Connect with us

খেলা

জাকের নয়, ওয়ানডে সিরিজে সোহানেই ভরসা মিরাজের

Digital Darpan

Published

on

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিতে নেমে যদিও জাকের আলি ব্যক্তিগতভাবে অফফর্মে ছিলেন। উইকেটের পেছনের দায়িত্বও সামলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার অফফর্ম এবং মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে। যা টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও জায়গা করে দিতে পারে নুরুল হাসান সোহানকে।

আজ (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জাকের নয় সোহানের ওপরই ভরসা রাখছেন তিনি। ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সোহানের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা জানি সোহান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটরক্ষক। যদি বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের ক্ষেত্রে তার সুযোগও বেশি থাকবে।’

বিশেষ করে অভিজ্ঞতার কারণেই জাকেরের চেয়ে সোহানকে এগিয়ে রাখছেন মিরাজ, ‘অধিনায়ক হিসেবে আমিও সেটাই চাইব। কারণ তার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে। যদি সুযোগ পাওয়া যায়, আমি বিশ্বাস করি সোহান বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।’

এর আগে ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডেতে খেলেছেন সোহান। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ফিনিশিংয়ে ব্যাটিং তার জন্য আবারও ফরম্যাটটিতে সুযোগ করে দিয়েছে। ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন সোহান।

S

খেলা

বাংলাদেশের হয়ে মেসি খেললেও চ্যালেঞ্জ থাকত : হামজা

Published

on

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মুগ্ধ। বাংলাদেশের ফুটবলের হ্যাঁমিলিয়নের বাশিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। তিনি বাংলাদেশ দলের জন্য ফুটবলপ্রেমীদের কাছে মেসিতুল্য।

হামজা চৌধুরি বাংলাদেশ দলে আসার পর দলীয় শক্তি বেড়েছে অনেক। হামজা বাংলাদেশ দলে থাকা এক রকম, আবার না থাকা আরেক রকম। আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন হামজা। তখন এক সাংবাদিক হামজাকে মেসির সঙ্গে তুলনা করে প্রশ্ন করেন। এর প্রেক্ষিতে হামজা বলেন,‌ ‘আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই।’

ফুটবল দলীয় খেলা। একজনের পক্ষে ফলাফল পরিবর্তন করা বেশ কঠিন। তিনি সেটা স্মরণ করিয়ে বলেন, ‘দিন শেষে ফুটবল একটা দলগত খেলা। তাই ফুটবল কখনো একজনের খেলা নয়। আমাকে কেন্দ্র করেও নয়।’

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক। বাংলাদেশের হয়ে খেলতে এটি তার তৃতীয়বার আগমন। এ নিয়ে তার প্রতিক্রিয়া, ‘এ নিয়ে তৃতীয়বার আমি এসেছি। আমার সম্পর্ক খুব ভালো হয়েছে কোচদরে সঙ্গে, ফুটবলারদরে সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করছে, টিমে এসে ভালো লাগছে ইনশাআল্লাহ, আমরা জিতবো।’

হামজা এশিয়ান কাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলেছেন। হংকংয়ের বিপক্ষে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড অ্যাওয়ে খেলতে এসেছেন। গত মাসে নেপালের বিপক্ষে হামজা বাংলাদেশের হয়ে খেলতে আসেনি। বাফুফে নেপাল যাত্রা হওয়ার আগের দিন হামজার না আসার সংবাদ জানতে পারে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে না আসা নিয়ে হামজা বলেন,‌ ‘দুঃখিত, প্রথমবার নেপালে আমি আসিনি কারণ আমার গোড়ালিতে একটু চোট ছিল। আমরা শুক্রবার রাতে বার্মিংহামের বিপক্ষে খেলেছিলাম, তবে তার আগেও মৌসুমের শুরু হওয়ায় আমার পায়ে কিছুটা ব্যথা ও টান ছিল।’

S

Continue Reading

খেলা

ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল

Published

on

গতকাল অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। একই দিন সন্ধ্যায় পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের একদিন পরে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিসিবির ভোট নিয়ে মুখ খুললেন।

আজ (মঙ্গলবার) হ্যান্ডবল স্টেডিয়ামে আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘আমি শুনেছি, ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে ডেকে হুমকি দিয়েছেন। আমাকে অনেক কাউন্সিলর ফোন করে বলেছেন, ক্রীড়া উপদেষ্টা এমন আচরণ করবেন তারা আশা করেননি।’

ক্রীড়া উপদেষ্টা যে কোনো মূল্যে বুলবুলকে সভাপতি বানাতে চেয়েছেন দাবি আমিনুলের, ‘ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবার। এটা কারো ব্যক্তির না। কিন্তু ক্রীড়া উপদেষ্টা যে কোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি করতে চেয়েছেন। এ ধরণের সরকারি হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ সহজে মেনে নেবে বলে আমার মনে হয় না।’

আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করা ইশফাক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক মনোনীত করেছিল যদিও পরে প্রত্যাহার করে নিয়েছে। যা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল হক, ‘ক্রীড়া পরিষদ থেকে কীভাবে একজন স্বৈরাচার সরকারের মনোনয়ন প্রত্যাশীকে পরিচালক করা হয়? সংবাদ প্রচারের পর তারা বললো, যাচাই-বাছাই করে নাই। এখানেই বোঝা যায়, কারো একক হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল। বোর্ড নির্বাচন নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার কাছে তথ্য আছে, আর্থিক লেনদেনও হয়েছে। আর্থিক লেনদেনে বোর্ড পরিচালক হওয়া অত্যন্ত পীড়াদায়ক।’

S

Continue Reading

খেলা

নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবির নির্বাচন

Published

on

নানা নাটকীয়তা, বয়কট, প্রত্যাহার শেষে নির্বাচনের ট্রেন গন্তব্যে এসে পৌঁছাল। আজ সোমবার সকাল দশটা নাগাদ শুরু হয়েছে বিসিবির নির্বাচন। সকাল থেকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা গেছে ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের। তবে গতকাল রাতেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী।

ক্যাটাগরি ২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া গতকাল রাতেই সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৪ জন। নতুন করে প্রবেশ করেছেন ইফতেখার রহমান মিঠু। ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া বিভাগ ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

মোট ভোটার: ১৫৬ জন

ভোট প্রক্রিয়া:
সরাসরি ভোট: ৯৮ জন
ই-ব্যালট: ৫৮ জন

ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মোট ভোট: ৩৫
ই-ব্যালট: ১৯

ক্যাটাগরি-২ (ক্লাব)
মোট ভোট: ৭৬
ই-ব্যালট: ৩৪

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল)
মোট ভোট: ৪৫
ই-ব্যালট: ৫

S

Continue Reading