Connect with us

খেলা

ভারতকে এশিয়া কাপ ট্রফি দিতে রাজি এসিসি, শর্ত একটি

Digital Darpan

Published

on

চিরপ্রিতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও দলটিকে ট্রফি দেওয়া হয়নি। শেষমেশ ট্রফি ছাড়াই উদযাপন করেছে সূর্যকুমার যাদব ও তার দল। যা নিয়ে তৈরি হয় বিতর্কও। অনুষ্ঠানের পরও ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হয়নি। জানা গেছে, ভারতকে এশিয়া কাপের ট্রফি প্রদান করা হবে। তবে এক্ষেত্রে তাদেরকে একটি শর্ত বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি।

রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল জেতার পর এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। একপর্যায়ে নাকভি মাঠ ছেড়ে চলে যান। একই সময় ট্রফিও নিয়ে যান। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, নাকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপালি মোড়কে ট্রফি নিয়ে তার সঙ্গে চলে যান এসিসির কয়েকজন কর্তা।

সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকিয়া দাবি করেছিলেন, নাকভি ট্রফি নিয়ে পালিয়েছেন। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে। যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে। জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতরের কাছেই।

সবশেষ খবর, নাকভি এশিয়া কাপের ট্রফি ভারতকে দিতে রাজি হয়েছেন। তবে একটি শর্ত চাপিয়েছেন তিনি। ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আয়োজকদের নাকভি জানিয়েছেন, ভারতীয় দল তাদের ট্রফি ও পদক পেতে পারে। তবে সেই পদক এবং ট্রফি দু’টিই নাকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। সেজন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি।

বর্তমানে বিসিসিআই যে অবস্থানে রয়েছে, তাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা প্রায় নেই। ফলে কোথায়, কবে, কখন এই অনুষ্ঠান হবে বা হতে পারে সেটা নিয়ে কিছুই বলা হয়নি। এদিকে রোববার দুবাইয়ে খেলা শুরুর অনেক আগেই বোঝা গিয়েছিল, ভারত জিতলে কোনও ভাবেই তারা নাকভির হাত থেকে ট্রফি নেবে না। তবু কোনও পক্ষই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি।

ম্যাচ শেষ হওয়ার পর মুম্বাইয়ে থাকা বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলে ভারতীয় শিবির জানিয়ে দেয়, কোনোভাবেই নাকভির কাছ থেকে ট্রফি নেবে না তারা। তবে সাপোর্ট স্টাফদের মধ্যে মরনে মরকেলের মতো যারা বিদেশি আছেন, শুধুমাত্র তারাই নিজস্ব মেডেল বা পুরস্কার সংগ্রহ করবেন। তবে সেই প্রস্তাব পাত্তা পায়নি।

S

খেলা

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

Published

on

অন্যান্য আসরের চেয়ে বেশ বিস্তৃত পরিসরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন টুর্নামেন্টে নিজেদের পছন্দের দল কেমন জার্সি পরে তা নিয়ে আগ্রহ থাকে ভক্তদের মাঝে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি প্রস্তুতে অংশ নিয়েছেন ব্রাজিলিয়ান ডিজাইনার সার্জিও মারেকো। ইতোমধ্যে সেই জার্সি উন্মোচনও করা হয়েছে।

এবার বেশ আগেভাগেই ২২টি দেশের জার্সি প্রকাশ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদের অধীনে কর্মরত আছেন ব্রাজিলিয়ান ডিজাইনার মারেকো। স্বভাবতই আর্জেন্টিনার চিরাচরিত নকশা রাখা হয়েছে তাদের আসন্ন বিশ্বকাপ জার্সিতে। যেখানে রয়েছে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা। এ ছাড়া আলবিলেস্তেদের শিরোপাজয়ী ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ তিন আসরে পরিহিত জার্সির সঙ্গে এর সমন্বয় করা হয়েছে।

বলা হচ্ছে– মহাতারকা লিওনেল মেসি শেষবার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলবেন। ফলে তাদের জন্য আসন্ন আসরের মর্যাদা কোনো অংশেই কম নয়। একইসঙ্গে লিওনেল স্কালোনির দলটি মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। ২০২৬ বিশ্বকাপে মেসিদের জন্য প্রস্ততকৃত জার্সি নিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র সঙ্গে কথা বলেছেন ডিজাইনার মারেকো। তার মতে– ‘প্রাথমিকভাবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া আসরে পরিহিত প্রতিটি জার্সি থেকে নীল রঙের শেড নতুন নকশায় ব্যবহৃত হয়েছে।’

ব্রাজিলিয়ান এই ডিজাইনার আরও বলেন, ‘আমরা আগের তিন জার্সির শেড সমন্বয় করেছি। ফলে নীল রঙের তিনটি ভিন্ন শেড–ই থাকবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সিতে। স্ট্রাইপ ও গ্রেডিয়েন্টে আকাশী-সাদা রঙের ব্যবহার পুরোনো হলেও, মেসিদের নতুন জার্সিতে আধুনিকতার ছোঁয়া রাখার চেষ্টা করেছি। পুরো জার্সির নকশা আমি করিনি, বরং বড় দলের মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়েছে। ওই দলে আর্জেন্টাইনসহ ভিন্ন ভিন্ন জাতীয়তার লোকও ছিলেন। জার্সি প্রস্তুতে সবার বিবেচনায় ছিলেন মেসি, ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলিয়ান বৈশিষ্ট্য সর্বত্র ধারণ করলেও জার্সি ডিজাইনে তার প্রভাব থাকে না বলেও জানান মারেক, ‘সাধারণত ফুটবলে আমি আমার ব্রাজিলিয়ান বৈশিষ্ট্যটাই নিয়ে আসি, তবে কেবল জার্সিতে নয়। ব্রাজিলিয়ানদের নমনীয়তা বা মানিয়ে নেওয়ার ক্ষমতার দিকটাও আমার মাঝে আছে। হয়তো আমাদের নানা ব্যবহারিক বিষয় নিয়ে কথা হয়, কিন্তু আমি ব্রাজিলিয়ানদের সেই বাস্তব নমনীয়তাটাই পছন্দ করি। যা আমরা প্রয়োজনে উৎপাদনের কোনো সমস্যা সমাধানেও ব্যবহার করি। তবে জার্সির নকশা তৈরি পুরো দলের সম্মিলিত কাজ, যেখানে বিভিন্ন দেশের ডিজাইনার যুক্ত আছেন।’

আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। তাদের জার্সি সম্পর্কেও বিস্তারিত কথা বলেছেন মারেকো। তিনি বলেন, ‘মেক্সিকোর ক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল অতীত থেকে সরে এসে একটি নতুন ও আধুনিক পরিচয় তুলে ধরা। একটি এমন জার্সি, যা মেক্সিকান সংস্কৃতিকে আধুনিকভাবে প্রকাশ করবে। আমরা কোনো রেট্রো বা অতীতনির্ভর ডিজাইন চাইনি, লক্ষ্য ছিল আধুনিক মেক্সিকোর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা। তাদের সংস্কৃতি খুবই শক্তিশালী এবং তারা সব সময় সবুজ জার্সি প্রত্যাশা করে। যদিও ফেডারেশনের কিছুটা স্বাধীনতা আছে, তবে বিশ্বকাপ যখন মেক্সিকোতে, তখন জার্সি অবশ্যই সবুজ হতে হবে। সেই সঙ্গে জার্সিতে মেক্সিকোর পতাকার লাল-সাদা রঙও রাখা হয়েছে।’

S

Continue Reading

খেলা

কিংবদন্তি তারকাকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত

Published

on

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি কিংবদন্তি তারকা সুনীল ছেত্রীর। গতকাল (বুধবার) একইদিনে বাংলাদেশও দল ঘোষণা করেছিল। এর আগে ভারতের মাঠে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য সমতা নিয়ে ফিরেছিল বাংলাদেশ।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশ-ভারতের ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের হিসাবে কেবলই নিয়মরক্ষার। দুই দল আগেই লড়াই থেকে ছিটকে গেছে। তাই সম্ভবত তরুণ ফুটবলারদের পরীক্ষার লক্ষ্য ভারতীয় কোচ খালিদ জামিলের। ১৫ নভেম্বর ঢাকার বিমানে চড়ার আগে তিনি দল সাজিয়েছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিয়ে।

ভারতের ২৩ সদস্যের প্রাথমিক দলে স্ট্রাইকার হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহকে। অভিজ্ঞ সুনীলকে এই ম্যাচের জন্য বিবেচনা করেননি ভারতীয় কোচ। গোলরক্ষকের ভূমিকায় দলে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি এবং সাহিলকে। ডিফেন্ডার হিসাবে রয়েছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর, রাহুল বেকে এবং সন্দেশ ঝিঙ্ঘান।

বাংলাদেশের বিপক্ষে মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু এবং সুরেশ সিংহ ওয়াংজাম। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতি ক্যাম্প শুরুর কথা রয়েছে ভারতের।

‘সি’ গ্রুপে ৪ ম্যাচ খেলে বাংলাদেশ ও ভারত কোনো জয় পায়নি। ২টি করে ড্র নিয়ে সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩-৪ নম্বরে অবস্থান বাংলাদেশ ও ভারতের। ফলে এশিয়ান কাপে ওঠার লড়াইটা চলছে হংকং ও সিঙ্গাপুরের মাঝে। ৪ ম্যাচে তারা ২টি করে জয় ও ড্র করেছে। সমান ৮ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে হংকং।

S

Continue Reading

খেলা

বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাস সেরা, মানেন না রোনালদো

Published

on

এক যুগেরও বেশি সময় ধরে প্রশ্ন উঠেছে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা। আর্জেন্টিনা ফরোয়ার্ড প্রায় তিন বছর আগে বিশ্বকাপ জিতে সেই প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন। কিন্তু রোনালদো মনে করেন না, ছয় বা সাত ম্যাচের একটি টুর্নামেন্ট দিয়ে কারও শ্রেষ্ঠত্ব সংজ্ঞায়িত করা যায়! পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ অর্জন হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগ জয়ী তারকা বললেন, বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাসের সেরা হবেন, এমনটা ভাবা ন্যয়সঙ্গত নয়।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বর্তমানে আল নাসরে খেলছেন। দলকে ট্রফি এনে দিতে না পারলেও গোলমুখের সামনে তিনি বেশ প্রাণবন্ত। কদিন আগে ক্যারিয়ার গোলের সংখ্যা সাড়ে নয়শ ছাড়িয়ে নিয়েছেন। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে শীর্ষ গোলদাতা রোনালদো।

সম্প্রতি ৪০ বছর বয়সী উইঙ্গার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে এক বিশদ সাক্ষাৎকার দিয়েছেন, যা বৃহস্পতিবার প্রকাশিত হবে। তার আগে এই সাক্ষাৎকারের ট্রেলার প্রচার হয়েছে।

সেখানে রোনালদো বলেছেন, ‘আপনি যদি আমার কাছে জানতে চান, ক্রিস্টিয়ানো বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? না, এটা একটি স্বপ্ন নয়।’

বিশ্বকাপ দিয়ে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার নির্ধারণ করার পক্ষে নন তিনি, ‘এটা দিয়ে কী নির্ধারণ করা যায়? আমি ইতিহাসের সেরা কি না? ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করা কি ন্যায়সঙ্গত মনে করেন?’

সেই পুরানো প্রশ্ন আবারো শুনতে হলো রোনালদোকে? মেসি নাকি তিনি সেরা? ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতা এবং রেকর্ড ১৪ গোল করা সিআরসেভেন এনিয়ে কোনও তর্কে যেতে চান না, তার সাফ কথা, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি তা মানি না, আমি বিনয়ী হতে চাই না।’

S

Continue Reading