...
Connect with us

খেলা

পেদ্রির ক্যারিয়ারে প্রথম লাল কার্ড, হাতাহাতিসহ বার্নাব্যুতে আরও যা ঘটল

Digital Darpan

Published

on

দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো শেষে কিছু একটা ঘটবে সেটা যেন অনুমেয়–ই ছিল। উত্তেজনার মঞ্চটা আগেই তৈরি করে দিয়েছিলেন স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তারকা রিয়ালকে ‘চোর’ ও ‘ছিঁচকাঁদুনে’ বলে তাতিয়ে দিয়েছিলেন। জয় নিশ্চিতের পর রিয়ালের দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র হাতের ইশারায় জবাব দিলেন– ‘বড্ড বেশি কথা বলেছ, এখন কথা বলো!’

বার্সেলোনার কাছে গত মৌসুমে ৪টি এল ক্লাসিকোর সবকটিতেই হেরেছিল রিয়াল। কেবল তাই নয়, হজম করেছিল ১৬টি গোল। সেই জোরেই কি না ইয়ামাল এবারও তেমন কিছুই ঘটবে বলে ইঙ্গিত দিলেন। তবে এল ক্লাসিকো যে নির্দিষ্ট মৌসুমের ফল দেখে বিচার করা ঠিক নয়। অনেক বছর ধরে এর রীতি ও ঐতিহ্য অন্তত তাই বলে। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (রোববার) দুই দলই হাড্ডাহাড্ডি লড়েছে। তবে ২-১ ব্যবধানের জয়ে শেষ হাসিটা স্বাগতিক লস ব্লাঙ্কোসরাই হাসলো।

ম্যাচজুড়ে উত্তেজনা তো ছিল–ই, তবে সেটি বিশেষ মাত্রা পায় যোগ করা সময়ের দশম মিনিটে পেদ্রি’র লাল কার্ড দেখাকে কেন্দ্র করে। রিয়ালের ফরাসি মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। যা এই স্প্যানিশ মিডফিল্ডারের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড। ওই সময়ে দুই দলের ডাগআউটে থাকা ফুটবলার ও কোচিং স্টাফের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপরের দিকে বাক্য বিনিময় ও তেড়ে যাওয়ার ভাব দেখায়। বেঞ্চে থেকেই হলুদ কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে, আর সতর্ক করে দেওয়া হয় রিয়ালের ব্যাকআপ গোলরক্ষক আন্দ্রে লুনিনকে।

কিছুক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হয়। খানিক বাদেই শেষ বাঁশি বাজান রেফারি। উদযাপনে ফেটে পড়ে সান্তিয়াগো বার্নাব্যু ও স্বাগতিক রিয়ালের পুরো স্কোয়াড। মাঠে থাকা রিয়ালের থিবো কোর্তোয়াও কিছু বলছিলেন ইয়ামালকে লক্ষ্য করে, তাতে ডাগআউট থেকে যোগ দেন জুড বেলিংহ্যামও। এর আগে খেলা শেষে দেখা হয় দুই স্প্যানিশ সতীর্থ ইয়ামাল ও কারভাহালের। তবে হাত মিলিয়ে ফেরার সময় কারভাহাল হাতের ইশারায় ইয়ামালকে ‘কথা কম বলা’র ইঙ্গিত দেন। তাতে ক্ষেপে যান বার্সা ফরোয়ার্ড, তার তেড়ে যাওয়ার পথে বাধা দেন রিয়ালের কামাভিঙ্গা। এরপর একে একে যোগ দেন আরও কয়েকজন। বার্সার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংকে পেছন থেকে ধাক্কা দিয়ে বসেন থিবো কোর্তোয়া।

হতাশা নিয়ে মাঠ ছাড়ছিলেন ইয়ামাল, তখন কিছুটা দূরে থাকা ভিনিসিয়ুসের সঙ্গে তার ফের বেধে যায়। আবারও তেড়ে যাওয়া শুরু, সেখানে সতীর্থ–কোচিং স্টাফরা এসে টানাটানি ও প্রতিপক্ষের গায়ে ধাক্কাধাক্কি চলে কিছুক্ষণ। এল ক্লাসিকোর উত্তেজনা পৌঁছে যায় আরও উচ্চ মাত্রায়। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা রাফিনিয়ার সঙ্গেও কথা চালাচালি হয় ভিনিসিয়ুসের। উদযাপনের সময় এমবাপে-বেলিংহ্যামদের উসকানির যোগান দেওয়া উদযাপন ছিল বার্সার ডাগআউট লক্ষ্য করে। এ ছাড়া মাঠে চলমান হাতাহাতি ছাড়াতে যোগ দিতে হয়েছিল স্বয়ং রিয়াল কোচ জাবি আলোনসোকে।

দিন শেষে ২-১ ব্যবধানের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো লস ব্লাঙ্কোসরা। তাদের সঙ্গে ব্লু গ্রানাদের ব্যবধান বেড়ে দাঁড়াল ৫ পয়েন্টে। ১০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে রয়েছে।

S

খেলা

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

Published

on

আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।

বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব।

ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ।

ম্যাচের পর নেইমার বলেন, ‘রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। তিনি লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়করাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়াতে শুরু করেন।’

নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তার সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।’

S

Continue Reading

খেলা

পাকিস্তানের ফাস্ট বোলারের বাসায় দুর্বৃত্তদের হামলা

Published

on

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। এমন সময়ে উদ্বেগ উৎকণ্ঠা পাকিস্তানের ড্রেসিংরুমে। দলটির তারকা ফাস্ট বোলার নাসিম শাহ পেয়েছে দুঃসংবাদ। তার বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে। তবে স্কোয়াড ছেড়ে যাননি তিনি।

লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেটে গুলি করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নাসিমের বাড়ির গেইট লক্ষ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।

সোমবার সকালের দিকে এই হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না জানা যায়নি।

দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, নাসিমের বাবা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন ওই কর্মকর্তা।

ক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনা নাসিমের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে প্রভাব ফেলেনি। দলের সঙ্গেই আছেন ফাস্ট বোলার। পুরো সিরিজে অংশ নেবেন তিনি।

পাকিস্তান ও শ্রীলঙ্কা আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে। তারপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দুটি স্কোয়াডে আছেন নাসিম।

S

Continue Reading

খেলা

গোপনে ক্যাম্প ন্যুতে ফিরলেন মেসি!

Published

on

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো। যেন শেষ হইয়াও যেন হইলো না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা এরই মধ্যে আরও দুটি ক্লাবে খেলেছেন। প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে থিতু হয়েছেন আমেরিকান ইন্টার মায়ামিতে। তবুও এখনো যেন মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে থাকে বার্সা সমর্থকরা।

বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোনে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়। হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়।

কদিন আগে বার্সেলোর ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজ মোটামুটি শেষ হয়েছে। ২০২১ সালে বার্সা ছাড়ার পর আর ওই স্টেডিয়ামে আর পা পড়েনি মেসির। এরই মধ্যে ক্যাম্প ন্যু সেজেছে নতুন রূপে। ম্যাচ আয়োজনের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্প্রতি গোপনে ক্যাম্প ন্যু ঘুরে গিয়েছেন ইন্টার মায়ামি তারকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন, যা নতুন করে উচ্ছ্বসিত করেছে কাতালান সমর্থকদেরও।

মেসি লিখেছেন, ‘গত রাতে এমন এক জায়গায় ফিরেছিলাম, যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম, সেখানে থাকার সময় আপনারা আমাকে ভাবতে শিখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি। আশা করি, একদিন এখানে ফিরতে পারবো। শুধু বিদায় জানাতে নয়, যেভাবে বিদায় জানাতে পারিনি…।’ বার্তার সঙ্গে দিয়েছেন নতুন করে সাজানো স্টেডিয়ামের ভেতর-বাহিরের কিছু ছবি ও ভিডিও।

প্রসঙ্গত, ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছিলেন মেসি। চোখ ভেজানো সেই বিদায়ের পর যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে। নেইমার ও এমবাপের সঙ্গে বেশ কিছু শিরোপা জিতলেও পরিবার নিয়ে ফ্রান্সে মানিয়ে নিতে পারেননি তিনি। অবশেষে ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরও থেমে নেই মেসির সাফল্যের ধারা। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। এ নিয়ে তাঁর ঝুলিতে এখন ৪৬টি বড় শিরোপা—ফুটবল ইতিহাসে সর্বাধিক। এ ছাড়া অষ্টম ব্যালন ডি’অর জিতে আরও একবার ইতিহাস গড়েছেন তিনি।

তবু ক্যাম্প ন্যু নিয়ে তার টান এখনো অটুট। স্টেডিয়াম সংস্কারের কাজ দেখতে গিয়ে স্মৃতিমাখা ঘাসে হেঁটে বেড়ানো মেসিকে দেখে ভেসে গেছে কাতালান সমর্থকদের মন। গুঞ্জন উঠেছে, হয়তো একদিন প্রশাসনিক বা অন্য কোনো ভূমিকায় ফিরবেন ক্লাবটিতে। ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস অবশ্য আরও আশাবাদী। তিনি বলেছেন, ‘মেসি যেভাবে নিজের ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী বছরগুলোতে তাকে সেই সুযোগ করে দেব। ইন্টার মায়ামি বার্সেলোনায় কোনো না কোনোভাবে একটি ম্যাচ আয়োজন করবে।’

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও জানিয়েছেন, ক্যাম্প ন্যুর সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে মেসির জন্য থাকবে বিশেষ সম্মাননা ম্যাচ। তার ভাষায়, ‘আমরা চাই, বার্সেলোনায় মেসিকে তার প্রাপ্য শ্রদ্ধা জানানো হোক।’ তবে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির আর বার্সার জার্সি গায়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, যা তাকে নিয়ে যাবে ৪০ বছর বয়সের ওপারে।

S

Continue Reading
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.