Connect with us

বিনোদন

হাসপাতালে ভর্তি প্রয়াত গায়ক জুবিনের স্ত্রী

Digital Darpan

Published

on

সদ্য প্রয়াত ভারতের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের স্ত্রী গারিমা সাইকিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তির কাজ নিয়ে দিনরাত ব্যস্ত ছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, স্বামীর অকাল মৃত্যু এবং তদন্তের আবহে মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েন গারিমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় গারিমাকে দ্রুত গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীকে হারানোর শোকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, গারিমার শরীরে জলের পরিমাণ কমে গেছে এবং দীর্ঘ রাত জেগে শোকে থাকা তার দুর্বলতার কারণ।

তার রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড ও ইসিজিওসহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তার ব্রজেন লখরের তত্ত্বাবধানে গারিমার চিকিৎসা চলছে। আপাতত শারীরিকভাবে স্থিতিশীলও তিনি। তবে হাসপাতাল থেকে কখন ছাড়া পাওয়া হবে, তা নিশ্চিত করা যাচ্ছে না। জুবিনের অনুরাগীরা তার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছেন।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে সাঁতার কাটার সময় মৃত্যু হয় জুবিন গার্গের। এই মৃত্যুকে কেন্দ্র করে শোকে স্তব্ধ রয়েছে আসাম।

Continue Reading

বিনোদন

মা হলেন ক্যাটরিনা কাইফ

Published

on

অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি নিশ্চিত করেন ভিকি।

ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি।

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।

গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

Continue Reading

বিনোদন

ওই ক্লিপে আমি ছিলাম না, জেনে শুনে নিউজ করবেন : তানজিন তিশা

Published

on

ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিন তিশা। সেখানে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী।

কিন্তু ছবিটি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা; আর এ নিয়েই চলছে আলোচনা।

সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তিশার দাবি, ‘সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’

তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’

নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’

‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। গত ১১ অক্টোবর প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তিশা। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা আযচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

S

Continue Reading

বিনোদন

‘লোক দেখানো পার্টিতে এদের দিয়ে জিজ্ঞেস না করালেও পারতে’

Published

on

চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জন্মদিনের অনুষ্ঠানকেও যেন বানিয়ে দিলেন আলোচনার নতুন নাট্যমঞ্চ। মালয়েশিয়া সফর, লম্বা আয়োজনে কেক কাটার ধুম- সব মিলিয়ে তার জন্মদিনের উৎসব চলেছে টানা দুই সপ্তহেরও বেশি সময়। কিন্তু পরীমণির এই কথিত ‘লোক দেখানো পার্টিতেই’ এবার এক অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ।

সামাজিক মাধ্যমে খোলামেলা মনোভাবের জন্য পরিচিত প্রসূন এবার মুখে লাগাম না দিয়েও পারলেন না। সম্প্রতি পরীমণির জন্মদিনের আমন্ত্রণে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর, তা সরাসরি জানিয়ে দিয়েছেন ফেসবুকে। তার পোস্ট থেকেই পরিষ্কার, নায়িকার এই জাঁকজমকপূর্ণ পার্টি বাইরে থেকে ঝলমল করলেও অতিথিদের প্রতি সম্মান দেখানোর জায়গায় ছিল বড় ঘাটতি।

সেই পোস্টে প্রসূন লেখেন, “পরীমণি মানুষদের দাওয়াত দেয়, মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলা সান্ডা-পান্ডা লোক দাঁড়ায় থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে ‘আপনি কে?’”

এতেই থেমে থাকেননি প্রসূন। পরীমণির আয়োজনে থাকা নিরাপত্তাকর্মীদের আচরণকে সরাসরি অপমানজনক বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘পরীমণি হয়তো জানে না, তার নাম রৌশন করতে যত লোক সে টাকা খরচ করে রেখেছে, তারা মূলত গেস্টদের অপমান করার কাজই করছে। এই সান্ডাদের কালো রঙের গেঞ্জি-প্যান্ট না পরিয়ে হাতে একটা কাগজ আর কলম ধরিয়ে দিলে বরং খরচ কম হতো, আর অতিথিদেরও অসম্মান হতো না।’

আরও ক্ষোভ জড়িয়ে প্রসূন লেখেন, ‘আমি মিডিয়ার কারও দাওয়াতে যাই না। মেট্রো, রিকশা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম, কারণ সে আমার পছন্দের মানুষ। পরী, তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে- আমি কে?’

শেষে একরকম আক্ষেপই ঝরে পড়ে প্রসূনের ভাষায়। লেখেন, ‘আমি কে, এটা নিয়ে কথা বলার মতো মানুষ আমি এখনও হতে পারিনি। তাই তোমার সান্ডা-পান্ডাদের নিজের নামটা বলতে পারিনি। বাট আই কেইম, এন্ড লেফট। সি ইউ আদার টাইম, সামহোয়্যার এলস।’

উল্লেখ্য, অভিনেত্রী প্রসূন আজাদই সম্ভবত পরীমণির এসব আয়োজনকে লোক দেখানো বলে সরাসরি অভিহিত করলেন। তবে, পরীমণির এই পার্টিগুলোকে অনেকদিন ধরেই ‘লোক দেখানো’ বলে দাবি করে আসছিলেন নেটিজেনদের একাংশ।

S

Continue Reading