Connect with us

খেলা

গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

Digital Darpan

Published

on

জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট থেকে বেশ লম্বা সময় ধরেই গোলখরায় ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাঝে অবশ্য হাতের সার্জারির কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাকে। গতকাল (বুধবার) বেলিংহ্যামের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসকে ১-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাবটিকে আতিথ্য দিতে নেমে সবদিক থেকেই এগিয়ে ছিল রিয়াল। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি তারা ২৬টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে, ১১টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে জুভেন্তাস। ম্যাচের ফল নির্ধারণী গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরলে নিকট দূরত্ব থেকে নেওয়া শটে খরা কাটান বেলিংহ্যাম।

এবারের গ্রীষ্মে মৌসুম শুরুর সময় সার্জারির কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ইংলিশ মিডফিল্ডারকে। সেপ্টেম্বরে তিনি লা লিগায় এসপানিওল ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। গতকাল ছিল চলতি মৌসুমে তার মাত্র সপ্তম ম্যাচ। এই ম্যাচে গোলে ফেরা বেলিংহ্যামকে নিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘আমি জুডের জন্য খুশি। ইনজুরি থেকে ফেরার পর তার একটি ভালো ম্যাচের প্রয়োজন ছিল। স্কোর করা ছাড়াও ম্যাচজুড়ে ভালো খেলেছে সে। ফের স্বস্তিতে ফিরতে সে এমন ম্যাচই প্রাপ্য।’

ম্যাচের শুরুতে অবশ্য জুভেন্তাসের একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে রিয়ালের রক্ষণকে। তার বেশ কয়েকটি আক্রমণ থামে গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে বল জমা করার মধ্য দিয়ে। রিয়াল কার্যকরী প্রভাব ফেলতে শুরু করে ২০ মিনিটের পর। ব্রাহিম দিয়াজের একটি শট জুভ গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর অঁরেলিয়ে চুয়ামেনির জোরালো প্রচেষ্টা ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে যায়। এভাবে বিরতির আগপর্যন্ত উভয়দলের ফিনিশিং ব্যর্থতায় শেষ হয় গোলশূন্য সমতায়।

৪৯ মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল সফরকারীদের সামনে। কিন্তু দুসান ভ্লাহোভিচ কাউন্টার অ্যাটাকে উঠে অনেকটা দূর একা টেনে নিয়ে সামনে পেয়েছিলেন কেবল কোর্তোয়াকে। কিন্তু তার নেওয়া শট রিয়াল গোলরক্ষকের পায়ে লেগে পরাস্ত হয়ে যায়। মিনিট সাতেক পর বক্সে ঢুকে কয়েকজনকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন ভিনিসিয়ুস, সেটি জুভ গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও দ্বিতীয় বারে লেগে ফিরে আসে। তবে সামনেই ছিলেন বেলিংহ্যাম, তার এক স্পর্শেই বল জালে জড়ায়। এরপর বাকি সময়ে আর কেউ গোল করতে পারেনি।

রিয়ালের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে নেমে বেশ কয়েকটি কঠিন সেভ করেছেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ অনেকটাই ধরে রাখায় ম্যাচসেরা হয়েছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। অন্যদিকে, ম্যাচ জিতলেও রিয়ালের জন্য ধাক্কা হয়ে আসে দ্বিতীয়ার্ধে মাংসপেশির চোট নিয়ে রাউল অ্যাসেনসিও মাঠ ছাড়ার ঘটনায়।

এ নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবকটিতে জিতেছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান পঞ্চম। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে তাদের সামনে আছে যথাক্রমে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও আর্সেনাল।

 

S

খেলা

বাংলাদেশের জন্য দোয়া চাইলেন সাকিব

Published

on

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারত সিরিজে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। তারও আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি।

আজ সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। নিজের ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’

এদিকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি।

তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়্যাল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি সাকিব। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি। তাতে হেরেছে তার দলও।

এখনো পর্যন্ত ৪ ম্যাচে খেলে সবকটিতে হেরেছে সাকিবের দল। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে তারা।

S

Continue Reading

খেলা

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী

Published

on

লিওনেল মেসির সাবেক বিশ্বকাপজয়ী সতীর্থ আলজান্দ্রো গোমেজ দুই বছরের ডোপিং নিষেধাজ্ঞা শেষ করে অবশেষে আবারও ফুটবলে ফিরেছেন। ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব কালচিও পাদোভার হয়ে তিনি শনিবার ফের মাঠে নামেন।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন গোমেজ। ২০২৩ সালের অক্টোবরে নিষিদ্ধ পদার্থ গ্রহণের দায়ে তাকে নিষিদ্ধ করা হয়। তার শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছিল। পরে অবশ্য তিনি দাবি করেছিলেন, সন্তানকে দেওয়া কাশি সিরাপ ভুলবশত খাওয়ায় এমন হয়েছিল। ঘটনা সামনে আসার পর সেভিয়া তার চুক্তি বাতিল করে দেয়। নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত অক্টোবরের ১৮ তারিখ।

নিষেধাজ্ঞা শেষে পাদোভার হয়ে ভেনেজিয়ার বিপক্ষে সিরি ‘বি’ ম্যাচে ৫৮ মিনিটে বদলি হিসেবে নামেন গোমেজ। দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পেলেও ২–০ গোলে দলের হার এড়াতে পারেননি।

ম্যাচ শেষে তিনি জানান, “আমি ঘুরতে আসিনি। পাদোভাকে যতটা সম্ভব ওপরে তোলাই আমার লক্ষ্য।” গোমেজ মনে করেন, তাকে অযথাই কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। তিনি বলেন, “কেউ কোকেন নেয় বা গাঁজা খায়—তখন ছয় মাস শাস্তি পায়। আমি ছেলের কাশি সিরাপ খেয়ে দুই বছরের নিষেধাজ্ঞা পেলাম! প্রথমে ফুটবল দেখা বন্ধই করে দিয়েছিলাম। নিজেকে আলাদা করে একজন মনোবিজ্ঞানীর সহায়তায় পরিস্থিতি সামলাতে হয়েছে।”

বিশ্বকাপ জয়ের ঠিক পরই নিষেধাজ্ঞা পাওয়াটা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, “ক্যারিয়ারের সেরা সময়, বিশ্বকাপ জয়ের পরেই এমন হলো। মনে হচ্ছিল, আমি তো অবসর নিতে চাই না, তাহলে কয়েকজন স্যুট–টাই পরা লোক কেন ঠিক করবে আমি কবে অবসর নেব?”

এদিকে, গত বিশ্বকাপ চলাকালে অন্য কারণে শিরোনাম হয়েছিলেন গোমেজ। এক আর্জেন্টাইন প্রতিবেদকের দাবি, বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে উদ্‌যাপনের সময় গোমেজ নাকি মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে ‘অনুপযুক্ত’ মন্তব্য করেছিলেন। এতে মেসি নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। প্রতিবেদকের কথায়, “সবাই গান গাইছিল, আর গোমেজ নাকি বলেছিল—‘আন্তোনেলাকে দিয়ে দাও!’

S

Continue Reading

খেলা

মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস

Published

on

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দেয় দলটি। এবার আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে এক মৌসুমে দ্বিতীয়বারের মতো দলে ভেড়ানো হলো টাইগার পেসারকে।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। তধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।

এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস। বদলি হিসেবে মুস্তাফিজকে নেওয়ার কথা নিশ্চিত করেছে দুবাই। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে দুবাই।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন। এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসর। ফাইনাল হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যু আবুধাবি, দুবাই এবং শারজাহতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

S

Continue Reading