ময়মনসিংহ বিভাগ
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের শরৎ উৎসব অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধিঃ
Published
3 weeks agoon
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের উদ্যােগে শরৎ উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনোমুগ্ধকর এই আয়োজনে সংগীত, নৃত্য, কবিতা ও অভিনয়ের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
সরকারি আশেক মাহমুদ কলেজের
বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে শরৎ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।
অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, “শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা তাদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যপুস্তকের বাইরে এমন আয়োজন তাদের সৃজনশীলতা বাড়িয়ে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।”
সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহাম্মেদ চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম রবিউল আলম লুইপা প্রমুখ।
অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি।
উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অসংখ্য দর্শক শরতের সুর ও শিল্পকলার মূর্ছনায় বিমোহিত হয়ে উপভোগ করেন দিনের এই বর্ণিল উৎসব।
এছাড়াও বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন।
You may like
ময়মনসিংহ বিভাগ
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশায় মাঠে তরুণ নেতা সিদ্দিকী শুভ
Published
2 weeks agoon
সেপ্টেম্বর ২৯, ২০২৫আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রার্থীতা ঘোষণায় সিদ্দিকী শুভ বলেন, দেশের মানুষ এখন তারুণ্যের হাতে দেশ পরিচালনা দেখতে চায়। তিনি ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলার আসামি হওয়া ও নানা হুমকি-ধামকি সত্ত্বেও তিনি জনগণের পাশে থেকেছেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, “অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই। শুধু সুযোগ পেলে আমি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।”
সংবাদ সম্মেলন শেষে উপজেলা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদল নেতা এসএম রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
S
ময়মনসিংহ বিভাগ
জামালপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published
3 weeks agoon
সেপ্টেম্বর ২৩, ২০২৫জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে মতবিনিময় সভা করেছেন। সভায় পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, “
দুর্গাপূজা আমাদের একটি বড় উৎসব। এই উৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, আমরা সবসময় শান্তি ও সম্প্রীতির পক্ষে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা প্রশাসনের পাশে থাকব।
ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, ঐক্যের শক্তিতেই নিরাপদ হবে দুর্গাপূজা। আমরা সকলে মিলেই এই উৎসবকে নিরাপদ করতে ভূমিকা রাখব।
ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি নাহিদ ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুক।
ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি সানাউল্লাহ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমাদের সংগঠনও ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
S
ময়মনসিংহ বিভাগ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু
Published
1 month agoon
সেপ্টেম্বর ৬, ২০২৫- ডিজিটাল দর্পণ ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি এলাকায় একটি খালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো – একই উপজেলার মামারিশপুর এলাকার উজ্জ্বলের ছেলে আব্দুল মুমিন (১৮) এবং মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. মেহেদি (১৯)। তারা ভালুকার মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে মাদরাসার পাশের খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে যায় কয়েকজন শিক্ষার্থী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে মুমিন ও মেহেদি গুরুতর আহত হয়। পরে অন্য শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইমি