Connect with us

খেলা

ব্যর্থ জ্যোতির ব্যাটে রান আসবে আশা সহ-অধিনায়কের

Digital Darpan

Published

on

নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতের মাটিতে। ইতোমধ্যে তিন ম্যাচ খেলাও হয়ে গেছে দলটির। তবে পাকিস্তানের বিপক্ষে বোলারদের কল্যাণে জয়ের পরের দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে নারী দল। এমন হারের পর আগামীকাল চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

এমন ম্যাচের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে আসেন সহ অধিনায়ক নাহিদা আক্তার। সেখানে ড্রেসিংরুমের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা জিতেছি, পরেরটা লড়াই করেছি। অবশ্যই শেষ ম্যাচে হেরেছি। এখন আমরা চেষ্টা করছি কিভাবে কামব্যাক করা যায়।’

দলের বড় সমস্যা ব্যাটারদের রান খরা। ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকির উপরও ব্যাটারদের ব্যর্থতার দায় বর্তায়। কোচ হিসেবে ব্যাটারদের রানে ফেরাতে পুরোপুরি ব্যর্থ তিনি, সবশেষ দেশের মাটিতেও অনূর্ধ্ব ১৫ দলের বিপক্ষে বাজে ব্যাটিং করেন নারী দলের ক্রিকেটাররা।

নাহিদা অবশ্য বলছেন, ব্যাটিং কোচ আছেন তার সঙ্গে কথা বলছেন ক্রিকেটাররা। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের ব্যাটিং কোচ আছে, আমরা খেলোয়াড়ররাও সবাই কথা বলছি। আমরা চেষ্টা করছি যেখানে যেখানে ক্রুটি আছে সেগুলো ঠিক করতে। আশা করি পরের ম্যাচে আমাদের ব্যাটাররা ফিরে আসবে।’

চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে ২৩, পরের ম্যাচে ০, এরপর সবশেষ ম্যাচে ২৮ বলে ৪ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এমন বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। দলের সেরা ব্যাটার অধিনায়ক নিজেই যদি ব্যর্থ থাকেন তাহলে দলের বাকিদের জন্যও মনোবল ঠিক রাখা কঠিন।

যে কারণে নাহিদার কাছে জানতে চাওয়া হয় ক্যাপ্টেনের রান না পাওয়া দলের উপর চাপ তৈরি করছে কি না, ‘না, আমার কাছে সেরকম কিছু মনে হচ্ছে না। আমাদের আরও যারা ব্যাটার আছে অবশ্যই ক্যাপাবল। জ্যোতি যেভাবে এতদিন ব্যাটিং করে আসছে সেটা সবসময় আমাদের আত্মবিশ্বাস দেয়। আশা করি পরের ম্যাচে জ্যোতির ব্যাটে রান আসবে।’

দলের একমাত্র পেসার মারুফা আক্তার, আর কোনো পেসার খেলবে কি না? এমন প্রশ্নে নাহিদা বলেন, ‘এটা এখন আসলে বলা কঠিন পেসার বাড়বে কি না। এখনোও সিদ্ধান্ত হয়নি। টিম ম্যানেজমেন্ট আলোচনা করবে, উইকেট কেমন আচরণ করে, প্রতিপক্ষের শক্তি-দুর্বলত দেখে একদশ সাজানো হবে।’

দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে নাহিদা বলেন, ‘অবশ্যই, আমাদের পরিকল্পনা আছে সেটা মাঠে কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ ম্যাচটাতে আমরা জানি কি হয়েছে, সেটা ভুলে যেতে চাই। দল হিসেবে আমাদের একটা পরিকল্পনা আছে এবং আগামীকাল সেটা কাজে লাগাতে চাই। আমার বিশ্বাস আমরা কালকে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এখানে তো আসলে কোনো দলই হারার জন্য আসে না। হয়তো ম্যাচের দিন আমাদের ব্যাটিং কলাপ্স হয়েছে। তবে আমি আশা করি আমরা নেক্সট ম্যাচে এটা কাটিয়ে উঠবো।’

S

খেলা

সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু সাইবার ক্রাইমের

Published

on

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এ কারণে রশিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় সাইবার ক্রাইম সংস্থা।

জাতীয় সাইবার ক্রাইম সংস্থার মুখপাত্র নাজিবুল্লাহ হাসান বলেছেন, ‘ইসলামাবাদ এবং লাহোরে দুটি আলাদা তদন্তের বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করেছেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ।’ বোর্ডের বর্ষীয়ান আইনজীবী সৈয়দ আলি নাকভির অভিযোগের প্রেক্ষিতেই লতিফের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বোর্ডের ঘন ঘন অধিনায়ক পরিবর্তনের সমালোচনাও করেছিলেন লতিফ। তিনি লিখেছিলেন, ‘শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল, যেখানে ধর্ম, জাতি, ক্রিকেট দল এবং শ্রেণিগত বৈষম্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করে তাদের ওপর শক্তি দেখানো এবং শাসন করা সম্ভব হয়।’

তিনি আরও জানিয়েছিলেন, পাকিস্তান একমাত্র দেশ, যারা একজন মাঝারি মানের অধিনায়কও নির্বাচন করতে পারে না। আগেও পাকিস্তানের ক্রিকেট নিয়ে বারবার মুখ খুলেছিলেন তিনি। এশিয়া কাপের সময় বলেছিলেন, ‘পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক অশান্তি রয়েছে। এখন সেটা মাঠেও দেখা যাচ্ছে।’

দুই দেশের ক্রিকেটীয় পার্থক্যের কথাও তুলে ধরেছিলেন তিনি, ‘টি-টোয়েন্টিতে যে কোনও কিছুই হতে পারে। তবে খতিয়ে দেখলে বোঝা যাবে, ভারত অনেক শক্তিশালী দল। আইপিএল এবং পিএসএলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’

S

Continue Reading

খেলা

সবচেয়ে বেশি সেক্রিফাইস কে করেছে, জানালেন মুশফিক

Published

on

আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই দশক কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। সেই শুরুর দিন থেকে পরিশ্রম, চেষ্টা-মননে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার এমন পরিশ্রমের ফল হিসেবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দারুণ কীর্তি গড়েছেন। পরে শততম টেস্টে সেঞ্চুরি করে প্রবেশ করেছেন এলিট ক্লাবেও।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ দল। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানিয়েছেন, তার ক্যারিয়ারের পেছনে বড় ত্যাগ স্বীকার করেছেন তার স্ত্রী। অন্যদের তুলনায় বেশি অনুশীলন, বাইরে থাকা। পরে জানান ঘরে ‘শান্তি’ না থাকলে এটা সম্ভব হতো না।

মুশফিক বলেন, ‘আমি আসলেই একজন বোরিং পার্সন (বিরক্তিকর মানুষ)। আমি প্রতিদিন একই রুটিনে অনুশীলন করি। শুধু সততা আছে আমার হাতে। আমার জন্য সবচেয়ে বড় সেক্রিফাইস করেছে আমার ওয়াইফ (স্ত্রী)। আমি অন্যদের তুলনায় বেশি অনুশীলন করি। ঘরে ওমন পরিবেশ না থাকলে কোনো দিন হতো না।’

ক্যারিয়ার নিয়ে খুশি বলেও জানিয়েছেন মুশফিক। ক্যারিয়ার ছাড়ার আগে প্রস্তুত করে রেখে যেতে চান আরো কয়েকজনকে, ‘নিজেকে নিয়ে আমি খুশি। দেশের জার্সিতে প্রত্যেকটি টেস্ট ছিল আমার জন্য গর্বের। আমি যাওয়ার পরও যেন এক-দুইজনকে প্রস্তুত করে যেতে পারি, সেই চেষ্টা থাকবে।’

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরে মুশফিক বলেন, ‘আমার দুটো বাচ্চা আছে। রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। কারণ সে পুরোটা সময় রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে। আমাকে ওই টেনশন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।’

S

Continue Reading

খেলা

ঢাকা ক্যাপিটালসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

Published

on

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ পরিচিত মুখ অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই ব্যাটার এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন নতুন দলের হয়ে। ঢাকা ক্যাপিটালস তার সঙ্গে চুক্তি করেছে। আগামী ২৩ নভেম্বর নিলামের আগে তাকে দলে ভেড়াল শাকিব খানের দল।

গত বছরও ঢাকা ক্যাপিটালস হেলসের সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু তিনি খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। তার আগে খুলনা টাইগার্স ও দুরন্ত রাজশাহীর জার্সিতে খেলেছেন ইংলিশ ব্যাটার।

ইংল্যান্ডের জার্সিতে ৩৪ বছর বয়সী হেলস ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩০ এর বেশি গড় ও প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ২০৭৪ রান করেছেন।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হেলসের আগে ঢাকা পাকিস্তানের ইন-ফর্ম ব্যাটার উসমান খানের সঙ্গে চুক্তি করেছিল। স্থানীয় তারকাদের মধ্যে সাইফ হাসান ও তাসকিন আহমেদ এরই মধ্যে যোগ দিয়েছেন।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবার লড়বে পাঁচটি দল। বেশ কয়েক বছর বাদে লিগে ফেরানো হয়েছে নিলাম পদ্ধতি।

S

Continue Reading