Connect with us

বিনোদন

জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Digital Darpan

Published

on

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত।

কীভাবে লাইফ জ্যাকেট ছাড়া জুবিনকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন উঠেছে তার দিকে। এবার জানা গেল, মৃত্যুর আগের রাতে নাকি জুবিনকে ঘুমাতে ও বিশ্রামও নিতে দেননি সিদ্ধার্থ।

জুবিনের ব্যান্ডের সদস্য পার্থপ্রতিম গোস্বামীর অভিযোগের তিরও সিদ্ধার্থর দিকেই। সিদ্ধার্থ ছাড়াও ব্যান্ডের আরও এক সদস্য শেখরজ্যোতি গোস্বামীর দিকেও আঙুল তুলেছেন পার্থপ্রতিম। জুবিনের মৃগীর অসুস্থতা ছিল। তা সত্ত্বেও কীভাবে তাকে সারা রাত মদ্যপান করতে দেওয়া হল এবং পরের দিন সকালে ওই অবস্থায় তাকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন পার্থপ্রতিম।

পার্থপ্রতিমের দাবি, সিদ্ধার্থ ও শেখরজ্যোতিই সেই রাতে জ়ুবিনকে ঘুমোতে দেননি। পরের দিন সকালে নিজেদের আমোদের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জুবিনকে। এই কারণে সিদ্ধার্থ ও শেখরজ্যোতিকে তিনি কোনও দিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন।

পার্থপ্রতিম বলেন, ‘এই গাফিলতির দায় বর্তায় সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উপরেই। তোমরা দু’জন জ়ুবিনের সঙ্গে ছায়ার মতো থাকতে। তোমরা জানত জ়ুবিনের অসুখের কথা। সারা রাত তাকে মদ্যপান করিয়ে জাগিয়ে রেখে পরের দিন সকালে তাকে সমুদ্রে সাতার কাটতে দিলে! এটা তোমরা কীভাবে করতে পারলে?’

সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরা সারারাত ওকে ঘুমোতে দাওনি। পরের দিন সকালে জোর করে তাকে সমুদ্রে নিয়ে গেলে। কারণ তোমরা আমোদ করতে চেয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকব, ওদের ক্ষমা করব না।’

S

বিনোদন

এখনো আমার মা অপেক্ষা করে : চঞ্চল চৌধুরী

Published

on

ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।

পাশাপাশি সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন।

এবার মা ও ছেলেকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী। তার কথায়, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষা সফরে দেশের বাইরে গেছিলো। জন্মের পর থেকে এই প্রথম বাবা মাকে ছেড়ে একা একা বিদেশ বিভুঁইয়ে কাটিয়ে আসা দশটা দিন আমাদের কাছে দশ বছরের মত লাগছিলো।’

‘গতকাল সে ফিরেছে, বাবা মায়ের বুকে পিঠে আগলে রাখা সন্তানকে তার ভবিষ্যৎ এর মঙ্গলের জন‍্য ছেড়ে দেয়াটাই চিরন্তন। সেটা কখনো ঘরের বাইরে, কখনো দেশের বাইরে। বুকে কষ্টের পাথর চেপে,বাবা মা সব সময়ই অপেক্ষা করে তার সন্তান কবে তাদের বুকে ফিরে আসবে।’

মায়ের কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘যেমন এখনো আমার মা অপেক্ষা করে,কবে তার কোলে ফিরে যাবো। দম বন্ধ করা ঢাকা শহরে সে থাকতে চায় না, জোর করে মাঝে মধ্যে কাছে এনে রাখি।’

তার কথায়, ‘শুদ্ধ দেশের বাইরে থাকা অবস্থায় একদিন মাকে বললাম। “শুদ্ধ’র জন‍্য খারাপ লাগে,চিন্তা হয়…ও তো কখনো আমাদের ছেড়ে থাকেনি। ঠিক মত আমাদের কাছে যেন ফিরে আসে,তুমি আশীর্বাদ করো।”

মায়ের উত্তর “এখন কেমন লাগে বাবা? তোমাদের ছেড়ে থাকতে আমার কেমন লাগে,তোমার বাবার কেমন লাগতো?” শেষে লিখেছেন, বাবা তিন বছর হয়ে গেলো আমাদের মাঝে নেই। আসলেই তো, বাবার কেমন লাগতো,আগে বোধ হয় ঠিকমত বুঝিনি,এখন বুঝি।

S

Continue Reading

বিনোদন

খালাতো ভাইকে বিয়ে, স্বীকার করে যা বললেন পরীমণি

Published

on

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়শই খবরের শিরোনাম হন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।

সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না।’ এরপর কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানি না।’ আরও বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

পরীমণি কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন শরীফুল রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

অভিনয় ক্যারিয়ার শুরুর আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমেও তাদের দুজনের ছবি দেখা যায়।

ইসমাইল কি তার স্বামী ছিলেন—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান। এর উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

S

Continue Reading

বিনোদন

আরবাজ-সুরার ঘরে এলো নতুন সদস্য

Published

on

বলিউডে যেন আনন্দের আবহ। এবার সুখবর দিলেন অভিনেতা-নির্মাতা আরবাজ খান। ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হলেন তিনি। মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে ঘর আলো করে এলো তাদের কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে বর্তমানে খুশিতে পুরো খান পরিবার।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নেয় তাদের রাজকন্যা। খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

উল্লেখ্য, এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। এর আগে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন আরবাজ খান এবং সুরা খান। সেই সময় তাদের বিয়ে নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এবার সন্তানের আগমন তাঁদের দাম্পত্য জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে গেল।

সুরা আর আরবাজের আলাপ হয়েছিল একটি সিনেমার সেটে। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়। বয়সের পার্থক্যের কথা আরবাজ নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, সুরার সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন তারা, যার ফলে একে অপরকে বুঝতে কোনো অসুবিধা হয়নি বলেই জানিয়েছিলেন এই বলিউড তারকা।

S

Continue Reading