Connect with us

খেলা

শেষ ৮ ম্যাচে গড় সাতের নিচে, বাদ পাকিস্তানি ব্যাটার

Digital Darpan

Published

on

পাকিস্তান তাদের আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দিয়েছে হাসান নওয়াজকে। তাকে পাঠানো হয়েছে চলমান কায়েদ-ই-আজম ট্রফি খেলতে। ওয়ানডেতে তার বদলি কারো নাম ঘোষণা করা হয়নি। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে এই ব্যাটারের বদলে ডাকা হয়েছে ফখর জামানকে।

নওয়াজের শুরুটা ছিল চমক জাগানিয়া। নিজের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি করেন তিনি। প্রথম দশ ম্যাচের পাঁচটিতে ডাক মারলেও ওই পারফরম্যান্স দিয়ে দলে শক্তভাবে জায়গা করে নেন।

টি-টোয়েন্টি ইনিংসের মাঝপথে ও শেষ দিকে বড় শট খেলার সামর্থ্যের কারণে দলের আস্থাভাজন হয়ে ওঠেন নওয়াজ। পরে পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখেন, ১৬২ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট শেষ করেন তৃতীয় শীর্ষ ব্যাটার হিসেবে।

কিন্তু শেষ দুই মাস ভুলে যেতে চাইবেন নওয়াজ। এশিয়া কাপে হুট করে ফর্ম হারান তিনি। জায়গা ছেড়ে দিতে হয় হুসেইন তালাতের কাছে। মাত্র চারটি ওয়ানডে ক্যারিয়ারের তিনটি খেলেছেন গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, গড় ৫৬-এর চেয়ে একটু বেশি।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তার আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। স্পিনিং ট্র্যাকে জর্জ লিন্ডেকে সপাটে মারতে উইকেট ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পিংয়ের শিকার হন নওয়াজ।

একই সময়ে টি-টোয়েন্টিতেও পাকিস্তানের জন্য গলার কাঁটা হয়ে উঠেছেন নওয়াজ। শেষ আট ম্যাচে কেবল একবার দুই অঙ্কের ঘরে রান করেছেন, গড় সাতের নিচে।

১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে খেলবে পাকিস্তান। তারপর ১৭ নভেম্বর থেকে দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে।

পাকিস্তান স্কোয়াড

ওয়ানডে: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।

টি-টোয়েন্টি: সালমান আলী আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

S

খেলা

এমন পিচই চেয়েছিল ভারত, তবু কেন হার জানালেন গম্ভীর

Published

on

কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের মাঝপথেই। সোশাল মিডিয়ায় পিচ কিউরেটরকে ধুয়ে দিতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সৌরভ গাঙ্গুলি জানান, টিম ম্যানেজমেন্টের অনুরোধে এমন পিচ বানানো হয়েছে। আর নিজেদের জালে নিজেরাই ফেঁসে যাওয়ার পর ভারতের কোচ গৌতম গম্ভীরও স্বীকার করলেন, এমন পিচই চেয়েছিলেন তারা। আর হারের জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

তৃতীয় দিনে একশরও কম রানে দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়। ২০১০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট জয়ের আনন্দে মেতে ওঠে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২৪ রানের লক্ষ্য দিয়েও ৩০ রানে জয়। প্রোটিয়ারা সাফল্যে মাতোয়ারা, এদিকে ভারতীয়রা হতাশার সাগরে ভাসছে। অবশ্য পিচ নিয়ে কোনো অভিযোগ করেননি গম্ভীর। বরং নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন তিনি।

আজ (রবিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গম্ভীর বলেছেন, ‘ইডেনের পিচ বিপজ্জনক ছিল না। খেলার উপযোগী ছিল। টেম্বা বাভুমা তো রান করল। ওয়াশিংটন সুন্দরও ভালো ব্যাট করল। অক্ষর প্যাটেলও তো খেলল। খেলা যাবে না, এমন উইকেট তো ছিল না। জানি না কেন বারবার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে! পেসাররা বেশি উইকেট পেয়েছে এই টেস্টে। ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তি এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় এ রকম পিচে। আমরা পারিনি। এমন পিচে রক্ষণ ভালো হওয়া দরকার।’

পিচ তাদের চাওয়ামতো হয়েছে বললেন কোচ, ‘আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন। ভালো খেলতে না পারলে তো এমনই হবে। ১২৪ রান তাড়া করতে না পারার কোনো কারণ ছিল না।’

S

Continue Reading

খেলা

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন

Published

on

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।

আজ রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স।

ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি।

ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

S

Continue Reading

খেলা

মুস্তাফিজের যেসব সতীর্থদের ছেড়ে দিলো দিল্লি

Published

on

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি ক্রিকেটার হিসেবে দিল্লির সঙ্গে চুক্তি করেছিলেন মুস্তাফিজ। ফলে সেই আসর শেষেই দিল্লির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই বাংলাদেশি পেসারের।

আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে আজ (১৫ নভেম্বর) ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মিনি নিলামের আগে ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও সেদিকুল্লাহ অটলকে ছেড়ে দিয়েছে দিল্লি। গুঞ্জন ছিল, থাঙ্গারাসু নাটারাজনকে ছেড়ে দেবে তারা, তবে শেষ পর্যন্ত এই পেসারের ওপর ভরস রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিনি নিলামে মোট ২১ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালসের রিটেইন তালিকা—

অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, কারুন নায়ার, অভিষেক পোরেল, ট্রিস্টিয়ান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, থাঙ্গারাসু নাটারাজন, মানভান্থ কুমার, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা।

S

Continue Reading