Connect with us

খেলা

তামিম সরে গেলেন, বুলবুলই সভাপতি? নাকি আরও নাটকীয়তা

Digital Darpan

Published

on

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন ঘণ্টা কয়েক আগে। এতে নির্বাচনের উত্তাপ-আমেজ অনেকটাই ম্লান হয়ে পড়েছে।

নির্বাচনের শুরু থেকে দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে সভাপতি প্রার্থিতা নিয়ে আলোচনা ছিল চরমে। নির্বাচনের নানা অঙ্ক-সমীকরণ এবং পারিপার্শ্বিকতায় তামিম পিছিয়ে পড়ছিলেন। শেষ পর্যন্ত নিজেকে পরিচালক নির্বাচন থেকেই সরিয়ে নিলেন তামিম।

তামিম সরে যাওয়ায় এখন আপাতদৃষ্টিতে সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়া অনেকটাই সময়ের ব্যাপার। তবে বিসিবির এই নির্বাচনের রং যেভাবে বদলাচ্ছে, তাতে আরও নাটকীয় কিছু হলেও অবাক হওয়ার নেই। ২৩ জন পরিচালক নির্বাচিত ও জাতীয় ক্রীড়া পরিষদের দুই জন পরিচালক মনোনীত হওয়ার পর সভাপতি নির্বাচন হবে। সেখানে বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন নাকি পদচ্যুত সভাপতি ফারুক আহমেদও প্রার্থী হবেন এমন মৃদু গুঞ্জন ছড়াচ্ছে ক্রিকেটাঙ্গনে। বিসিবি নির্বাচনে এবার প্রতি মুহূর্তে যে বাকবদল হচ্ছে, ফলে কোনো গুঞ্জনই অগ্রাহ্য করার মতো নয়।

তামিমের সঙ্গে আরও যারা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

বিসিবি নির্বাচনে শুরু থেকে আলোচনায় ছিলেন তামিম ও বুলবুল। কাউন্সিলর নাম জমা দেওয়ার দিন দৃশ্যপটে আসেন ফারুক আহমেদ। ক্লাব ক্যাটাগরিতে ফারুক আহমেদ পরিচালক প্রার্থী হওয়ার পর থেকেই মূলত নতুন অঙ্ক শুরু হচ্ছে। তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা সরে যাওয়ায় ক্লাব ক্যাটাগরির কর্তৃত্ব এখন অলিখিতভাবে ফারুক আহমেদের হাতেই থাকছে। ২৫ জন পরিচালকের মধ্যে ১২ জনই ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে।

এই নির্বাচনের বড় রহস্যময় চরিত্র ফারুক আহমেদ। কয়েক মাস আগে তাকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক হিসেবে অপসারণ করে। ফারুক আহমেদ এই অপসারণ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয়েছিলেন আদালতের। তার বিসিবি থেকে প্রস্থানের পর গণমাধ্যমে বিসিবির কয়েকজন পরিচালক এবং উপদেষ্টারও সমালোচনা করেছিলেন। কয়েক মাস ঘুরতেই আবারও তিনি বিসিবির পরিচালক হতে আগ্রহী, যা খানিকটা রহস্যেরই।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে সর্বোচ্চ ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মনোনয়ন জমা দেন ৩০ জন। গতকাল আদালতে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের ১৫ ক্লাবের ওপর করা রিটে আরও দুইজন নির্বাচন থেকে ছিটকে যান। বাকি ২৮ জনের মধ্যে আজ তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, সাব্বির আহমেদ রুবেল, ফাহিম সিনহাসহ আরও ১০ জন সরে দাঁড়ানোয় ১৮ জনের মতো রয়েছেন এই ক্যাটাগরিতে। ১২ পরিচালকের বিপরীতে অতিরিক্ত প্রার্থী থাকায় ভোটাভুটি হলেও আদতে সেটা আনুষ্ঠানিকতাই। ফারুক আহমেদ, মেজর ইমরোজ আহমেদ (অব.), আমজাদ হোসেন, ইসতিয়াক সাদেক, শানিয়ান তানিমসহ কারা নির্বাচিত হতে পারেন এটা ক্রিকেটাঙ্গনের প্রায় সবারই অনুমেয়।

বিসিবির নির্বাচনে সর্বশেষ বাক বদল হয়েছে গতকালের আদালতের রিটে। বিএনপিপন্থী সংগঠকদের অনেকেই নির্বাচন থেকে সরে গেলেও আইনি পথে হাঁটার সম্ভাবনাও রয়েছে। ফারুক আহমেদের কাউন্সিলর ফরম নির্ধারিত সময়ের পর জমা নেওয়াসহ কিছু ইস্যুতে আইনি লড়াই করার ভিত্তি আছে তাদের হাতেও।

কয়েক মাস আগে সভাপতির দায়িত্ব হারানো ফারুক আহমেদ আবারও আলোচনার কেন্দ্রে
জেলা-বিভাগীয় ক্যাটাগরিতে সেই অর্থে নির্বাচনী উত্তাপ নেই। ১০ জনের মধ্যে বরিশাল, খুলনা ও সিলেট থেকে ইতোমধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ঢাকা বিভাগে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুলকে চ্যালেঞ্জ জানাতে দাঁড়িয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এই বিভাগে ফাহিম ও বুলবুলের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর। কারণ এই বিভাগে প্রার্থী ছিলেন চারজন। এর মধ্যে চাঁদপুর থেকে শওকতের মনোনয়ন বাতিল হয়েছে। আজ অপর প্রার্থী মীর হেলাল প্রত্যাহার করায় দুই পদের বেশি প্রার্থিতা নেই। রাজশাহী ও রংপুর বিভাগে ভোটাভুটি হবে।

ক্যাটাগরি-৩ থেকেও নির্বাচনী উত্তাপ কমেছে। সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আজ তামিমদের সঙ্গেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই ক্যাটাগরির একমাত্র পরিচালক পদে লড়াই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পালের মধ্যে। গঠনতান্ত্রিক কারণেই এই ক্যাটাগরির লড়াই খানিকটা অসময়েই। কারণ বিসিবি থেকে দশ জন জাতীয় ক্রিকেটার ও বিসিবি সভাপতি ৫ জন সাবেক অধিনায়ক মনোনীত করেন। ৪৫ ভোটের মধ্যে ১৫ ভোটই বিসিবি’র বিদ্যমান পরিচালনা পর্ষদের নিজস্ব।

S

খেলা

রেলিগেশনের শিকার যত তারকা, পরের জন কি নেইমার?

Published

on

ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফি এনে দেবেন নেইমার, এমন প্রত্যাশা ছিল ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত-সমর্থকদের মনে। তাদের বড্ড হতাশ করেছেন ব্রাজিলের সুপারস্টার। আরও হতাশার খবর সামনে আসতে যাচ্ছে! ব্রাজিল ফুটবলকে নিয়ে কল্পনা করতে গিয়ে যার মুখচ্ছবি সবার প্রথমে আসে, যিনি ইউরোপিয়ান ফুটবলে একসময় দাপট দেখিয়ে বেড়াতেন তিনিই কি না রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরের লিগে খেলতে যাচ্ছেন?

নেইমার বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তার বাল্যকালের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন প্রায় এক বছর হতে যাচ্ছে। কিন্তু তার দলে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে ব্রাজিলিয়ান সিরি আ-তে রেলিগেশন অঞ্চলে বসে আছে সান্তোস। হাতে আর তিন ম্যাচ। মড়ার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে ব্রাজিলের শীর্ষ গোলদাতার ইনজুরি। এই মৌসুমে আর খেলতে পারবেন না তিনি। তাতে প্রশ্ন তোলাই যায়, এবার কি রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরের লিগে খেলতে হবে নেইমারকে?

ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও পিএসজির সাবেক ও বিশ্বমানের আরও তারকাকে বিস্ময়করভাবে রেলিগেটেড হতে হয়েছিল।

রিও ফার্ডিনান্ড

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বছরজুড়ে শিরোপা জেতার পর রিও ফার্ডিনান্ড তার পেশাদার ক্যারিয়ারের শেষ বছরের রেলিগেশনে ছিটকে যেতে হয়েছিল। ম্যানইউতে লিজেন্ড মর্যাদা পাওয়া এই ফুটবলার কুইন্স পার্ক রেঞ্জার্সে গিয়ে এমন অস্বস্তির মধ্যে পড়েছিলেন। পরে স্বীকার করেছিলেন, লোফটাস রোডে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত।

জুলিও সিজার

কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়া আরেক খেলোয়াড় সাবেক ইন্টার গোলকিপার সিজার। ২০১২ সালে ক্লাবটিতে যোগ দেন এই ব্রাজিলিয়ান, ফার্ডিনান্ড ক্লাবটিতে আসার দুই বছর আগে। আর প্রথম মৌসুমেই রেলিগেটেড হতে হয়েছিল তাকে। তিনি বলেছিলেন, ‘২০১২ সালে ইন্টারে সাড়ে সাত বছর কাটিয়ে ভেবেছিলাম আমি কখনো অন্য ক্লাবে খেলব না। কুইন্স পার্ক রেঞ্জার্সে আমাকে শেষ করতে হবে, কখনো ভাবিনি।’

ফ্রাঙ্কো বারেসি

সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার বারেসি এসি মিলানের সঙ্গে দুইবার রেলিগেটেড হয়েছিলেন। ১৯৮০ সালে ক্লাব অবনমিত হয়েছিল। ওইবার ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির শাস্তি পেয়েছিল তারা। দুই বছর পর টেবিলের তলানি থেকে তৃতীয় হয়ে রেলিগেটেডের অস্বস্তিতে পড়তে হয় বারেসিকে। দুইবার এমন পরিণতি দেখলেও তিনি কখনো ক্লাব ছাড়ার কথা ভাবেননি। পুরো ২০ বছরের ক্যারিয়ার ছিলেন মিলানে।

জিয়ানলুইজি বুফন

২০০৬ সালে সিরি বি তে রেলিগেটেড হওয়া জুভেন্টাসের দলে ছিলেন বুফন। তবে দলের পারফরম্যান্সের কারণে নয়। ওইবার তারা টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করলেও ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শিরোপা হারানোর পাশাপাশি নামতে হয় দ্বিতীয় স্তরের লিগে।

ওই স্কোয়াডে বুফনের সঙ্গে আরও ছিলেন জর্জিও কিয়েল্লিনি, প্যাট্রিক ভিয়েইরা, জ্লাতান ইব্রাহিমোভিচ, আলেসান্দ্রো দেল পিয়েরো ও পাভেল নেদভেদের মতো বিশ্বমানের খেলোয়াড়রা।

মাইকেল ক্যারিক

রেলিগেশনে শীর্ষ লিগ থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হয়েছিল মাইকেল ক্যারিকের। সাবেক ইউনাইটেড মিডফিল্ডার ২০০৩ সালে ওয়েস্ট হ্যামের সঙ্গে ছিলেন তখন। আরও এক বছর দ্বিতীয় স্তরের লিগেই তিনি খেলেছেন। তারপর ২০০৪ সালে টটেনহ্যামে চলে যান।

মাইকেল ওয়েন

নিউক্যাসলে ফ্যান ফেভারিট ছিলেন না ওয়েন। ২০০১ সালের ব্যালন ডি’অর জয়ী ২০০৯ সালে রেলিগেটেড হন। ২৮ ম্যাচ খেলে আট গোল করলেও রেলিগেশন থেকে দলকে বের করতে পারেননি তিনি। ১৮তম হয়ে মৌসুম শেষ করে নিউক্যাসল।

S

Continue Reading

খেলা

৫ ম্যাচের সিরিজ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি ঘোষণা

Published

on

বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। নেইমার জুনিয়র-লিওনেল মেসিদের পায়ের জাদুতে মাতে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীরা। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের ফুটবলের লড়াই। ফুটবলের জনপ্রিয় এই দেশগুলো ক্রিকেটটাও খেলে। যদিও ক্রিকেটে খুব একটা সাফল্য নেই তাদের।

বৈশ্বিক কিংবা মহাদেশীয় টুর্নামেন্ট ছাড়াও একই অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই খেলায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বেশ কিছু ম্যাচ দেখতে পান দর্শকরা। কিন্তু দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক ফুটবল ম্যাচ দেখা যায় না। তবে এবার ক্রিকেটে তেমনটাই ঘটতে যাচ্ছে।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা সফর করছে ব্রাজিল। আগামী ২৮ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে দুই দেশের মাঠের লড়াই।

সিরিজের পরের ম্যাচ ২৮ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায়। একই দিনে হবে সিরিজের তৃতীয় ম্যাচটিও। স্থানীয় সময় বিকাল ৩টায় হবে এই ম্যাচটি।

সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে ৩০ নভেম্বর। চতুর্থ ম্যাচটি হবে স্থানীয় সময় সকাল ১০টায়, আর পঞ্চম ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৩টায়।

S

Continue Reading

খেলা

১০ পরিবর্তনে হারের দায় স্বীকার করলেন গার্দিওলা

Published

on

চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে পঞ্চম ম্যাচে এসে অপরাজিত থাকার মর্যাদা হারাল ম্যানচেস্টার সিটি। জার্মান দল বেয়ার লেভারকুসেনের কাছে ২-০ গোলে ইতিহাদ স্টেডিয়ামে হেরেছে তারা। দলে ১০টি পরিবর্তনের মাশুল দিতে হয়েছে সিটিকে। আর এই সিদ্ধান্তের কারণে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন কোচ পেপ গার্দিওলা।

আলেহান্দ্রো গ্রিমালদো ও প্যাট্রিক শিকের গোলে বুন্দেসলিগা ক্লাব দারুণ এক জয় পেয়েছে। ২০১৮ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ বা লিগ পর্বে ঘরের মাঠে হারল সিটি- টানা ২৪ ম্যাচ পর।

ম্যাচ শেষে গার্দিওলা স্বীকার করলেন, এত পরিবর্তন ছিল ‘বাড়াবাড়ি’। খেলোয়াড়দের বেঞ্চে রাখার মতো সিদ্ধান্তটা ছিল নির্দয়।

গার্দিওলা বললেন, ‘অনেক বেশি পরিবর্তন। হয়তো এটা অনেক বেশি ছিল, ফলই সেটা বলছে। আমি দায় নিচ্ছি। কিন্তু আমি তাদের দেখলাম এবং আমি সবাইকে খেলাতে পছন্দ করি। যখন একজন ফুটবল খেলোয়াড় পাঁচ, ছয়, সাত ম্যাচ খেলে না তখন সেটআ কঠিন হয়ে যায়। হয়তো এটা অনেক বেশি ছিল।’

তিনি আরো বলেন, ‘এটা কাজ করেনি এবং আমাদের এটা মেনে নিতে হবে। আমার জীবনে প্রথমবার আমি এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। হারের সব দায় আমার। আমি এখনো বিশ্বাস করি, যারা প্রথম একাদশে ছিল তারা সকলে অসাধারণ। কিন্তু সেরা মানের ফুটবল উপহার দিতে পারিনি আমরা। তার দায় আমাকেই নিতে হবে। জিতলে কোনো সমস্যা হতো না। তাই দলে যে অনেক বদল করেছি, সেটা স্বীকার করে নিচ্ছি।’

লেভারকুসেনের বিরুদ্ধে প্রথম একাদশে আর্লিং হালান্ড, রুবেন দিয়াস, বের্নার্দো সিলভা, জিয়ানলুইজি দোনারুম্মাকে বসিয়ে দিয়েছিলেন। তার ফল ভুগতে হলো।

এখনই আশা হারাচ্ছেন না গার্দিওলা। তবে আগামী মাসে চাপ নিয়ে রিয়াল মাদ্রিদের মাঠে নামতে হবে তাদের। শেষ দুটি ম্যাচ বোদো/গ্লিমট ও গ্যালাতাসারেইয়ের বিপক্ষে। গতবারের মতো দুর্ভাগ্য বরণ করে নিতে না হলে ঘুরে দাঁড়াতে হবে সিটিকে। গার্দিওলা বললেন, ‘আমাদের এখনো তিন ম্যাচ আছে এভং কী হয় দেখা যাক। ভবিষ্যতে কী হচ্ছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমাদের নির্ভার থেকে পরের ম্যাচ (লিডস) খেলতে হবে।’

S

Continue Reading