খেলা
বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাস সেরা, মানেন না রোনালদো
স্পোর্টস ডেস্ক
Published
1 week agoon
এক যুগেরও বেশি সময় ধরে প্রশ্ন উঠেছে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা। আর্জেন্টিনা ফরোয়ার্ড প্রায় তিন বছর আগে বিশ্বকাপ জিতে সেই প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন। কিন্তু রোনালদো মনে করেন না, ছয় বা সাত ম্যাচের একটি টুর্নামেন্ট দিয়ে কারও শ্রেষ্ঠত্ব সংজ্ঞায়িত করা যায়! পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ অর্জন হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগ জয়ী তারকা বললেন, বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাসের সেরা হবেন, এমনটা ভাবা ন্যয়সঙ্গত নয়।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বর্তমানে আল নাসরে খেলছেন। দলকে ট্রফি এনে দিতে না পারলেও গোলমুখের সামনে তিনি বেশ প্রাণবন্ত। কদিন আগে ক্যারিয়ার গোলের সংখ্যা সাড়ে নয়শ ছাড়িয়ে নিয়েছেন। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে শীর্ষ গোলদাতা রোনালদো।
সম্প্রতি ৪০ বছর বয়সী উইঙ্গার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে এক বিশদ সাক্ষাৎকার দিয়েছেন, যা বৃহস্পতিবার প্রকাশিত হবে। তার আগে এই সাক্ষাৎকারের ট্রেলার প্রচার হয়েছে।
সেখানে রোনালদো বলেছেন, ‘আপনি যদি আমার কাছে জানতে চান, ক্রিস্টিয়ানো বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? না, এটা একটি স্বপ্ন নয়।’
বিশ্বকাপ দিয়ে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার নির্ধারণ করার পক্ষে নন তিনি, ‘এটা দিয়ে কী নির্ধারণ করা যায়? আমি ইতিহাসের সেরা কি না? ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করা কি ন্যায়সঙ্গত মনে করেন?’
সেই পুরানো প্রশ্ন আবারো শুনতে হলো রোনালদোকে? মেসি নাকি তিনি সেরা? ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতা এবং রেকর্ড ১৪ গোল করা সিআরসেভেন এনিয়ে কোনও তর্কে যেতে চান না, তার সাফ কথা, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি তা মানি না, আমি বিনয়ী হতে চাই না।’
S
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর শুরুর আর বড় সময় বাকি। তবে এখন থেকেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিক থেকে বলিউড বাদশাহ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে আছে। ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর গত আইপিএলে তারা সুবিধা করতে পারেনি। ফলে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে তাদের পরিবর্তনের শুরু।
অক্টোবরের শেষদিকে কলকাতার প্রধান কোচ হিসেবে নিয়োগ পান অভিষেক নায়ার। যিনি এর আগে তাদের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। মাঝে ব্যাটিং কোচ হিসেবে দেখা গিয়েছিল ভারতীয় জাতীয় দলে। নায়ারের পর কলকাতা সহকারী কোচ হিসেবে নেয় অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী তারকা শেন ওয়াটসনকে। এবার নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি তাদের সঙ্গে বোলিং কোচ হিসেবে যুক্ত হলেন।
কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কেকেআর ফ্যামেলিতে টিম সাউদিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এবার তিনি এলেন কোচিংয়ের সামর্থ্য নিয়ে। আমাদের বোলিং বিভাগকে সঠিক শেপে আনার জন্য টিমের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা বড় উপকরণ হিসেবে কাজ করবে। তার নেতৃত্বের গুণ ও ধীরস্থির মনোভাব আমাদের তরুণ বোলারদের জন্য আদর্শ মেন্টর।’
২০২৪ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায়ের অল্প সময়ের মাঝেই কোচিংয়ে যোগ দেন সাউদি। তিনি ইংল্যান্ডের বোলিং বিভাগে কাজ করেছেন। আইপিএলে এক সময় কলকাতার পেসার হিসেবে প্রতিনিধিত্ব এই তারকা কোচ হলেন এবার। স্বভাবতই উচ্ছ্বসিত সাউদি, ‘কলকাতা আমার কাছে সবসময় ঘরের মতো, তাদের হয়ে নতুন ভূমিকায় ফেরা অনেক সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজির দারুণ সংস্কৃতি, অনুরাগী সমর্থক ও খেলোয়াড়দের দারুণ একটি গ্রুপ আছে। ২০২৬ আইপিএলে দল যেন সাফল্য পায় সেলক্ষ্যে আমি বোলারদের নিয়ে কাজ করব।’
এর আগে কলকাতার পেস বোলিং কোচের দায়িত্বে ভারত অরুন এবং স্পিন বিভাগ সামলেছেন কার্ল ক্রো। দুজনই এবার লখনৌ সুপার জায়ান্টসের কোচিংয়ে যুক্ত হয়েছেন। ফলে সাউদির পর কলকাতার স্পিন বিভাগেও এবার নতুন কাউকে দেখা যাবে। এ ছাড়া গত মৌসুম থেকে তাদের মেন্টরের ভূমিকায় আছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। সাউদি ২০২১ মৌসুমে যোগ দিয়ে তিন মৌসুম কলকাতার হয়ে খেলেছেন। এর আগে ২০১১-২৩ আসরে চেন্নাই, রাজস্থান, বেঙ্গালুরু ও মুম্বাইতে দেখা গেছে সাবেক কিউই তারকাকে।
S
খেলা
শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল সানিয়ার
Published
1 day agoon
নভেম্বর ১৩, ২০২৫
ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। দুই বৈরি সম্পর্কের দেশে এমন বিয়ের আয়োজন স্বাভাবিকভাবেই নজর কেড়েছিল। যদিও ঝড় তোলা সেই বিয়ে এক যুগের বেশি স্থায়ী হয়নি।
২০২৩ সালেই সানিয়া মির্জা শোয়েব মালিককে ডিভোর্স দেন। তবে তা আলোচনায় আসেনি লম্বা সময় পর্যন্ত। এরমাঝে শোয়েব মালিক নিজের জীবনে সঙ্গী করে নেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে। শোয়েব তার তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে আনতেই পাল্টা সানিয়ার পরিবারও জানিয়ে দেয় টেনিস তারকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না সানিয়া মির্জা। কিন্তু নতুন ইউটিউব টক শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ এর প্রথম এপিসোডেই যেন ঝেরে ফেললেন যাবতীয় দ্বিধা। অতিথির চেয়ারে ঘনিষ্ঠ বন্ধু, বলিউড পরিচালক কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে আলাপচারিতায় সানিয়া তুলে ধরলেন নিজের ভেঙে পড়ার মুহূর্ত, ডিভোর্স পরবর্তী মানসিক চাপে ডুবে যাওয়ার দিন, এমনকি এক ভয়ানক প্যানিক অ্যাটাকের অভিজ্ঞতাও।
সানিয়ার কথায়, ‘একটা দিন ছিল, আমার জীবনের সবচেয়ে অবসাদের মুহূর্তগুলোর একটা। সেটা ক্যামেরার সামনে বলতে চাই না। কিন্তু ওই সময় তুমি (ফারাহ) সেটে এসে দাঁড়ালে। আমাকে লাইভ শো-তে যেতে হত। আমি কাঁপছিলাম। তুমি যদি না থাকতে, ওই শো করতে পারতাম না। তুমি বলেছিলে—‘নো ম্যাটার হোয়াট, ইউ আর ডুইং দিস শো।’ সেই কথাটাই আমাকে দাঁড় করিয়েছিল!’
ফারাহও একমত। জানালেন, সানিয়ার অবস্থা দেখে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। ‘আমার সেদিন শুট ছিল। কিন্তু সব ফেলে পায়জামা-চপ্পলে ছুটে যাই ওর কাছে। শুধু ওর পাশে থাকতে চেয়েছিলাম!’ বললেন তিনি।
আলোচনার টেবিলে বসে সহমর্মিতার সুরে ফারাহ আরও জানান, একা হাতে মা হয়ে ওঠার লড়াইটা সানিয়া যেভাবে সামলাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বলেন, ‘কাজ করতে হবে, ছেলেকে সময় দিতে হবে—দুটোই তোমাকে করতে হয়। এটা ডাবল এফর্ট, আর তুমি সেটা দারুণভাবে ম্যানেজ করছো!’
S
সিলেট টেস্টে স্বাগতিক ব্যাটারদের দাপট চলছে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দেওয়া ২৮৬ রান টপকে ইতোমধ্যে ৫৭৫ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ রান।
ব্যাটারদের দাপটের টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।
ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সিলেটে। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এ ছাড়া আরেক ওপেনার সাদমান ১০৪ বলে ৮০ রান করেছেন।
এ ছাড়া তিনে নামা মুমিনুল হকও আশিতে আটকা পড়েন। তার ব্যাট থেকে এসেছে ১৩২ বলে ৮২ রান। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য সেঞ্চুরির হাসি হেসেছেন। ১১৪ বলে বরাবর শতরান করে ফিরেছেন তিনিও।
প্রথম চার ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের পর পাঁচে নামা মুশফিকের ব্যক্তিগত ২৩ রানের মাথায় বিদায়ে ছন্দপতন হয়। এরপর লিটন যদিও ফিফটি পেয়েছেন। প্রসঙ্গত, চলমান টেস্টেই প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান।
S
সারাদেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের
