খেলা
ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়া হলো না অশ্বিনের
স্পোর্টস ডেস্ক
Published
1 week agoon
বিগ ব্যাশে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের কারণে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে অশ্বিনের। এ কারণেই খেলতে পারবেন না তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু তা হচ্ছে না।
অশ্বিন জানিয়েছেন, তিনি বিগ ব্যাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আর প্রস্তুতির সময়ই হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সময় পাওয়া যাবে না অশ্বিনকে।
অশ্বিনের দল সিডনি থান্ডার তাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে অশ্বিন বলেছেন, ‘বিগ ব্যাশ খেলতে না পেরে খুবই হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মনযোগ দিয়েছি। আগের থেকেও ফিট হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই।’
‘যদি রিহ্যাব ভালো হয় তাহলে আসরের শেষের দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।’
সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, তারা অশ্বিনকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অশ্বিনের চোট তাদের জন্য বড় ধাক্কা। অশ্বিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কোপল্যান্ড আশা করছেন, আসরের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। তিনি খেলতে না পারলেও তার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।
S
You may like
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের জয়জয়কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্যের পর শ্রীলঙ্কাকেও ওয়ানডে সিরিজের হারিয়ে শুরু করেছে তারা। তার ইতিবাচক প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের বিপক্সে ৬ রানের জয়ে সালমান আগা ৮৭ বলে ১০৫ রান এবং হুসেইন তালাত ৬৩ বলে ৬২ রান করে অবদান রাখেন। ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে সালমান বড় লাফ দিয়েছেন।
সালমান ক্যারিয়ার সেরা ৬৩৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৬তম। পাকিস্তানের আরেক তারকা সাইম শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ফিফটি করেন। তাতে ১৮ ধাপ এগিয়ে তিনি যৌথভাবে ৩৫তম স্থানে।
এশিয়া কাপ ফাইনালের পর কেবল দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন হারিস রউফ। চার উইকেট নিয়ে শ্রীলঙ্কা বধে ভূমিকা রাখেন। বোলিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম তিনি।
পাকিস্তানের আরেক বোলার লেগ স্পিনার আবরার আহমেদ ১৭ ধাপ লাফ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়নাডেতে ২৭ রান খরচায় চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ খেলছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই ফিফটি ছাড়ানো ইনিংস খেলেন। ব্যাটিং র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৫তম তিনি।
শ্রীলঙ্কার ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট ও বল হাতে চমৎকার করেন। ৫৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি এবং লোয়ার অর্ডারে ৫৯ রান আসে তার ব্যাটে। তাতে ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১১৬ নম্বরে এই শ্রীলঙ্কান। বোলিং র্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে নবম স্থানে তিনি। ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়েও তিনি সেরা দশের মধ্যে আছেন।
এদিকে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম অফফর্মে আছেন। র্যাংকিংয়েও নামতে হয়েছে তাকে। দুই ধাপ নেমে সপ্তম স্থানে তিনি। গতকাল ২৯ রানে আউট হন বাবর। তাতে ছয় বছরে প্রথমবার ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষ পাঁচের বাইরে যেতে হলো তাকে।
ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর এদিনের পারফরম্যান্সের প্রভাব পড়েছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে।
S
খেলা
পরিবার নিয়ে বাসায় ছিলেন ইংলিশ তারকা, এরই মাঝে চোরের হানা
Published
11 hours agoon
নভেম্বর ১২, ২০২৫
২০২২ বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থান করছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ওই সময় প্রথমবার তার বাসায় চুরির ঘটনা ঘটেছিল। যে কারণে তিনি টুর্নামেন্টের মাঝপথে পরিবারের পাশে থাকতে ইংল্যান্ডে উড়াল দিয়েছিলেন। এবার স্টার্লিংয়ের উপস্থিতিতেই দ্বিতীয় দফায় চুরির চেষ্টা হয়েছে তার বাসায়। তবে এবার অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি ব্যর্থ, এমনকি নিরাপদে আছেন ইংলিশ তারকা ও তার পরিবার।
সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ বলছে, গত শনিবার রাতে রাহিম স্টার্লিংয়ের বাসা ভেঙে ঢোকার চেষ্টা করেন মুখোশধারী ব্যক্তি। ওই প্রসঙ্গে তার পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাহিম স্টার্লিং আবারও বাড়ি ভেঙে চুরির ঘটনার শিকার হয়েছেন। ওই সময় সন্তান ও পরিবার নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। তাদের গোপনীয়তা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটলেও তারা নিরাপদেই আছে। তাদের এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতা চাই।’
স্টার্লিংয়ের বাড়িতে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার বিষয়ে জেনে তার পাশে থাকার কথা জানিয়েছে চেলসি ক্লাব কর্তৃপক্ষ। থেমস ভ্যালি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। তাদের এক মুখপাত্র জানান, অফিসাররা তদন্ত পরিচালনা করছেন, এই কাজে যেকোনো তথ্য পেতে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ছাড়াও ওই এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেও পুলিশকে জানাতে বলা হয়েছে।
রাহিম স্টার্লিং তার দীর্ঘ সময়ের সঙ্গী পেইজ মিলিয়ান ও সন্তানদের নিয়ে ওই বাসায় থাকছেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের মাঝপথে চুরির ঘটনা ঘটে তার বাসায়। জাতীয় দল রেখে সাময়িক সময়ের জন্য তাকে পরিবারের কাছে ছুটে যেতে হয়েছিল। স্টার্লিংয়ের একই বাসায় দ্বিতীয় দফায় চোর হানা দিলো এবার। বিশ্বকাপের আসরটিতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
প্রসঙ্গত, ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চেলসির আরও দুই বছরের চুক্তির মেয়াদ বাকি। যদিও চলতি মৌসুমে তিনি এখনও ক্লাবটির প্রথম স্কোয়াডে জায়গা পাননি। সহসাই যে দলে ডাক পাবেন না সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ এনজো মারেসকা। তার সঙ্গে ক্লাবটির চুক্তি হয়েছিল সপ্তাহে ৩ লাখ পাউন্ডের বিনিময়ে। গত মৌসুমে আর্সেনালে লোনে খেললেও সুবিধা করতে পারেননি স্টার্লিং। এ ছাড়া ২০২২ সালের পর জাতীয় দলেও আর ডাক পাননি।
S
আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।
বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব।
ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ।
ম্যাচের পর নেইমার বলেন, ‘রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। তিনি লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়করাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়াতে শুরু করেন।’
নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তার সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।’
S
৩ হাজার কোটি গচ্ছা দিয়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ
‘দুই মাস ফোন ব্যবহার করিনি, মানুষের মন্তব্য পড়ি না’
