...
Connect with us

খেলা

বাংলাদেশের হয়ে মেসি খেললেও চ্যালেঞ্জ থাকত : হামজা

Digital Darpan

Published

on

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মুগ্ধ। বাংলাদেশের ফুটবলের হ্যাঁমিলিয়নের বাশিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। তিনি বাংলাদেশ দলের জন্য ফুটবলপ্রেমীদের কাছে মেসিতুল্য।

হামজা চৌধুরি বাংলাদেশ দলে আসার পর দলীয় শক্তি বেড়েছে অনেক। হামজা বাংলাদেশ দলে থাকা এক রকম, আবার না থাকা আরেক রকম। আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন হামজা। তখন এক সাংবাদিক হামজাকে মেসির সঙ্গে তুলনা করে প্রশ্ন করেন। এর প্রেক্ষিতে হামজা বলেন,‌ ‘আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই।’

ফুটবল দলীয় খেলা। একজনের পক্ষে ফলাফল পরিবর্তন করা বেশ কঠিন। তিনি সেটা স্মরণ করিয়ে বলেন, ‘দিন শেষে ফুটবল একটা দলগত খেলা। তাই ফুটবল কখনো একজনের খেলা নয়। আমাকে কেন্দ্র করেও নয়।’

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক। বাংলাদেশের হয়ে খেলতে এটি তার তৃতীয়বার আগমন। এ নিয়ে তার প্রতিক্রিয়া, ‘এ নিয়ে তৃতীয়বার আমি এসেছি। আমার সম্পর্ক খুব ভালো হয়েছে কোচদরে সঙ্গে, ফুটবলারদরে সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করছে, টিমে এসে ভালো লাগছে ইনশাআল্লাহ, আমরা জিতবো।’

হামজা এশিয়ান কাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলেছেন। হংকংয়ের বিপক্ষে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড অ্যাওয়ে খেলতে এসেছেন। গত মাসে নেপালের বিপক্ষে হামজা বাংলাদেশের হয়ে খেলতে আসেনি। বাফুফে নেপাল যাত্রা হওয়ার আগের দিন হামজার না আসার সংবাদ জানতে পারে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে না আসা নিয়ে হামজা বলেন,‌ ‘দুঃখিত, প্রথমবার নেপালে আমি আসিনি কারণ আমার গোড়ালিতে একটু চোট ছিল। আমরা শুক্রবার রাতে বার্মিংহামের বিপক্ষে খেলেছিলাম, তবে তার আগেও মৌসুমের শুরু হওয়ায় আমার পায়ে কিছুটা ব্যথা ও টান ছিল।’

S

খেলা

র‌্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের সাফল্য

Published

on

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের জয়জয়কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্যের পর শ্রীলঙ্কাকেও ওয়ানডে সিরিজের হারিয়ে শুরু করেছে তারা। তার ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও।

রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের বিপক্সে ৬ রানের জয়ে সালমান আগা ৮৭ বলে ১০৫ রান এবং হুসেইন তালাত ৬৩ বলে ৬২ রান করে অবদান রাখেন। ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে সালমান বড় লাফ দিয়েছেন।

সালমান ক্যারিয়ার সেরা ৬৩৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৬তম। পাকিস্তানের আরেক তারকা সাইম শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ফিফটি করেন। তাতে ১৮ ধাপ এগিয়ে তিনি যৌথভাবে ৩৫তম স্থানে।

এশিয়া কাপ ফাইনালের পর কেবল দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন হারিস রউফ। চার উইকেট নিয়ে শ্রীলঙ্কা বধে ভূমিকা রাখেন। বোলিং র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম তিনি।

পাকিস্তানের আরেক বোলার লেগ স্পিনার আবরার আহমেদ ১৭ ধাপ লাফ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়নাডেতে ২৭ রান খরচায় চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ খেলছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই ফিফটি ছাড়ানো ইনিংস খেলেন। ব্যাটিং র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৫তম তিনি।

শ্রীলঙ্কার ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট ও বল হাতে চমৎকার করেন। ৫৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি এবং লোয়ার অর্ডারে ৫৯ রান আসে তার ব্যাটে। তাতে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১১৬ নম্বরে এই শ্রীলঙ্কান। বোলিং র‌্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে নবম স্থানে তিনি। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তিনি সেরা দশের মধ্যে আছেন।

এদিকে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম অফফর্মে আছেন। র‌্যাংকিংয়েও নামতে হয়েছে তাকে। দুই ধাপ নেমে সপ্তম স্থানে তিনি। গতকাল ২৯ রানে আউট হন বাবর। তাতে ছয় বছরে প্রথমবার ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচের বাইরে যেতে হলো তাকে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর এদিনের পারফরম্যান্সের প্রভাব পড়েছে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে।

S

Continue Reading

খেলা

পরিবার নিয়ে বাসায় ছিলেন ইংলিশ তারকা, এরই মাঝে চোরের হানা

Published

on

২০২২ বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থান করছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ওই সময় প্রথমবার তার বাসায় চুরির ঘটনা ঘটেছিল। যে কারণে তিনি টুর্নামেন্টের মাঝপথে পরিবারের পাশে থাকতে ইংল্যান্ডে উড়াল দিয়েছিলেন। এবার স্টার্লিংয়ের উপস্থিতিতেই দ্বিতীয় দফায় চুরির চেষ্টা হয়েছে তার বাসায়। তবে এবার অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি ব্যর্থ, এমনকি নিরাপদে আছেন ইংলিশ তারকা ও তার পরিবার।

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ বলছে, গত শনিবার রাতে রাহিম স্টার্লিংয়ের বাসা ভেঙে ঢোকার চেষ্টা করেন মুখোশধারী ব্যক্তি। ওই প্রসঙ্গে তার পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাহিম স্টার্লিং আবারও বাড়ি ভেঙে চুরির ঘটনার শিকার হয়েছেন। ওই সময় সন্তান ও পরিবার নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। তাদের গোপনীয়তা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটলেও তারা নিরাপদেই আছে। তাদের এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতা চাই।’

স্টার্লিংয়ের বাড়িতে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার বিষয়ে জেনে তার পাশে থাকার কথা জানিয়েছে চেলসি ক্লাব কর্তৃপক্ষ। থেমস ভ্যালি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। তাদের এক মুখপাত্র জানান, অফিসাররা তদন্ত পরিচালনা করছেন, এই কাজে যেকোনো তথ্য পেতে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ছাড়াও ওই এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেও পুলিশকে জানাতে বলা হয়েছে।

রাহিম স্টার্লিং তার দীর্ঘ সময়ের সঙ্গী পেইজ মিলিয়ান ও সন্তানদের নিয়ে ওই বাসায় থাকছেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের মাঝপথে চুরির ঘটনা ঘটে তার বাসায়। জাতীয় দল রেখে সাময়িক সময়ের জন্য তাকে পরিবারের কাছে ছুটে যেতে হয়েছিল। স্টার্লিংয়ের একই বাসায় দ্বিতীয় দফায় চোর হানা দিলো এবার। বিশ্বকাপের আসরটিতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড।

প্রসঙ্গত, ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চেলসির আরও দুই বছরের চুক্তির মেয়াদ বাকি। যদিও চলতি মৌসুমে তিনি এখনও ক্লাবটির প্রথম স্কোয়াডে জায়গা পাননি। সহসাই যে দলে ডাক পাবেন না সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ এনজো মারেসকা। তার সঙ্গে ক্লাবটির চুক্তি হয়েছিল সপ্তাহে ৩ লাখ পাউন্ডের বিনিময়ে। গত মৌসুমে আর্সেনালে লোনে খেললেও সুবিধা করতে পারেননি স্টার্লিং। এ ছাড়া ২০২২ সালের পর জাতীয় দলেও আর ডাক পাননি।

S

Continue Reading

খেলা

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

Published

on

আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।

বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব।

ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ।

ম্যাচের পর নেইমার বলেন, ‘রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। তিনি লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়করাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়াতে শুরু করেন।’

নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তার সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।’

S

Continue Reading
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.