Connect with us

খেলা

গোপনে ক্যাম্প ন্যুতে ফিরলেন মেসি!

Digital Darpan

Published

on

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো। যেন শেষ হইয়াও যেন হইলো না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা এরই মধ্যে আরও দুটি ক্লাবে খেলেছেন। প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে থিতু হয়েছেন আমেরিকান ইন্টার মায়ামিতে। তবুও এখনো যেন মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে থাকে বার্সা সমর্থকরা।

বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোনে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়। হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়।

কদিন আগে বার্সেলোর ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজ মোটামুটি শেষ হয়েছে। ২০২১ সালে বার্সা ছাড়ার পর আর ওই স্টেডিয়ামে আর পা পড়েনি মেসির। এরই মধ্যে ক্যাম্প ন্যু সেজেছে নতুন রূপে। ম্যাচ আয়োজনের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্প্রতি গোপনে ক্যাম্প ন্যু ঘুরে গিয়েছেন ইন্টার মায়ামি তারকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন, যা নতুন করে উচ্ছ্বসিত করেছে কাতালান সমর্থকদেরও।

মেসি লিখেছেন, ‘গত রাতে এমন এক জায়গায় ফিরেছিলাম, যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম, সেখানে থাকার সময় আপনারা আমাকে ভাবতে শিখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি। আশা করি, একদিন এখানে ফিরতে পারবো। শুধু বিদায় জানাতে নয়, যেভাবে বিদায় জানাতে পারিনি…।’ বার্তার সঙ্গে দিয়েছেন নতুন করে সাজানো স্টেডিয়ামের ভেতর-বাহিরের কিছু ছবি ও ভিডিও।

প্রসঙ্গত, ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছিলেন মেসি। চোখ ভেজানো সেই বিদায়ের পর যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে। নেইমার ও এমবাপের সঙ্গে বেশ কিছু শিরোপা জিতলেও পরিবার নিয়ে ফ্রান্সে মানিয়ে নিতে পারেননি তিনি। অবশেষে ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরও থেমে নেই মেসির সাফল্যের ধারা। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। এ নিয়ে তাঁর ঝুলিতে এখন ৪৬টি বড় শিরোপা—ফুটবল ইতিহাসে সর্বাধিক। এ ছাড়া অষ্টম ব্যালন ডি’অর জিতে আরও একবার ইতিহাস গড়েছেন তিনি।

তবু ক্যাম্প ন্যু নিয়ে তার টান এখনো অটুট। স্টেডিয়াম সংস্কারের কাজ দেখতে গিয়ে স্মৃতিমাখা ঘাসে হেঁটে বেড়ানো মেসিকে দেখে ভেসে গেছে কাতালান সমর্থকদের মন। গুঞ্জন উঠেছে, হয়তো একদিন প্রশাসনিক বা অন্য কোনো ভূমিকায় ফিরবেন ক্লাবটিতে। ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস অবশ্য আরও আশাবাদী। তিনি বলেছেন, ‘মেসি যেভাবে নিজের ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী বছরগুলোতে তাকে সেই সুযোগ করে দেব। ইন্টার মায়ামি বার্সেলোনায় কোনো না কোনোভাবে একটি ম্যাচ আয়োজন করবে।’

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও জানিয়েছেন, ক্যাম্প ন্যুর সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে মেসির জন্য থাকবে বিশেষ সম্মাননা ম্যাচ। তার ভাষায়, ‘আমরা চাই, বার্সেলোনায় মেসিকে তার প্রাপ্য শ্রদ্ধা জানানো হোক।’ তবে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির আর বার্সার জার্সি গায়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, যা তাকে নিয়ে যাবে ৪০ বছর বয়সের ওপারে।

S

খেলা

হালান্ডের রেকর্ড, ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

Published

on

গত ছয়টি বিশ্বকাপে দর্শক ছিল নরওয়ে। এবার তারা মাঠে লড়বে। বাছাইয়ে অপ্রতিরোধ্য থেকে গতকাল (রোববার) বিশ্বকাপের টিকিট কাটল তারা। তাদের কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারার ঝুঁকিতে ইতালি।

১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। বাছাইয়ের শেষ রাউন্ডে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর আবারো বিশ্বমঞ্চে তারা। এদিকে গত দুটি বিশ্বকাপে উঠতে পারেনি ইতালি। দুইবারই প্লে অফে খেলে হেরেছিল তারা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবারো দিতে হবে প্লে অফ পরীক্ষা।

ক্লাব কিংবা জাতীয় দল- দুই জার্সিতে এবার অদম্য আর্লিং হালান্ড। বাছাইয়ের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন তিনি। ৮ ম্যাচে তার গোল ১৬টি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।

ইতালিকে এদিন অন্তত ৯ গোলের ব্যবধানে জিততে হতো। ১১ মিনিটে পিও এস্পোসিতোর গোলে লিড নিয়ে বড় জয়ের আশায় বুক বেঁধেছিল তারা। প্রথমার্ধে তারা দাপট ধরে রেখেছিল।

কিন্তু বিরতির পর বদলে গেল ম্যাচের চেহারা। দুই মিনিটের মধ্যে জোড়া গোল করেন হালান্ড। তার আগে পরে নরওয়ের দুটি গোল করেন আন্তোনিও নুসা ও জর্গেন স্ট্রান্ড লারসেন।

৬৩তম মিনিটে সোরলোথের বাড়ানো বলে নুসা সমতা ফেরান। বদলি নেমে বব তার ক্লাব সতীর্থ হালান্ডকে দিয়ে ৭৮তম মিনিটে গোল করান। পরের মিনিটে থর্সভেটের ক্রসে আবার জাল কাঁপান ম্যানসিটি স্ট্রাইকার। স্টপেজ টাইমে স্ট্রান্ড ইতালির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

গত জুনে ইতালির বিপক্ষে নরওয়ের ৩-০ গোলের জয়ে শেষ হয়েছিল লুসিয়ানো স্পালেত্তি অধ্যায়। তার উত্তরসূরি গেনারো গাত্তুসোকে এখন প্লে অফের প্রস্তুতি নিতে হবে।

S

Continue Reading

খেলা

এমন পিচই চেয়েছিল ভারত, তবু কেন হার জানালেন গম্ভীর

Published

on

কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের মাঝপথেই। সোশাল মিডিয়ায় পিচ কিউরেটরকে ধুয়ে দিতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সৌরভ গাঙ্গুলি জানান, টিম ম্যানেজমেন্টের অনুরোধে এমন পিচ বানানো হয়েছে। আর নিজেদের জালে নিজেরাই ফেঁসে যাওয়ার পর ভারতের কোচ গৌতম গম্ভীরও স্বীকার করলেন, এমন পিচই চেয়েছিলেন তারা। আর হারের জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

তৃতীয় দিনে একশরও কম রানে দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়। ২০১০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট জয়ের আনন্দে মেতে ওঠে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২৪ রানের লক্ষ্য দিয়েও ৩০ রানে জয়। প্রোটিয়ারা সাফল্যে মাতোয়ারা, এদিকে ভারতীয়রা হতাশার সাগরে ভাসছে। অবশ্য পিচ নিয়ে কোনো অভিযোগ করেননি গম্ভীর। বরং নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন তিনি।

আজ (রবিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গম্ভীর বলেছেন, ‘ইডেনের পিচ বিপজ্জনক ছিল না। খেলার উপযোগী ছিল। টেম্বা বাভুমা তো রান করল। ওয়াশিংটন সুন্দরও ভালো ব্যাট করল। অক্ষর প্যাটেলও তো খেলল। খেলা যাবে না, এমন উইকেট তো ছিল না। জানি না কেন বারবার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে! পেসাররা বেশি উইকেট পেয়েছে এই টেস্টে। ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তি এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় এ রকম পিচে। আমরা পারিনি। এমন পিচে রক্ষণ ভালো হওয়া দরকার।’

পিচ তাদের চাওয়ামতো হয়েছে বললেন কোচ, ‘আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন। ভালো খেলতে না পারলে তো এমনই হবে। ১২৪ রান তাড়া করতে না পারার কোনো কারণ ছিল না।’

S

Continue Reading

খেলা

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন

Published

on

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।

আজ রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স।

ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি।

ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

S

Continue Reading