Connect with us

খেলা

এল ক্লাসিকোয় রেগে যাওয়া ফুটবলারদের যে পরামর্শ দিলেন বার্সা গোলরক্ষক

Digital Darpan

Published

on

মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে সপ্তাহখানেক আগে। বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে রিয়াল মাদ্রিদের জয়ের পর উভয় দলই মুখোমুখি অবস্থানে ছিল। তর্কাতর্কি–হাতাহাতিতে গড়ানো সেই উত্তেজনার রেশ এখনও শেষ হয়নি। পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন দৃশ্যপটে দেখা যায়নি বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনিকে। ওই ম্যাচে এক পেনাল্টিসহ ৯টি সেইভ করা এই তারকা রেগে যাওয়া ফুটবলারদের একটি পরামর্শ দিয়েছেন।

ওই ম্যাচে রেফারি শেষ বাঁশি বাজানোর আগে উদযাপনে ফেটে পড়ে সান্তিয়াগো বার্নাব্যু ও স্বাগতিক রিয়ালের পুরো স্কোয়াড। হাত মিলিয়ে ফেরার সময় কারভাহাল হাতের ইশারায় ইয়ামালকে বলেন, ‘তুমি বড্ড বেশি কথা বলো, এখন কথা বলো’। জবাবে নাকি ইয়ামালও ‘টানেলে দেখা হবে’ বলে পাল্টা তোপ দাগেন। তবে ওই সময় মাঠেই মেজাজ হারিয়ে জাতীয় দল সতীর্থের দিকে তেড়ে যেতে চান বার্সার তরুণ এই ফরোয়ার্ড। পথে বাধা দেন রিয়ালের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। সেখানে কিছুক্ষণ বাদানুবাদের পর মাঠে ছেড়ে যাওয়ার সময় আবারও তর্কে জড়ান ভিনিসিয়ুসের সঙ্গে। সবমিলিয়ে রিয়াল-বার্সার বেশ কয়েকজন মেজাজ হারিয়েছেন।

এল ক্লাসিকো পরবর্তী এমন উত্তাপ নিয়ে পোল্যান্ডের সাবেক তারকা গোলরক্ষক সিজনি বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুর দিকেই শিখেছি– আবেগ আমাকে কোনো সাহায্য করবে না, তাই এমন মুহূর্তে আমি নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে ফেলি। সেই ধারাবাহিকতায় এল ক্লাসিকোর পর সবাই যখন তর্ক ও পরস্পর লড়ছিল, আমি শুধু ভাবছিলাম “আমরা ম্যাচটা হেরেছি, কিন্তু এখান থেকে বের হয়ে আসা উচিত।” আমি সবাইকে আহবান জানাব– সবাই মেডিটেশন চর্চা এবং লম্বা শ্বাস নেওয়ার অভ্যাস করুন।’

পেদ্রির ক্যারিয়ারে প্রথম লাল কার্ড, হাতাহাতিসহ বার্নাব্যুতে আরও যা ঘটল

একইভাবে ম্যাচ শুরুর আগে-পরেও মেডিটেশন করার কথা জানান অভিজ্ঞ এই বার্সা গোলরক্ষক, ‘আমি ম্যাচ শুরুর আগে এবং হাফ-টাইমে মেডিটেশন করি। তখন লোকজন আমার দিকে অদ্ভুতভাবে তাকায়, কারণ লকার রুমের মাঝে বসে এই কাজ শুরু করি আমি। অন্যদেরও এই পরামর্শ দিই– স্বাভাবিক এবং উত্তপ্ত উভয় পরিস্থিতিতেই এভাবে দীর্ঘ শ্বাস গ্রহণ-ত্যাগ জরুরি।’

২০১৭ সালের পর এবারই প্রথম এল ক্লাসিকোয় গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৯টি সেইভ করেছেন ভয়চেক সিজনি। এমনকি ২০১৫-১৬ মৌসুমের পর বার্সা-রিয়ালের ম্যাচে প্রথমবার তিনি পেনাল্টি ঠেকানোর নজিরও গড়েছেন। এবার তার দুর্দান্ত পারফরম্যান্সের শিকার কিলিয়ান এমবাপে, এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের পেনাল্টি ঠেকানোর রেকর্ড আছে সিজনির। পেনাল্টি ঠেকাতে আগে থেকেই প্রতিপক্ষ ফুটবলারদের নিয়ে বিশ্লেষণ করে নামেন বলে তিনি জানিয়েছেন। সিজনি বলেন, ‘ম্যাচের আগে আমি পেনাল্টি টেকারদের নিয়ে পড়াশোনা করি। পেনাল্টি নিতে পারে এমন ফুটবলারদের সর্বশেষ ২০টি শটের ভিডিও দেখি আমি।’

তিনি আরও বলেন, ‘কখনও কখনও তাদের রান-আপ দেখে আমি অগ্রীম তথ্য পাই। গুরুত্বপূর্ণ মুহূর্তে ফুটবলাররা ভিন্ন ভিন্ন উপায়ে শট নিয়ে থাকে, যার ওপর দলের হার-জিত নির্ভর করে। আমি চেষ্টা করি প্রতিপক্ষ সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে, সেভাবে প্রস্তুতি গ্রহণের। এমবাপের ক্ষেত্রে, আমার বিপক্ষে গত মৌসুমেও পেনাল্টিতে গোল করেছিল। আমি এবার আত্মবিশ্বাসী ছিলাম যে, এবারও সে একইদিকে বল মারবে। প্রত্যাশা অনুযায়ীই ঘটেছে এবং সৌভাগ্যবশত আমি এটি ঠেকাতে পেরেছি।’

S

খেলা

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়া হলো না অশ্বিনের

Published

on

বিগ ব্যাশে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের কারণে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে অশ্বিনের। এ কারণেই খেলতে পারবেন না তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু তা হচ্ছে না।

অশ্বিন জানিয়েছেন, তিনি বিগ ব্যাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আর প্রস্তুতির সময়ই হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সময় পাওয়া যাবে না অশ্বিনকে।

অশ্বিনের দল সিডনি থান্ডার তাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে অশ্বিন বলেছেন, ‘বিগ ব্যাশ খেলতে না পেরে খুবই হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মনযোগ দিয়েছি। আগের থেকেও ফিট হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই।’

‘যদি রিহ্যাব ভালো হয় তাহলে আসরের শেষের দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।’

সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, তারা অশ্বিনকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অশ্বিনের চোট তাদের জন্য বড় ধাক্কা। অশ্বিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কোপল্যান্ড আশা করছেন, আসরের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। তিনি খেলতে না পারলেও তার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।

S

Continue Reading

খেলা

জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে যোগ দিলেন রাজ্জাক

Published

on

সর্বশেষ নির্বাচনে বিসিবির পরিচালক হয়েছেন আব্দুর রাজ্জাক। সাবেক এই ক্রিকেটার এবার অংশ হলেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের। তাকে টিম ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে বিসিবি।

আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্জাক। আজ সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রাজ্জাক। বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন সাবেক এই ক্রিকেটার। তবে এবারই প্রথম টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

আশরাফুল এর আগে জাতীয় দলের সঙ্গে কাজ করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।

S

Continue Reading

খেলা

চোটে শরিফুল-সোহান, খেলতে পারবেন আয়ারল্যান্ড সিরিজে?

Published

on

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। তবে সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান তিনি। এই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই উইকেটকিপার-ব্যাটারকে।

বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আজ আবারো তার পা দেখেছেন চিকিৎসকরা, পরে জানিয়েছেন কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন সোহান।

সবমিলিয়ে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এর মধ্যেই ফিট হয়ে যাবেন বলে জানা গিয়েছে।

এদিকে সোহানের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ের আঘাত পান তিনি। জানা গেছে টি আর ওয়ান ইনজুরি তার, যাকে গ্রড ওয়ান বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। শরিফুলও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।

S

Continue Reading