গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় পেলেও শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হয়েছিল আফগানিস্তান–শ্রীলঙ্কার লড়াইয়ের দিকে। লঙ্কানদের জয়ে বাংলাদেশের জায়গা হয় সুপার ফোরে। তবে গ্রুপের পয়েন্ট বিবেচনায় টাইগাররা পিছিয়ে থাকায় আজকের ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, লঙ্কানরা ১৩টিতে। এশিয়া কাপেও পাল্লা ভারী প্রতিপক্ষের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্য আশাব্যঞ্জক। মাত্র দুই মাস আগে লঙ্কানদের মাটিতেই সিরিজ জিতেছিল বাংলাদেশ।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস, টি স্পোর্টস ও নাগরিক টিভি। দর্শকরা তাই ঘরে বসেই উপভোগ করতে পারবেন টাইগারদের সুপার ফোরের প্রথম লড়াই।
এই দিনে থাকছে ফুটবল রোমাঞ্চও। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগার সঙ্গে আছে ইতালিয়ান সেরি এ-র একাধিক ম্যাচ। মাঠে নামবে লিভারপুল, ম্যানইউ, চেলসি কিংবা রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ফুটবল ক্লাব। এখানেই শেষ নয়, থাকবে সৌদি প্রো লিগের ম্যাচও। সব মিলিয়ে রাতভর ব্যস্ততা থাকবে ফুটবলপ্রেমীদের।
চলুন দেখে নেই এই দিনে টেলিভিশন ও অনলাইনে কী থাকছে খেলার সরাসরি আয়োজন-
এশিয়া কাপ ২০২৫: সুপার ফোর
সনি স্পোর্টস, টি স্পোর্টস ও নাগরিক টিভি
সরাসরি, বিকাল ৫টা ৩০ মিনিট
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট