Connect with us

খেলা

সোহানের প্রশংসায় সিমন্স

Digital Darpan

Published

on

আফগানিস্তানের বিপক্ষে গতকাল টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে নুরুল হাসান সোহান-শরিফুল ইসলামদের ব্যাটে চড়ে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ২ উইকেটের জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও। ম্যাচ শেষে সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে সিমন্স বলেন, ‘আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের থেকে এটাই চাই আমি। যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’

ম্যাচ নিয়েও সন্তুষ্টি ঝরেছে প্রধান কোচের কণ্ঠে, ‘প্রথমে বলব, ম্যাচ দুর্দান্ত ছিল। গতকালের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে। আজকে উইকেট অনেক সময় ধরে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে। গতকাল ওপেনাররা দেখিয়েছে তারা কী করতে পারে। আজকে লোয়ার মিডল অর্ডার নিজেদের দক্ষতা দেখিয়েছে।’

বোলিং প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, ‘আমাদের বোলিং ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। যে কম্বিনেশনেই যাই না কেন, আমরা আমাদের বোলিংয়ের উপর ভরসা করতে পারি, এটা আমরা জানি। বোলিং গত ৫-৬ সপ্তাহ ধরে অনেক ভালো হচ্ছে। এটা আমাদের গ্রোথের অংশ। বোলিং আমাদের ২ ম্যাচেই ভালো জায়গায় নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে তারা ভালো শুরু পেলেও মাঝে এবং বিশেষ করে শেষ দিকে আমরা ভালো বোলিং করেছি। ভালো জায়গায় বল করে যেতে হবে। শারজাহতে উইকেট টু উইকেট বল করে যেতে হবে। আমাদের বোলাররা সেটাই করেছে। স্পিনাররা ভালো করেছে। এক্সাইটিং, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চাই আমরা, এটাই আমাদের উদ্দেশ্য।’

S

খেলা

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়া হলো না অশ্বিনের

Published

on

বিগ ব্যাশে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের কারণে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে অশ্বিনের। এ কারণেই খেলতে পারবেন না তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু তা হচ্ছে না।

অশ্বিন জানিয়েছেন, তিনি বিগ ব্যাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আর প্রস্তুতির সময়ই হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সময় পাওয়া যাবে না অশ্বিনকে।

অশ্বিনের দল সিডনি থান্ডার তাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে অশ্বিন বলেছেন, ‘বিগ ব্যাশ খেলতে না পেরে খুবই হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মনযোগ দিয়েছি। আগের থেকেও ফিট হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই।’

‘যদি রিহ্যাব ভালো হয় তাহলে আসরের শেষের দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।’

সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, তারা অশ্বিনকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অশ্বিনের চোট তাদের জন্য বড় ধাক্কা। অশ্বিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কোপল্যান্ড আশা করছেন, আসরের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। তিনি খেলতে না পারলেও তার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।

S

Continue Reading

খেলা

জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে যোগ দিলেন রাজ্জাক

Published

on

সর্বশেষ নির্বাচনে বিসিবির পরিচালক হয়েছেন আব্দুর রাজ্জাক। সাবেক এই ক্রিকেটার এবার অংশ হলেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের। তাকে টিম ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে বিসিবি।

আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্জাক। আজ সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রাজ্জাক। বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন সাবেক এই ক্রিকেটার। তবে এবারই প্রথম টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

আশরাফুল এর আগে জাতীয় দলের সঙ্গে কাজ করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।

S

Continue Reading

খেলা

চোটে শরিফুল-সোহান, খেলতে পারবেন আয়ারল্যান্ড সিরিজে?

Published

on

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। তবে সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান তিনি। এই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই উইকেটকিপার-ব্যাটারকে।

বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আজ আবারো তার পা দেখেছেন চিকিৎসকরা, পরে জানিয়েছেন কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন সোহান।

সবমিলিয়ে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এর মধ্যেই ফিট হয়ে যাবেন বলে জানা গিয়েছে।

এদিকে সোহানের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ের আঘাত পান তিনি। জানা গেছে টি আর ওয়ান ইনজুরি তার, যাকে গ্রড ওয়ান বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। শরিফুলও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।

S

Continue Reading