বিনোদন
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পপির সিনেমা
বিনোদন ডেস্ক
Published
2 weeks agoon
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ শেষ সিনেমাটি ২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায়। সেন্সর থেকে ছাড়পত্র পাওয়ার পরেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
এবার সিনেমাটি মুক্তির বিষয়ে সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। জানা যায়, প্রথমে এ সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করে পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়।
উল্লেখ্য, লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’।
এটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ, ‘কি যাদু করিলা, ‘গঙ্গাযাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।
S
You may like
ভেঙেই গেল ব্রিটিশ গায়িকা অ্যাডেলের এক দশকের পুরনো রেকর্ড! তার ২০১৫ সালের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের প্রথম সপ্তাহের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ভেঙে দিলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট; এই শিল্পীর নতুন ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে।
২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৪ লাখের বেশি কপি। গত ১০ বছরে কোনো শিল্পীই এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। তবে গত ৩ অক্টোবর প্রকাশ হওয়া টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ফিজিক্যাল কপি ও স্ট্রিমিং মিলিয়ে মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখের বেশি বিক্রি হয়ে অ্যাডেলের রেকর্ডটি ভেঙে দেয়।
যেহেতু অ্যালবামটির প্রথম সপ্তাহ পূর্ণ হতে আরও দুদিন বাকি, তাই ধারণা করা হচ্ছে বিক্রির সংখ্যা আরও বাড়বে। এর আগে ২০২৪ সালে সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল, যা থেকে বোঝা যায় তার সাম্প্রতিক অ্যালবামটি ভক্তদের মধ্যে আরও বেশি উন্মাদনা সৃষ্টি করেছে।
রেকর্ড-ভাঙা সাফল্যের পাশাপাশি ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনায় বিচলিত নন টেলর সুইফট। বলেছেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। যারা শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনা করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে।’
বিনোদন
বিচ্ছেদের পর হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!
Published
2 hours agoon
অক্টোবর ১০, ২০২৫দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে একসঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মাকে। বৃহস্পতিবার রাতে এই তারকা জুটিকে মুম্বাই বিমানবন্দরে দেখা মেলে; যা তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করে।
এ সময় একই গাড়িতে আসা এবং বিমানবন্দরে মাহিকাকে আগলে রাখার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, হার্দিক হয়তো এভাবেই তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।
হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন মহলে কানাঘুষা চলছিল। এদিন তারা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বিমানবন্দরে ওঠার আগ পর্যন্ত হার্দিক তার চেয়ে ২৪ বছরের ছোট এই মডেল প্রেমিকার প্রতি বেশ যত্নশীল ছিলেন বলে জানা যায়।
গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল চর্চা। ২০২৪ সালে তিনি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে দুজনই এক যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র ছেলে, আগাস্ত্যকে দুজনে মিলে লালন-পালন করছেন।
নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে জুড়েছিল মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সে সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা যায় সেই সম্পর্কও নাকি ভেঙে গেছে। এর পর থেকেই নতুন করে হার্দিকের নাম জড়াচ্ছে মডেল মাহিকা শর্মার সঙ্গে।
এর আগেও মাহিকাকে হার্দিকের খেলা থাকাকালীন মাঠে দেখা গেছে এবং তাকে সমর্থন করতেও দেখা গেছে। যদিও তারা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি বা একসাথে জনসম্মুখে আসেননি। এবার বিমানবন্দরে তাদের এভাবে একসঙ্গে দেখায় হার্দিক-মাহিকার বাগদান বা বিয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
S
মিস্টার বিন নামটা শুনলে হাসি ফুটবে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। অভিনেতা রোয়ান অ্যাটকিনসন তার অসাধারণ কমেডি চরিত্র দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছেন। পর্দায় তাকে দেখলেই মন খারাপ দূর হয়ে যায়। এবার তিনি ফিরছেন হাসির নতুন ঝলক নিয়ে!
২০২২ সালে নেটফ্লিক্সে এসেছিল তার ৯ পর্বের কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। সেই সিরিজে এক বিশাল প্রাসাদে একটি মৌমাছির সঙ্গে ট্রেভর বিংলি (মিস্টার বিনের চরিত্র) -এর যত ঝামেলার সৃষ্টি। বিশাল এক প্রাসাদে মৌমাছির সঙ্গে তার সেই যুদ্ধের গল্প বেশ আলোচনায় আসে তখন।
তার তিন বছর পর আসছে সেই সিরিজের সিকুয়েল—‘ম্যান ভার্সেস বেবি’। এটি ৪ পর্বের সিরিজ। আগের মতোই রোয়ান অ্যাটকিনসনকে ট্রেভর বিংলি চরিত্রে দেখা যাবে, কিন্তু এই সিজনে তার মূল সংকট হলো দুটি শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল হবেন মিস্টার বিন!
এদিকে ‘ম্যান ভার্সেস বেবি’-তে বাড়ির কেয়ারটেকার হিসেবে বিংলির অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। তাই তিনি সেই কাজ ছেড়ে দেন এবং সিদ্ধান্ত নেন, লোভনীয় বেতনের প্রস্তাব না পেলে আপাতত আর হাউস কেয়ারটেকারের কাজ করবেন না। এই নতুন সিরিজে ট্রেভর বিংলিকে দেখা যাবে একটি স্কুলের কেয়ারটেকারের ভূমিকায়।
বিংলির মন বেশ ফুরফুরে ছিল কারণ স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ ক্লাসের দিন স্কুলের আশেপাশে নাম-পরিচয়হীন দুটি শিশুকে খুঁজে পান বিংলি। কোনো অভিভাবক না পাওয়ায় শিশুদের দেখাশোনার ভার তার ওপরই এসে পড়ে। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় জড়ান বিংলি, ফলে তার নিজের ক্রিসমাসের ছুটি মাটি হয়ে যায়।
ইতোমধ্যে নেটফ্লিক্স ‘ম্যান ভার্সেস বেবি’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে। তাতে বাচ্চাদের সঙ্গে রোয়ান অ্যাটকিনসনকে নানা মজার মুহূর্তে দেখা গেছে। নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে এই সিরিজটি তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে। এই সিরিজে অভিনয়ের পাশাপাশি রোয়ান অ্যাটকিনসন উইল ভেডিসের সঙ্গে এর রচনা ও নির্দেশনাও দিয়েছেন।
S