Connect with us

খেলা

বিশ্বকাপে উঠল মদ্রিচের ক্রোয়েশিয়া, আর বাকি ১৩ দল

Digital Darpan

Published

on

হার এড়াতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়ার। তবে তারা দাপট দেখিয়েই জিতেছে ফারো আইসল্যান্ডের বিপক্ষে। যদিও ক্রোয়াটরা আগে গোল হজম করে পিছিয়ে ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই সন্তুষ্ট থাকেনি, নিশ্চিত করেছে ৩-১ ব্যবধানে বড় জয়। ইউরোপের তৃতীয় এবং সবমিলিয়ে ৩০তম দল হিসেবে ক্রোয়েশিয়া ২০২৬ বিশ্বকাপে উঠেছে।

ঘরের মাঠ রিজেকা স্টেডিয়ামে ফারো আইসল্যান্ডকে আতিথ্য দিতে নেমে শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিক ক্রোয়েশিয়ার। ৭৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮ শট নিয়েছে ২০১৮ বিশ্বকাপের রানারআপ দলটি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ৬ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল ফারো আইসল্যান্ডের। খেলার বিপরীতে সফরকারীরা ১৬তম মিনিটে এগিয়ে যায় গেজা ডেভিড তুরির গোলে।

তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রোয়াটদের। ২৩ মিনিটে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইয়োশকো গাভারদিওল গোল করেন। এরপর বিরতির পর ৫৭ মিনিটে স্বাগতিকরা লিড পায় পিটার মুসার গোলে। ৭০ মিনিটে দূরের পোস্টে ক্রস নিয়েছিলেন ইভান পারিসিচ, ভলি শটে তা জালে পৌঁছে নিকোলা ভ্লাসিচ ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

আগে থেকেই ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘এল’–এর শীর্ষে অবস্থান করছিল মদ্রিচের ক্রোয়েশিয়া। ৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ের পর তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক প্রজাতন্ত্র। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ফারো আইসল্যান্ডের অবস্থান তৃতীয়।

বিশ্বকাপ নিশ্চিতের পর গাভারদিওল বলছেন, ‘ম্যাচ বাকি থাকতেই আমরা কোয়ালিয়াফায়ার উতরে লক্ষ্যে পৌঁছে গেছি। যা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। (লিগ পর্বের) শেষ ম্যাচ খেলতে মন্টেনিগ্রোতে আমরা স্বাচ্ছন্দের সঙ্গে যেতে পারব। তবে অবশ্যই পূর্ণ তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য থাকবে, কারণ প্রতিটি ম্যাচই প্রস্তুতির মঞ্চ। আসন্ন গ্রীষ্মে কী অপেক্ষা করছে এখনও অজানা।’

ইউরোপ থেকে সবার আগে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল ইংল্যান্ড। গত বৃহস্পতিবার দ্বিতীয় দল হিসেবে কিলিয়ান এমবাপের দল সেই লক্ষ্য অর্জন করে। ক্রোয়েশিয়াকে নিয়ে এখন পর্যন্ত ৩০টি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। আর বাকি ১৩টি দল। ৪৩টি দেশ বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। বাকি ৫ দল উঠবে প্লে-অফ খেলে। ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬টি দল বিশ্বকাপ খেলবে।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ৩০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব ও কাতার

সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল

ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ)
ইংল্যান্ড, ফ্রান্স ও ক্রোয়েশিয়া (বাছাই থেকে উঠবে আরও ১৩ দল)

S

খেলা

মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস

Published

on

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দেয় দলটি। এবার আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে এক মৌসুমে দ্বিতীয়বারের মতো দলে ভেড়ানো হলো টাইগার পেসারকে।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। তধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।

এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস। বদলি হিসেবে মুস্তাফিজকে নেওয়ার কথা নিশ্চিত করেছে দুবাই। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে দুবাই।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন। এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসর। ফাইনাল হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যু আবুধাবি, দুবাই এবং শারজাহতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

S

Continue Reading

খেলা

৬ দিনে ৪ হার ভারতের, বাংলাদেশের কাছেই দু’বার

Published

on

ক্রীড়াঙ্গনে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, ক্রিকেট কিংবা ফুটবল সবখানেই যেন ‘কুফা’ লেগেছে ম্যান ইন ব্লুদের। গত ৬ দিনে ৪টি ম্যাচে হেরেছে ভারত। যার মধ্যে বাংলাদেশের কাছেই হেরেছে দুই দুইবার।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম টেস্টে কলকাতায় সাড়ে তিন দিনেই হেরেছে শুভমান গিলের দল। নিজেদের পছন্দ মতো উইকেট বানিয়েও হার এড়ানো যায়নি। সেই সঙ্গে ৫৩ বছর পর নিজেদেরই লজ্জার নজির স্পর্শ করে ভারত।

সাদা বলের ক্রিকেটে ভালো সময় পার করলেও লাল বলে যেন দিশাহীন। গত ১৩ মাসে নিজেদের মাটিতে মাত্র দু’টি টেস্ট জিতেছে ভারত। হেরেছে চারটিতে। গত ৫৩ বছরে কখনো এমনটা দেখা যায়নি। শেষ বার ১৯৬৯-১৯৭২ সালের মধ্যে এই নজির দেখা গিয়েছিল। ভারত ৬ টির মধ্যে ৪ টি টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে। তারপর থেকে দেশের মাটিতে ভারতকে বরাবরই অপ্রতিরোধ্য হিসাবে ধরা হতো। তা ভেঙে গিয়েছে গত বছর নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর থেকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের দিনেই কাতারে চলমান রাইজিং স্টারস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় ভারত ‘এ’ দল। দাপট দেখিয়ে জিতেশ শর্মাদের কাছ থেকে ৮ উইকেটে জয় তুলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বিরা। অথচ সর্বশেষ এশিয়া কাপের এক আসরেই তিনবার পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

ফুটবলেও খারাপ সময় পার করছে ভারত। ২২ বছর পর বাংলাদেশের কাছে হেরে গিয়েছে ম্যান ইন ব্লুরা। ২০০৩ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর রহমান মুন্নার গোলে ভারতকে ২-১ হারিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে আর কখনোই জিততে পারেনি তারা। এবার মোরসালিনের গোলে ২২ বছর পর সেই ডেডলক ভেঙেছে লাল-সবুজের দল। কয়েক দিনের ব্যবধানে ক্রিকেট-ফুটবল দুই খেলাতেই লজ্জার নজির গড়ে ভারত।

সর্বশেষ গতকাল (শুক্রবার) রাইজিং স্টারস এশিয়া কাপের শেষ চারের বহুল নাটকীয়তার ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯৪ রান তোলে। তাদের সমান ১৯৪ রান করে ভারত ম্যাচ টাই করে ফেলে। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে আকবর আলিদের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।

চারদিকে এত হারের ভিড়ে ভারতের স্বস্তি কেবল নারী কাবাডি বিশ্বকাপে। বাংলাদেশে চলমান টুর্নামেন্টটিতে ভালো অবস্থানে রয়েছে তারা।

S

Continue Reading

খেলা

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফের মাঠের বাইরে ইংলিশ তারকা

Published

on

কুঁচকির চোটে দুই মাস মাঠের বাইরে থেকে এই সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন ইংল্যান্ডের তারকা উইঙ্গার কোল পালমার। তবে বুধবার রাতেই ফের আঙুল ভেঙেছে তার। নিজ বাসায় দরজার ধাক্কায় আঙুল ভেঙে পালমার আবারও এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তবে ২৩ বছর বয়সী চেলসি তারকাকে আরও বেশি সময় খেলার বাইরে থাকতে হবে ধারণা সংবাদমাধ্যম বিবিসির।

চেলসির সামনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আসন্ন– ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলি, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং পরের সপ্তাহে ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে। সেসব ম্যাচে পালমারকে না পাওয়ার শঙ্কা চেলসি কোচ এনজো মারেসকার, ‘শনিবারের ম্যাচে তাকে পাচ্ছি না যে সেটা নিশ্চিত। সম্ভবত বার্সেলোনা এবং আর্সেনাল ম্যাচেও তার খেলা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সে নিজ বাসায় দুর্ঘটনার শিকার হয়েছে, যেখানে আঘাত লেগেছে তার আঙুলে। এটি বেশি গুরুতর কিছু না, তবে আগামী সপ্তাহে তার ফেরা হবে না। আমার মতে কোল যখন খেলে তার সতীর্থরা তুলনামূলক আরও ভালো পারফর্ম করে। আমি কোল মাঠে থাকলে ভালো অনুভব করি, তাকে আমরা সবসময়ই মাঠে পেতে চাই। তার অনুপস্থিতিতে ভিন্ন সমাধান খুঁজতে হয় আমাদের। দল ভালো করছে, তবে কোল থাকলে আরও ভালো অবস্থায় থাকে।’

কেবল পা নয়, পুরো শরীরেই আঘাত পাওয়ার কথা জানালেন পালমার, ‘আমি রাতে অনেকবার জেগেছি– আমার মাথা, পা এবং সর্বত্র আঘাত লেগেছে।’ ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পালমার সর্বশেষ খেলেছিলেন। ওই সময়ের পর ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলেছে চেলসি, এর মধ্যে ৮ জয় ও দুটিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগের টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে অবস্থান করছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

S

Continue Reading