জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে মতবিনিময় সভা করেছেন। সভায় পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, “
দুর্গাপূজা আমাদের একটি বড় উৎসব। এই উৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, আমরা সবসময় শান্তি ও সম্প্রীতির পক্ষে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা প্রশাসনের পাশে থাকব।
ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, ঐক্যের শক্তিতেই নিরাপদ হবে দুর্গাপূজা। আমরা সকলে মিলেই এই উৎসবকে নিরাপদ করতে ভূমিকা রাখব।
ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি নাহিদ ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুক।
ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি সানাউল্লাহ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমাদের সংগঠনও ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
S