Connect with us

খেলা

ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল

Digital Darpan

Published

on

গতকাল অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। একই দিন সন্ধ্যায় পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের একদিন পরে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিসিবির ভোট নিয়ে মুখ খুললেন।

আজ (মঙ্গলবার) হ্যান্ডবল স্টেডিয়ামে আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘আমি শুনেছি, ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে ডেকে হুমকি দিয়েছেন। আমাকে অনেক কাউন্সিলর ফোন করে বলেছেন, ক্রীড়া উপদেষ্টা এমন আচরণ করবেন তারা আশা করেননি।’

ক্রীড়া উপদেষ্টা যে কোনো মূল্যে বুলবুলকে সভাপতি বানাতে চেয়েছেন দাবি আমিনুলের, ‘ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবার। এটা কারো ব্যক্তির না। কিন্তু ক্রীড়া উপদেষ্টা যে কোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি করতে চেয়েছেন। এ ধরণের সরকারি হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ সহজে মেনে নেবে বলে আমার মনে হয় না।’

আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করা ইশফাক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক মনোনীত করেছিল যদিও পরে প্রত্যাহার করে নিয়েছে। যা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল হক, ‘ক্রীড়া পরিষদ থেকে কীভাবে একজন স্বৈরাচার সরকারের মনোনয়ন প্রত্যাশীকে পরিচালক করা হয়? সংবাদ প্রচারের পর তারা বললো, যাচাই-বাছাই করে নাই। এখানেই বোঝা যায়, কারো একক হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল। বোর্ড নির্বাচন নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার কাছে তথ্য আছে, আর্থিক লেনদেনও হয়েছে। আর্থিক লেনদেনে বোর্ড পরিচালক হওয়া অত্যন্ত পীড়াদায়ক।’

S

খেলা

নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবির নির্বাচন

Published

on

নানা নাটকীয়তা, বয়কট, প্রত্যাহার শেষে নির্বাচনের ট্রেন গন্তব্যে এসে পৌঁছাল। আজ সোমবার সকাল দশটা নাগাদ শুরু হয়েছে বিসিবির নির্বাচন। সকাল থেকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা গেছে ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের। তবে গতকাল রাতেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী।

ক্যাটাগরি ২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া গতকাল রাতেই সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৪ জন। নতুন করে প্রবেশ করেছেন ইফতেখার রহমান মিঠু। ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া বিভাগ ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

মোট ভোটার: ১৫৬ জন

ভোট প্রক্রিয়া:
সরাসরি ভোট: ৯৮ জন
ই-ব্যালট: ৫৮ জন

ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মোট ভোট: ৩৫
ই-ব্যালট: ১৯

ক্যাটাগরি-২ (ক্লাব)
মোট ভোট: ৭৬
ই-ব্যালট: ৩৪

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল)
মোট ভোট: ৪৫
ই-ব্যালট: ৫

S

Continue Reading

খেলা

‘পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ড নির্বাচন হচ্ছে বিসিবিতে’

Published

on

ভক্ত-সমর্থকদের আশা ছিল এবারের বিসিবি নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে তামিম ইকবালসহ বেশ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় অনেকটাই জৌলুস হারিয়েছে আসন্ন এই নির্বাচন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিমের সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন প্রার্থী।

গতকাল রাত পর্যন্ত সবমিলিয়ে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সংখ্যা ছিল ১৯ জন। বিসিবি নির্বাচনের একদিন আগে আজ সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২০। জামালপুর জেলা থেকে কাউন্সিলর হয়ে ঢাকা বিভাগে নির্বাচন করতে চেয়েছিলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তবে নির্বাচনের আগেরদিন তিনিও আজ সরে দাঁড়ালেন।

এমন অবস্থায় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বুলবুলের আশা দেশের খেলা সব জেলাগুলোতে ছড়িয়ে দিতে চান তিনি।

এ প্রসঙ্গে বুলবুল আজ বলেন, ‘আমরা যদি সত্যিই ক্রিকেট উন্নয়ন করতে পারি এই ঢাকার ১৭টা জেলা আছে। একটা জেলা হচ্ছে কিশোরগঞ্জ এবং সেখানে ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে এগোচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর ১৬টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে ৬৪টা জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ আমরা এখনও জানিই না।’

বিসিবি সভাপতি জানালেন, দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন, ‘আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে, যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে, টি-টোয়েন্টি আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে। কিন্তু আসল নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে।’

S

Continue Reading

খেলা

বিসিবিতে নির্বাচনী আবহ, ব্যানার টানিয়ে প্রার্থীদের প্রচারণা

Published

on

একদিন বাদেই (৬ অক্টোবর) বিসিবির নির্বাচন। যা নিয়ে দেশের ক্রিকেটে কম নাটক হয়নি। এখন পর্যন্ত তামিম ইকবালসহ অন্তত ১৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তাদের পক্ষ থেকে আবার নতুন করে তফসিল ও সময় পেছানোরও দাবি আসছে। গতকাল (শনিবার) সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বললেন, নির্বাচন নিয়ে উভয়পক্ষের এই নাটকের নামও ‘কে সত্যি, কে মিথ্যা’। এর ভেতর চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণাও।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তার আগে আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ সেজেছে বড় বড় সব পোস্টারে। বিসিবিতে নির্বাচনী আবহ বোঝাতেই প্রার্থীদের এই আয়োজন।

বিসিবির অফিস ভবনের দেয়ালে বড় করে সব প্রার্থীদের ছবি টানানো হয়েছে। যেখানে ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেকসহ অন্যান্য প্রার্থীদের ছবি রয়েছে। এদিকে, নির্বাচনের একেবারে সন্নিকটে থাকলেও যেমন আমেজ থাকার কথা, সেরকমটা নেই বিসিবিতে। কারণ বিসিবির নির্বাচন থেকে আগেই সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

সর্বশেষ গতকাল বিসিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের কথা জানান আরও দু’জন। এর আগে একইদিন তামিম ইকবালসহ ১৫ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। বড় প্রার্থীরা না থাকায় সভাপতি পদ নিয়ে রোমাঞ্চ অনেকটাই কমেছে। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি কারা হচ্ছেন সেটা নিয়েও তেমন নাটকীয়তার সুযোগ কম।

S

Continue Reading