে। এখন সেটা মাঠেও দেখা যাচ্ছে।’

দুই দেশের ক্রিকেটীয় পার্থক্যের কথাও তুলে ধরেছিলেন তিনি, ‘টি-টোয়েন্টিতে যে কোনও কিছুই হতে পারে। তবে খতিয়ে দেখলে বোঝা যাবে, ভারত অনেক শক্তিশালী দল। আইপিএল এবং পিএসএলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’

S

Continue Reading