Connect with us

বিনোদন

‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি’

Digital Darpan

Published

on

‘আমি আন্তরিকভাবে দুঃখিত’ সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট দিয়েই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রথম দেখায় এটিকে সাধারণ ক্ষমা চাওয়ার বার্তা মনে হলেও, আসলে এর ভেতরের গল্প সম্পূর্ণ ভিন্ন।

এটি এখন এক নতুন ট্রেন্ড, যেখানে নিজেদের সাফল্য ও জনপ্রিয়তাকেই মজার ছলে তুলে ধরছেন তারকারা। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি সেক্টরের সফল ব্যক্তিরাই যেন এক নতুন ধারায় গা ভাসিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি জারি করে অনেকে ‘ক্ষমা’ চাইছেন।

তবে এই ‘ক্ষমা’র আড়ালে কৌশলে তুলে ধরা হচ্ছে নিজেদের অপ্রতিরোধ্য দক্ষতা ও তুমুল জনপ্রিয়তা। সেই তালিকায় এবার যুক্ত হলেন এই গায়িকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইমন যে ছবিটি পোস্ট করেছেন, তাতে বড় বড় অক্ষরে লেখা, ‘আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তীর সাম্প্রতিকতম পারফরম্যান্স, গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করেছে। অজান্তেই এই গান গেয়ে চলেছেন সকলে।

‘সুন্দর পরিবেশনা থেকে শুরু করে স্টেজে অসাধারণ পাওয়ার প্যাকড মুহূর্ত, মানুষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা অল্প সময়ের মধ্যে হয়তো বেশি সুন্দর সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।’

এই বিবৃতিতে গায়িকার টিমের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘আমরা বুঝতে পারছি, আমাদের কারণে আপনাদের চোখের কোণ ভিজেছে, লিভিং রুমে হঠাৎ করে সবাই গান গাইতে শুরু করে দিচ্ছেন। তাই আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে অফুরান ভালোবাসার মাধ্যমে আপনাদের মনে জায়গা করে নেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে, আমরা এখনই এটা থামাবো না।’

তবে শুধু ইমন চক্রবর্তী নন, বিগত কয়েক মাস ধরে এই অভিনব কায়দায় নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে দেখা গিয়েছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স থেকে শুরু করে আদানি গ্রুপ সকলকেই।

S

বিনোদন

তোমায় পেয়ে আমরা আনন্দে আত্মহারা : অমিতাভ

Published

on

কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তার নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিনে তার জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা দিয়েছেন। নাতনিকে নিয়ে আনন্দের মাঝেও তিনি সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া বন্ধুদেরও গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।

আরাধ্যার জন্মদিনে নিজের ব্লগে একটি আবেগঘন পোস্ট করেছেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘ছোট্ট আরাধ্যার জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমাদের সকলের ভিতরের শিশুটি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে, আর ঠিক সে কারণেই তোমায় পেয়ে আমরা আনন্দে আত্মহারা।’

জন্মদিনের খুশির মাঝেই সিনিয়র বচ্চন তার পোস্টে কিছুটা বিষাদের সুরও ফুটিয়ে তুলেছেন। তিনি স্মরণ করেছেন প্রয়াত বন্ধুদের। অমিতাভ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে একের পর এক হারানোর যন্ত্রণা অপরিসীম। যা ঘটেছে তাতে আমি ভীষণই যন্ত্রণায় রয়েছি। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। এটাই অবশ্য জীবনের নিয়ম।’

তার কথায়, ‘আমরা বেঁচে থাকি, অভিজ্ঞতা অর্জন করি এবং জীবনের নানা বাধা অতিক্রম করি। এটাই আমার বিশ্বাস।’

সম্প্রতি অভিনেত্রী কামিনী কৌশলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছেন অমিতাভ। কামিনী কেবল তার সহ-অভিনেত্রীই ছিলেন না, বরং ছিলেন দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। এই দুই গুণী শিল্পী একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজও করেছেন।

S

Continue Reading

বিনোদন

‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না’

Published

on

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুতি নিচ্ছেন যখন, ঠিক তখনই পুরোনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি পুরোনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরোনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

এবার বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে শক্তভাবে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’

মিথিলাকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

S

Continue Reading

বিনোদন

ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা

Published

on

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। গত শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পা রাখেন বাংলাদেশের রাজধানীতে। আর ঢাকায় নেমেই এই অভিনেতা যেন পুরোদস্তুর মেতে উঠেছেন শহরের আমেজে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম থেকেই বেশ হাসিখুশি দেখা গেছে এই তারকাকে।

তবে শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষান্ত হননি আহাদ। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে তার অগণিত ভক্ত-অনুরাগীর।

আহাদের শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রিকশা চালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন! ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নিতে পেরে আহাদ রাজা মীর বেশ উচ্ছ্বসিত।

শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আহাদ রাজা মীরকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একজন ভক্ত রিকশা চালাতে দেখে মজা করে লিখেছেন, ‘সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’

S

Continue Reading