বগুড়ার শেরপুরে রাতের আঁধারে কৃষকের প্রায় ১ বিঘা জমির গাছের কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় কলাগাছগুলো কেটে ফেলা হয়। একই রাতে তার বসতবাড়ির খড়ের গাদাতেও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফসল নষ্ট হওয়ায় এখন দিশেহারা কৃষক সুরুজ আলী।
শনিবার (২০ জানুয়ারি) সকালে ঘটনা জানতে পারেন ক্ষতিগ্রস্ত কৃষক। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
জানা গেছে, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের মাঠে কৃষক সুরুজ আলী অন্যের জমি লিজ নিয়ে ১ বিঘা জমিতে কলার বাগান করেছিলেন। প্রতিটি গাছে কলা ধরেছে। আর ১৫ দিন পরই কলাগুলো বাজারজাত করা যাবে। কৃষক সুরুজ আলী জানান, কী কারণে এমন শত্রুতা তা বোধগম্য হচ্ছে না তার।
কলাবাগানের জমির মালিক জানান, সকালে তার নিজের দেখতে এসে এসে বর্গা দেওয়া জমিতে কলাবাগানের এমন অবস্থা দেখতে পান তিনি। জমিতে একটি গাছের কলার কাদিও অক্ষত নেই দেখে তিনি সুরুজ আলীকে খবর দেন।
একই রাতে ঐ এলাকার কৃষক সুরুজ আলীর শ্বশুর গোলাম রব্বানীর ১২ শতক জমির করলার গাছ ও শিম গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। ভূক্তভোগী কৃষক গোলাম রব্বানীর স্ত্রী জানান, আর কয়েকদিন পরই করলা ও শিম ধরা শুরু হতো। এমন সময় ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাতের কোনো এক সময় করলার গাছ ও শিম গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হলো।
বিষয়টি নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এখনও কৃষকদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।