বগুড়া
বগুড়া শেরপুরে পুকুরের পানিতে ডুবে ফাতেমা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু
শেরপুর প্রতিনিধি
Published
2 weeks agoon
বগুড়া শেরপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হল সূত্রাপুর দক্ষিণপাড়া গ্রামের মাহমুদুল হাসানের মেয়ে ফাতেমা খাতুন (২) বয়স ,স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর বাড়ির পাশে পুকুরের ধারে বাড়ির আঙিনায় শিশুটি খেলাধুলা করছিল। এই অবস্থায় দেখে বাবা-মা মুরগির ফার্মে কাজ করতে যায় কাজ শেষে এসে, কিছুক্ষণ পর এসে দেখে বাচ্চা নেই অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে নিখোঁজের কিছুক্ষণ পর শিশুটির মরাদেহ ভেসে ওঠে । ভেসে ওঠা দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করার পর , বুঝতে পারে সে আর জীবিত নেই। এমতাবস্থায় এলাকা বাসীর মধ্যে নিমিষেই শোকের ছায়া নেমে আসে।
You may like
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ভূমি অফিস ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ডেমাজানী বলিহার রাজ কাছারি চত্বরে লে-আউট কার্যক্রম সম্পন্নের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও এবিএম মনির, আমরুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান মাসুদ, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হাসান, সহকারী শিক্ষক অমল কুমার শাহা, আশুতোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলজিইডির কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভূমি অফিস ভবন নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণ আরও সহজে ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
স্থানীয়রা জানান, আমরুল ইউনিয়নের ঐতিহ্যবাহী ডেমাজানী বলিহার রাজ কাছারি প্রাঙ্গণে ভূমি অফিস ভবন নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের ভূমি সেবায় নতুন গতি ও স্বচ্ছতা আসবে।
বগুড়া
জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন
Published
4 days agoon
অক্টোবর ৭, ২০২৫বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা। মঙ্গলবার ফাইনালে বগুড়া সদর উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে ধুনট। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। অবশেষে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদস্য সচিব আলমগীর হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া শহর জামাতের আমীর আবিদুর রহমান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ পরিবারের সদস্যরাও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন।
চ্যাম্পিয়ন ধুনট উপজেলা দলের গোল রক্ষক রকি ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হন। এছাড়া টুর্ণামেন্টের সেরা গোল রক্ষকের পুরস্কারও পেয়েছেন তিনি। ফাইনাল ম্যাচ দেখার জন্য সকাল থেকেই দর্শকরা মাঠে জড়ো হতে থাকেন। খেলা শুরুর আগেই মাঠের চার পাশ এবং আশে পাশের বিল্ডিং এবং উঁচু জায়গায় হাজার হাজার দর্শক জমায়েত হয়। এমনকি অনেক দর্শক মাঠের গাছে উঠে খেলা উপভোগ করেন।
বগুড়া
বগুড়ায় শহীদ আবরারের শাহাদৎ বার্ষিকী পালন করলো ছাত্রশিবির
Published
4 days agoon
অক্টোবর ৭, ২০২৫বগুড়ায় বগুড়ায় শহীদ আবরারের শাহাদাত বার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস পালন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে আবরার ফাহাদ মৃত্যুবার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর অফিসে অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর শাখার অফিস সম্পাদক সজিবুল ইসলাম সজিব পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদ জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আধিপত্যবাদির বিরুদ্ধে লড়াই করতে হয়। আবরার ফাহাদ শহীদ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আবরার ফাহাদ তৈরি হয়েছে। শেষে আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অপর দিকে শহীদ আবরারের শাহাদাত বার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস পালন করে ছাত্রশিবির বগুড়া পূর্ব জেলা শাখা।
মঙ্গলবার শাজাহানপুর উপজেলার জোড়া নাজমুল উলুম কামিল মাদরাসা অডিটরিয়ামে জেলা সভাপতি জোবায়ের আহমেদ নাহিদের সভাপতিতে অনুষ্ঠিত্ব হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কন্ঠস্বর। যে কারণে এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্রলীগ তাকে বেঁচে থাকতে দেয়নি। এখন আমাদের সবাইকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। শেষে শহীদ আবরার ফাহাদ সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডিজিটাল দর্পণ/ইমি