Connect with us

খেলা

নেইমার-অ্যালিসনদের ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

Digital Darpan

Published

on

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। ফলে দেশগুলো এখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। আগস্টের শেষদিকেই অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ (দক্ষিণ কোরিয়া ও জাপান) ও সময় ঘোষণা করেছিল ব্রাজিল। সে উপলক্ষ্যে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে ভিনিসিয়ুস-রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা পাননি নেইমার জুনিয়র।

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপে নেইমারের উপস্থিতিতে ভালো পারফরম্যান্স করা নিয়ে সাবেক ফুটবলাররা এখনও আশার বীজ বুনছেন। তবে বাস্তবতা তার ঠিক বিপরীত। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার পর তিনি আর ফিরতে পারেননি। মাঝে ক্লাব বদল করে মাঠে নামা হলেও, জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই তাকে আটকে ধরে চোট। এবারও বাঁ পায়ের ঊরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

গতকাল (বুধবার) রিও ডি জেনেইরোতে আনচেলত্তি ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের দলে না থাকা ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো গোয়েসকে ডেকেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। এখন পর্যন্ত তিনি তিনবার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন। এবারই প্রথম নিজের সাবেক ক্লাব শিষ্য রদ্রিগোকে ডেকেছেন আনচেলত্তি। এ ছাড়া সেপ্টেম্বরে হওয়া প্রথম ম্যাচে কার্ডজনিত সমস্যায় এক ম্যাচ নিষিদ্ধ থাকা ভিনিসিয়ুসকেও বাইরে রেখেছিলেন।

এদিকে, ইতালিয়ান এই কিংবদন্তি কোচের স্কোয়াডে নেইমার ছাড়াও জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়োসের। সম্প্রতি লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে বলে গত শুক্রবার জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিয়োসও চোটের কারণে খেলার বাইরে আছেন। এ ছাড়া আনচেলত্তির প্রথম দুবার ঘোষিত স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস এবং আলেসান্দ্রো রিবেইরো বাদ পড়েছেন।

আসন্ন দুটি প্রীতি ম্যাচ নিয়ে গত আগস্টে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল। গত মে মাসে আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর ৪ ম্যাচে তারা ২ জয় এবং একটি করে ড্র ও হার দেখেছে। ২০২৬ বিশ্বকাপে যাওয়ার আগে বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান পঞ্চম।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক : বেন্তো, এডারসন, হুগো সোসা

ডিফেন্ডার : কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা

ফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র

S

খেলা

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়া হলো না অশ্বিনের

Published

on

বিগ ব্যাশে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের কারণে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে অশ্বিনের। এ কারণেই খেলতে পারবেন না তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু তা হচ্ছে না।

অশ্বিন জানিয়েছেন, তিনি বিগ ব্যাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আর প্রস্তুতির সময়ই হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সময় পাওয়া যাবে না অশ্বিনকে।

অশ্বিনের দল সিডনি থান্ডার তাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে অশ্বিন বলেছেন, ‘বিগ ব্যাশ খেলতে না পেরে খুবই হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মনযোগ দিয়েছি। আগের থেকেও ফিট হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই।’

‘যদি রিহ্যাব ভালো হয় তাহলে আসরের শেষের দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।’

সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, তারা অশ্বিনকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অশ্বিনের চোট তাদের জন্য বড় ধাক্কা। অশ্বিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কোপল্যান্ড আশা করছেন, আসরের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। তিনি খেলতে না পারলেও তার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।

S

Continue Reading

খেলা

জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে যোগ দিলেন রাজ্জাক

Published

on

সর্বশেষ নির্বাচনে বিসিবির পরিচালক হয়েছেন আব্দুর রাজ্জাক। সাবেক এই ক্রিকেটার এবার অংশ হলেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের। তাকে টিম ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে বিসিবি।

আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্জাক। আজ সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রাজ্জাক। বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন সাবেক এই ক্রিকেটার। তবে এবারই প্রথম টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

আশরাফুল এর আগে জাতীয় দলের সঙ্গে কাজ করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।

S

Continue Reading

খেলা

চোটে শরিফুল-সোহান, খেলতে পারবেন আয়ারল্যান্ড সিরিজে?

Published

on

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। তবে সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান তিনি। এই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই উইকেটকিপার-ব্যাটারকে।

বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আজ আবারো তার পা দেখেছেন চিকিৎসকরা, পরে জানিয়েছেন কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন সোহান।

সবমিলিয়ে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এর মধ্যেই ফিট হয়ে যাবেন বলে জানা গিয়েছে।

এদিকে সোহানের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ের আঘাত পান তিনি। জানা গেছে টি আর ওয়ান ইনজুরি তার, যাকে গ্রড ওয়ান বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। শরিফুলও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।

S

Continue Reading