Connect with us

খেলা

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

Digital Darpan

Published

on

  • স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসির বিদায়ের পর এক নতুন অধ্যায়ের সূচনা হবে আর্জেন্টিনা দলে। ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে শেষবারের মতো দেশের মাটিতে জার্সি গায়ে তুলেছেন তিনি। অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিও জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে জাতীয় দলের হয়ে আর নামবেন না। ফলে প্রশ্ন উঠছে—দল যখন দুই অভিজ্ঞ নেতাকে হারাচ্ছে, তখন কাদের হাতে উঠবে আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড?

বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কত্বের ক্রমে প্রথমে মেসি, তারপর ওটামেন্ডি এবং তৃতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। গত জুনে চিলির বিপক্ষে বাছাইপর্বে ১-০ গোলের জয়ে রোমেরো ইতোমধ্যেই অধিনায়কত্বের অভিজ্ঞতা পেয়েছেন। টটেনহ্যামের নিয়মিত অধিনায়ক, তরুণ বয়সেই দলে নেতৃত্বগুণ দেখানো এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে উপস্থিতি—সব মিলিয়ে মেসি-ওটামেন্ডির অনুপস্থিতিতে আর্জেন্টিনার নতুন নেতা হওয়ার দৌড়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে। তবে কেবল রোমেরো নন, আরও কয়েকজন খেলোয়াড়কে ভাবনায় রাখছেন কোচ লিওনেল স্কালোনি।

এমিলিয়ানো মার্টিনেজ

গোলপোস্টের নিচে অটল দেয়াল হয়ে আছেন ‘দিবু’। অ্যাস্টন ভিলায় তিনি নিয়মিত অধিনায়কত্ব করেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। আর্মব্যান্ড না থাকলেও মাঠে তার উপস্থিতিই যেন নেতৃত্বের প্রতীক। তাই মেসি-ওটামেন্ডির বিদায়ের পর তিনিও শক্ত প্রতিদ্বন্দ্বী।

লাউতারো মার্টিনেজ

স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞদের একজন লাউতারো। জাতীয় দলের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন, স্কালোনির আস্থার জায়গাটিও মজবুত। ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে নিয়মিত নেতৃত্ব দেন এবং গোলমুখে নির্ভরযোগ্য নাম। অভিজ্ঞতা ও নেতৃত্ব—দুটিই আছে তার হাতে।

নিকোলাস টালিয়াফিকো

স্কালোনি যুগের শুরুতে অধিনায়কের দায়িত্ব প্রথমে পেয়েছিলেন টালিয়াফিকো। ২০১৮ সালে গুয়াতেমালা, কলম্বিয়া ও মেক্সিকোর বিপক্ষে তিনিই ছিলেন দলের নেতা। দলের চারটি শিরোপায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিফেন্ডার। অভিজ্ঞতা ও পূর্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে আবারও আলোচনায় রাখছে।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে। রোমেরো, মার্টিনেজরা প্রস্তুত হলেও প্রশ্ন থেকে যায়—কাকে বেছে নেবেন স্কালোনি? একটাই নিশ্চিত, মেসির শূন্যতা পূরণ করা সহজ হবে না।

খেলা

সোহানের প্রশংসায় সিমন্স

Published

on

আফগানিস্তানের বিপক্ষে গতকাল টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে নুরুল হাসান সোহান-শরিফুল ইসলামদের ব্যাটে চড়ে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ২ উইকেটের জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও। ম্যাচ শেষে সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে সিমন্স বলেন, ‘আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের থেকে এটাই চাই আমি। যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’

ম্যাচ নিয়েও সন্তুষ্টি ঝরেছে প্রধান কোচের কণ্ঠে, ‘প্রথমে বলব, ম্যাচ দুর্দান্ত ছিল। গতকালের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে। আজকে উইকেট অনেক সময় ধরে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে। গতকাল ওপেনাররা দেখিয়েছে তারা কী করতে পারে। আজকে লোয়ার মিডল অর্ডার নিজেদের দক্ষতা দেখিয়েছে।’

বোলিং প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, ‘আমাদের বোলিং ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। যে কম্বিনেশনেই যাই না কেন, আমরা আমাদের বোলিংয়ের উপর ভরসা করতে পারি, এটা আমরা জানি। বোলিং গত ৫-৬ সপ্তাহ ধরে অনেক ভালো হচ্ছে। এটা আমাদের গ্রোথের অংশ। বোলিং আমাদের ২ ম্যাচেই ভালো জায়গায় নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে তারা ভালো শুরু পেলেও মাঝে এবং বিশেষ করে শেষ দিকে আমরা ভালো বোলিং করেছি। ভালো জায়গায় বল করে যেতে হবে। শারজাহতে উইকেট টু উইকেট বল করে যেতে হবে। আমাদের বোলাররা সেটাই করেছে। স্পিনাররা ভালো করেছে। এক্সাইটিং, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চাই আমরা, এটাই আমাদের উদ্দেশ্য।’

S

Continue Reading

খেলা

দ্বিতীয় ম্যাচেও হৃদয়ের খেলা নিয়ে শঙ্কা

Published

on

জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ‍শুরু করেছে বাংলাদেশ। যেখানে ছিলেন না মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এবার তার দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। জ্বরে ভুগছেন হৃদয়। এরই মাঝে আজ (শুক্রবার) বিরতি ছাড়াই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ–তে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে জ্বরের কারণে প্রথম ম্যাচেও ছিলেন না বলে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র। ওই কর্মকর্তা বলছেন, ‘তার (হৃদয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি) খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা গতকালের চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং দেবাশীষ (বিসিবির প্রধান মেডিক্যাল অফিসার)।’

একই কথা জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধরী, ‘দলের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, জানতে পেরেছি হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদিও তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। তাদের পক্ষে রহমানউল্লাহ গুরবাজ ৪০ এবং মোহাম্মদ নবি ৩৮ রান করেন। বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। আফগানদের লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু এর পরই শুরু হয় উইকেটের মিছিল। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। নুরুল হাসান সোহান ২৩ এবং রিশাদ করেন ১৪ রান। আফগানদের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন অধিনায়ক রশিদ খান। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ টাইগাররা ফের আফগানদের মোকাবিলা করবে।

S

Continue Reading

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করল ফিফা

Published

on

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ১ বছরও বাকি নেই। ধীরে ধীরে বেজে উঠছে আসরের দামামা। উত্তেজনা বাড়িয়ে দিতে এবার বিশ্বকাপের বল প্রকাশ্যে এনেছে ফিফা। নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের বল উন্মোচন করেছে সংস্থাটি। যেখানে উপস্থিত ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার- জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান।

এবারের বিশ্বকাপ বলের নাম দেওয়া হয়েছে ট্রাইওন্ডা। বলটি বানিয়েছে অ্যাডিডাস। এ নিয়ে টানা ১৫ বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আপনাদের সামনে ট্রাইওন্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত। বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে, যার নকশায় কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে।’

ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ অর্থ তিন আর ওন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে। তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আধুনিক প্রযুক্তি।

বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের জন্য তারকা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ঈগল। বলের ওপর এসব প্রতীক গ্রাফিকস আকারে ও খোদাই করা হয়েছে। বলটিতে সোনালি রঙের ছোঁয়াও আছে। এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে, এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য।

ট্রাইওন্ডা বলে নতুন চার-প্যানেল নকশা আছে। যা এটিকে আরও স্থির এবং টেকসই করেছে। পুরু সেলাই এবং ঠিকঠাক রেখাগুলো বাতাসে বলের চলাচল স্থিতিশীল রাখবে। খোদাই করা প্রতীকগুলো বল ভেজা অবস্থায়ও ভালো গ্রিপ করা নিশ্চিত করবে। এবারের বলে সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বলের (ভেতরে) একপাশে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইম তথ্য দেবে।

এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। এ ছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে। বলটি নিয়ে অ্যাডিডাসের মহাব্যবস্থাপক স্যাম হ্যান্ডি বলেছেন, ‘প্রতিটি ছোটো জিনিসই বড় প্রভাব ফেলে। খোদাই করা নকশা, স্তরযুক্ত গ্রাফিকস এবং উজ্জ্বল রং এই বলকে অন্যগুলোর থেকে আলাদা করেছে। এটাই আমাদের এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফিফা বিশ্বকাপ বল।’

S

Continue Reading