Connect with us

খেলা

বিমানবন্দরে দর্শকদের রোষানলে ক্রিকেটাররা, আবেগঘন বার্তা নাঈম শেখের

Digital Darpan

Published

on

এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ। যা নিয়ে তীব্র ক্ষোভ বইছিল দেশের ক্রিকেটভক্তদের মাঝে। সামাজিক মাধ্যমে যার বহিঃপ্রকাশ ঘটেছে। তবে এরপর আফগানিস্তান সিরিজ থাকায় ক্রিকেটারদের অধিকাংশই থেকে যান সংযুক্ত আরব আমিরাতে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাদের ধবলধোলাই করলেও, ওয়ানডেতে উল্টো চিত্র দেখেছে মেহেদী হাসান মিরাজের দল।

আফগান সিরিজ শেষে গতকাল (বুধবার) রাতে দেশে ফিরতেই দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। নিকট-অতীতে তাদের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি। কেউ শুনেছেন দুয়ো, কেউ–বা পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন। তাওহীদ হৃদয় ও নাঈম শেখদের গাড়ি লক্ষ্য করে সেই তিক্ত অভিজ্ঞতা তুলনামূলক বেশি সময় ধরে স্থায়ী হয়। স্বভাবতই তাতে মনক্ষুণ্ন হয়েছেন নাঈম। পরে এই বাঁ-হাতি ব্যাটার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাঈম শেখ লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে, এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’

‘কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’

সমালোচনা যৌক্তিকভাবে করা হোক বলেও সমর্থকদের প্রতি আহবান করেছেন নাঈম, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠব, দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’

প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। বিশেষ করে শেষ দুই ম্যাচে যথাক্রমে ১০৯ এবং ৯৩ রানে অলআউট হয়ে বড় হারের লজ্জায় পড়েছে মিরাজ-নাঈম-হৃদয়রা। যা এশিয়া কাপে ভারত-পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেলায় হারানোর ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে ক্রিকেটভক্তদের মাঝে। কেবল শেষ ওয়ানডেতে খেলেছেন নাঈম শেখ, যেখানে বাঁ-হাতি এই ওপেনার ২৪ বলে করেন স্রেফ ৭ রান।

S

খেলা

হালান্ডের রেকর্ড, ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

Published

on

গত ছয়টি বিশ্বকাপে দর্শক ছিল নরওয়ে। এবার তারা মাঠে লড়বে। বাছাইয়ে অপ্রতিরোধ্য থেকে গতকাল (রোববার) বিশ্বকাপের টিকিট কাটল তারা। তাদের কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারার ঝুঁকিতে ইতালি।

১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। বাছাইয়ের শেষ রাউন্ডে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর আবারো বিশ্বমঞ্চে তারা। এদিকে গত দুটি বিশ্বকাপে উঠতে পারেনি ইতালি। দুইবারই প্লে অফে খেলে হেরেছিল তারা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আবারো দিতে হবে প্লে অফ পরীক্ষা।

ক্লাব কিংবা জাতীয় দল- দুই জার্সিতে এবার অদম্য আর্লিং হালান্ড। বাছাইয়ের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন তিনি। ৮ ম্যাচে তার গোল ১৬টি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।

ইতালিকে এদিন অন্তত ৯ গোলের ব্যবধানে জিততে হতো। ১১ মিনিটে পিও এস্পোসিতোর গোলে লিড নিয়ে বড় জয়ের আশায় বুক বেঁধেছিল তারা। প্রথমার্ধে তারা দাপট ধরে রেখেছিল।

কিন্তু বিরতির পর বদলে গেল ম্যাচের চেহারা। দুই মিনিটের মধ্যে জোড়া গোল করেন হালান্ড। তার আগে পরে নরওয়ের দুটি গোল করেন আন্তোনিও নুসা ও জর্গেন স্ট্রান্ড লারসেন।

৬৩তম মিনিটে সোরলোথের বাড়ানো বলে নুসা সমতা ফেরান। বদলি নেমে বব তার ক্লাব সতীর্থ হালান্ডকে দিয়ে ৭৮তম মিনিটে গোল করান। পরের মিনিটে থর্সভেটের ক্রসে আবার জাল কাঁপান ম্যানসিটি স্ট্রাইকার। স্টপেজ টাইমে স্ট্রান্ড ইতালির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

গত জুনে ইতালির বিপক্ষে নরওয়ের ৩-০ গোলের জয়ে শেষ হয়েছিল লুসিয়ানো স্পালেত্তি অধ্যায়। তার উত্তরসূরি গেনারো গাত্তুসোকে এখন প্লে অফের প্রস্তুতি নিতে হবে।

S

Continue Reading

খেলা

এমন পিচই চেয়েছিল ভারত, তবু কেন হার জানালেন গম্ভীর

Published

on

কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের মাঝপথেই। সোশাল মিডিয়ায় পিচ কিউরেটরকে ধুয়ে দিতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সৌরভ গাঙ্গুলি জানান, টিম ম্যানেজমেন্টের অনুরোধে এমন পিচ বানানো হয়েছে। আর নিজেদের জালে নিজেরাই ফেঁসে যাওয়ার পর ভারতের কোচ গৌতম গম্ভীরও স্বীকার করলেন, এমন পিচই চেয়েছিলেন তারা। আর হারের জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।

তৃতীয় দিনে একশরও কম রানে দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়। ২০১০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট জয়ের আনন্দে মেতে ওঠে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২৪ রানের লক্ষ্য দিয়েও ৩০ রানে জয়। প্রোটিয়ারা সাফল্যে মাতোয়ারা, এদিকে ভারতীয়রা হতাশার সাগরে ভাসছে। অবশ্য পিচ নিয়ে কোনো অভিযোগ করেননি গম্ভীর। বরং নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন তিনি।

আজ (রবিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গম্ভীর বলেছেন, ‘ইডেনের পিচ বিপজ্জনক ছিল না। খেলার উপযোগী ছিল। টেম্বা বাভুমা তো রান করল। ওয়াশিংটন সুন্দরও ভালো ব্যাট করল। অক্ষর প্যাটেলও তো খেলল। খেলা যাবে না, এমন উইকেট তো ছিল না। জানি না কেন বারবার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে! পেসাররা বেশি উইকেট পেয়েছে এই টেস্টে। ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তি এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় এ রকম পিচে। আমরা পারিনি। এমন পিচে রক্ষণ ভালো হওয়া দরকার।’

পিচ তাদের চাওয়ামতো হয়েছে বললেন কোচ, ‘আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনই পেয়েছি। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন। ভালো খেলতে না পারলে তো এমনই হবে। ১২৪ রান তাড়া করতে না পারার কোনো কারণ ছিল না।’

S

Continue Reading

খেলা

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন

Published

on

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।

আজ রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স।

ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি।

ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

S

Continue Reading