Connect with us

খেলা

অলিম্পিকস ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হতাশার খবর

Digital Darpan

Published

on

পাকিস্তান-ভারতের দ্বিপাক্ষিক সিরিজ হয় না দীর্ঘ সময় ধরে। তাই ক্রিকেটে কোনো বৈশ্বিক ইভেন্ট হলেই দুই দেশের দ্বৈরথ আয়োজনের ব্যবস্থা করে আইসিসি। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসেও নতুন করে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় সেখানেও পাক-ভারত ম্যাচের আশা করা হচ্ছে। কিন্তু যোগ্যতা অর্জনের যে মাপকাঠি নির্ণয় করা হয়েছে, তাতে তেমন সম্ভাবনা ক্ষীণ।

ক্রিকেটে ছেলে ও মেয়েদের বিভাগে ছয়টি করে দেশ অংশ নেবে। কারা কীভাবে টিকিট পাবে, সেটা নির্ধারণে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বৈঠক হয়েছে।

শুরুতে ঠিক হয়েছিল আইসিসির টি-টোয়েন্টি ফরম্যাটের র‌্যাংকিংয়ে থাকা প্রথম ছয়টি দল অলিম্পিকসে খেলবে। তবে তেমন কিছু হবে না। অলিম্পিকসের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় সব মহাদেশের প্রতিনিধি গুরুত্ব পেয়েছে আইসিসির বৈঠকে। র‌্যাংকিংয়ের ভিত্তিতে যোগ্যতা অর্জন হলে সব মহাদেশের প্রতিনিধি নাও থাকতে পারে। সেক্ষেত্রে ক্রিকেটের প্রসার সম্পর্কে ঠিক ধারণা অলিম্পিকস কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে না ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ক্রমতালিকার ভিত্তিতে আইসিসির পাঁচটি অঞ্চল থেকে একটি করে দেশ অলিম্পিকসে খেলার টিকিট পাবে। যেমন ভারত আইসিসির ক্রমতালিকায় আট নম্বরে থাকলেও এশিয়ার দেশগুলির মধ্যে প্রথমে থাকলে সরাসরি খেলতে পারবে। আবার নিউজিল্যান্ড আইসিসির র‌্যাংকিংয়ে চার নম্বরে থাকলেও সরাসরি সুযোগ পাবে না, যদি ওশেনিয়া অঞ্চলের আরেক দেশ অস্ট্রেলিয়া তাদের থেকে এগিয়ে থাকে। অলিম্পিকসের জন্য ষষ্ঠ দেশটিকে বেছে নেওয়া হবে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে।

সেই যোগ্যতা যদি পাকিস্তান অর্জন করতে পারে তবেই ভারতের সঙ্গে লড়াইয়ের সম্ভাবনা থাকছে। বৈঠকের পর আইসিসির এক কর্তা বলেছেন, ‘অলিম্পিকসের অংশগ্রহণকারী দেশগুলিকে কীভাবে বেছে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, আঞ্চলিক র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাঁচটি দল সুযোগ পাবে। যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা থেকে ষষ্ঠ দলটি আসবে। আইসিসি উপযুক্ত সময়ে বিস্তারিত জানাবে।’

বর্তমান র‌্যাংকিং অনুযায়ী এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ইংল্যান্ড এবং আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলার সুযোগ পাবে। আমেরিকা অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। আবার অলিম্পিকসের আয়োজক হিসাবে আমেরিকাও দাবিদার। এ ব্যাপারে এখনো আলোচনা চলছে।

২০২৮ সালের ১২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত হবে ক্রিকেট ম্যাচগুলি। মেয়েদের বিভাগে পদক ম্যাচ হবে ২০ জুলাই। ছেলেদের বিভাগে ২৯ জুলাই। টি-টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে ২৮টি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকতে পারবেন। ১২৮ বছর অলিম্পিকসে ক্রিকেট হবে ২০২৮ সালে। এর আগে শুধু ১৯০০ সালের গেমসে ইংল্যান্ড ও ফ্রান্সকে নিয়ে ক্রিকেট হয়েছিল।

S

খেলা

মুস্তাফিজের যেসব সতীর্থদের ছেড়ে দিলো দিল্লি

Published

on

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি ক্রিকেটার হিসেবে দিল্লির সঙ্গে চুক্তি করেছিলেন মুস্তাফিজ। ফলে সেই আসর শেষেই দিল্লির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই বাংলাদেশি পেসারের।

আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে আজ (১৫ নভেম্বর) ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মিনি নিলামের আগে ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও সেদিকুল্লাহ অটলকে ছেড়ে দিয়েছে দিল্লি। গুঞ্জন ছিল, থাঙ্গারাসু নাটারাজনকে ছেড়ে দেবে তারা, তবে শেষ পর্যন্ত এই পেসারের ওপর ভরস রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিনি নিলামে মোট ২১ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালসের রিটেইন তালিকা—

অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, কারুন নায়ার, অভিষেক পোরেল, ট্রিস্টিয়ান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, থাঙ্গারাসু নাটারাজন, মানভান্থ কুমার, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা।

S

Continue Reading

খেলা

দুই দিনে নেই ২৬ উইকেট, সর্বোচ্চ ৩৯, আলোচনায় ইডেনের ‘স্পোর্টিং উইকেট’

Published

on

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিল কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ। স্পোর্টিং উইকেটে ব্যাটার-বোলার সমান সুবিধা পাবে এবং খেলা পাঁচ দিন গড়াবে, এমনটা বলেছিলেন পিচের কিউরেটর। তবে ম্যাচের যে পরিস্থিতি, তাতে তৃতীয় দিনেই খেলা শেষ হওয়ার আভাস মিলছে।

দুই দিনে ব্যাটারদের তীব্র অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। ভারতের অধিনায়ক শুভমান গিলের রিটায়ার্ড হার্ট বাদ দিলে পড়েছে ২৬ উইকেট। সর্বোচ্চ রান এসেছে লোকেশ রাহুলের ব্যাট থেকে, ৩৯। প্রথম দিন পেসারদের দিকে ম্যাচ ঝুকলেও আজ স্পিনারদের জয়জয়কার।

দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার ৩০ রান খরচায় চার উইকেট নিয়েছেন। গতি তারকা মার্কো ইয়ানসেন পান তিন উইকেট।

দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে দ্বিতীয় দিন ১ উইকেটে ৩৭ রানে খেলতে নেমেছিল ভারত। তারা থেমেছে ১৮৯ রানে। রাহুল ছাড়া আর কেউ ত্রিশের ঘর ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান ওয়াশিংটন সুন্দরের। ২৭টি করে রান করেন ঋশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।

৩০ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা জাদেজা ও কুলদীপ যাদবের স্পিন বিষে নীল। দিন শেষ করেছে থারা ৭ উইকেটে ৯৩ রানে। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার সঙ্গে করবিন বোশ খেলছেন ১ রানে।

দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটার হিসেবে বিশের ঘরে বাভুমা। নতুন দিনে পিচ একই রকম আচরণ করলে ব্যাটারদের জন্য আরো বিপদ বাড়বে। দক্ষিণ আফ্রিকা মাত্র ৬৩ রানের লিড, হাতে তিন উইকেট।

অবস্থাদৃষ্টে ভারতই জয়ের সুবাস পাচ্ছে। কিন্তু পিচের আচরণ ভিন্ন। তাতে দক্ষিণ আফ্রিকা লিড আরেকটু বাড়াতে পারলে ভারতও পড়তে পারে বিপদে। গিলের ঘাড়ের সমস্যা এখনো কাটেনি। তাতে করে ১০ ব্যাটারকে নিয়ে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য তাড়া করতে হবে স্বাগতিকদের।

জাদেজা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ২৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। দুটি পান কুলদীপ।

S

Continue Reading

খেলা

বিশ্বকাপে উঠল মদ্রিচের ক্রোয়েশিয়া, আর বাকি ১৩ দল

Published

on

হার এড়াতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়ার। তবে তারা দাপট দেখিয়েই জিতেছে ফারো আইসল্যান্ডের বিপক্ষে। যদিও ক্রোয়াটরা আগে গোল হজম করে পিছিয়ে ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই সন্তুষ্ট থাকেনি, নিশ্চিত করেছে ৩-১ ব্যবধানে বড় জয়। ইউরোপের তৃতীয় এবং সবমিলিয়ে ৩০তম দল হিসেবে ক্রোয়েশিয়া ২০২৬ বিশ্বকাপে উঠেছে।

ঘরের মাঠ রিজেকা স্টেডিয়ামে ফারো আইসল্যান্ডকে আতিথ্য দিতে নেমে শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিক ক্রোয়েশিয়ার। ৭৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮ শট নিয়েছে ২০১৮ বিশ্বকাপের রানারআপ দলটি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ৬ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল ফারো আইসল্যান্ডের। খেলার বিপরীতে সফরকারীরা ১৬তম মিনিটে এগিয়ে যায় গেজা ডেভিড তুরির গোলে।

তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রোয়াটদের। ২৩ মিনিটে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইয়োশকো গাভারদিওল গোল করেন। এরপর বিরতির পর ৫৭ মিনিটে স্বাগতিকরা লিড পায় পিটার মুসার গোলে। ৭০ মিনিটে দূরের পোস্টে ক্রস নিয়েছিলেন ইভান পারিসিচ, ভলি শটে তা জালে পৌঁছে নিকোলা ভ্লাসিচ ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

আগে থেকেই ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘এল’–এর শীর্ষে অবস্থান করছিল মদ্রিচের ক্রোয়েশিয়া। ৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ের পর তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক প্রজাতন্ত্র। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ফারো আইসল্যান্ডের অবস্থান তৃতীয়।

বিশ্বকাপ নিশ্চিতের পর গাভারদিওল বলছেন, ‘ম্যাচ বাকি থাকতেই আমরা কোয়ালিয়াফায়ার উতরে লক্ষ্যে পৌঁছে গেছি। যা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। (লিগ পর্বের) শেষ ম্যাচ খেলতে মন্টেনিগ্রোতে আমরা স্বাচ্ছন্দের সঙ্গে যেতে পারব। তবে অবশ্যই পূর্ণ তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য থাকবে, কারণ প্রতিটি ম্যাচই প্রস্তুতির মঞ্চ। আসন্ন গ্রীষ্মে কী অপেক্ষা করছে এখনও অজানা।’

ইউরোপ থেকে সবার আগে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল ইংল্যান্ড। গত বৃহস্পতিবার দ্বিতীয় দল হিসেবে কিলিয়ান এমবাপের দল সেই লক্ষ্য অর্জন করে। ক্রোয়েশিয়াকে নিয়ে এখন পর্যন্ত ৩০টি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। আর বাকি ১৩টি দল। ৪৩টি দেশ বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। বাকি ৫ দল উঠবে প্লে-অফ খেলে। ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬টি দল বিশ্বকাপ খেলবে।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ৩০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব ও কাতার

সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল

ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ)
ইংল্যান্ড, ফ্রান্স ও ক্রোয়েশিয়া (বাছাই থেকে উঠবে আরও ১৩ দল)

S

Continue Reading