Connect with us

বিনোদন

সীমা ছাড়ানোর বড় চ্যালেঞ্জ ছিল সামান্থার সেই আইটেম গান

Digital Darpan

Published

on

ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত আইটেম গানটি ছিল পুষ্পা: দ্য রাইজ ছবির ‘ও আন্টাভা’। সেখানে তার সাহসী এবং গ্ল্যামারাস উপস্থিতি বক্স অফিসে ঝড় তুলেছিল। কিন্তু অভিনেত্রী জানান, এই গানে পারফর্ম করা ছিল তার জন্য সীমা পরীক্ষার চ্যালেঞ্জ।

সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি গানটিতে নেচেছিলাম নিজেকে প্রমাণ করার জন্য। আমি কখনও নিজেকে ‘আবেদনময়ী’ মনে করিনি, এমন চরিত্রে কেউ আমায় নেবে বলেও ভাবিনি। এটা ছিল আমার নিজের সীমা পরীক্ষা করার একটি সুযোগ।”

অভিনেত্রী জানান, গানটির শুটিং ছিল তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। প্রথম শটের সময় তিনি ভয়ে কাঁপছিলেন, কারণ এই ধরনের চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তার ছিল না। তবু সাহস করে অংশ নিয়েছিলেন শুধু নিজের ভেতরের সংশয় ভাঙার

সামান্থা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ভাবতাম, আমি যথেষ্ট ভালো নই, দেখতে সুন্দর নই, অন্য মেয়েদের মতো আত্মবিশ্বাসী নই। তাই এই পারফরম্যান্স ছিল নিজেকে প্রমাণের এক লড়াই।’

তিনি আরও যোগ করেন, জীবনে ও ক্যারিয়ারে সাফল্যের জন্য তিনি সবসময়ই নিজেকে অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন। তার মতে, নিজেকে চ্যালেঞ্জ না করলে উন্নতি সম্ভব নয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’

Published

on

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার কর্মক্ষেত্র সবকিছুতেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যে অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, তা তার সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকেই স্পষ্ট। কেবল বাণিজ্যিক সফলতা নয়, কাজের প্রতি নিজের সততা ও আদর্শকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে চলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তার ক্যারিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের ভাবনা প্রকাশ্যে এনেছেন। নিজের আদর্শের প্রতি সৎ থাকার কথা জানিয়ে তিনি জোর দিয়ে বলেছেন, ‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি।’

সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ক্যারিয়ারে অনেকবার মোটা টাকার প্রস্তাব পেয়েছি কিন্তু টাকার কাছে মাথা নত করিনি। টাকার জন্য এমন কোনও চরিত্রে অভিনয় করিনি, ছবিতে যার কোনও ভূমিকা নেই।’

বলিউডের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে, যেখানে তারকাদের বাজারমূল্য নির্ধারণ হয় পারিশ্রমিকের অঙ্কে, সেখানে ক্যারিয়ারের শুরুতেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।

এই প্রসঙ্গে দীপিকা জানান, প্রথম থেকেই তার এই আত্মবিশ্বাস ছিল না। নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হতে শুরু করে, তখন থেকেই এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস জুগিয়েছেন তিনি।

এই পথচলায় অভিজ্ঞতার গুরুত্ব উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছি।’

S

Continue Reading

বিনোদন

মেহজাবীনের ব্যস্ততা কোথায় হারাল?

Published

on

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক-ওটিটির পর বড় পর্দায়ও নাম লিখিয়েছেন যিনি। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার; মডেলিং থেকে শুরু। কিন্তু, তারকাদের নিয়ে কোনো ইস্যু কিংবা বিতর্ক তৈরি হলেই যেন ভক্তরা খোঁজ রাখতে চান তাদের আমলনামা নিয়ে! তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই কমেছে মেহজাবীনের কাজের ব্যস্ততা; কাজেই মেহজাবীন ভক্তরা একরকম তাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন বলেই বলা চলে।

সদ্যই একেবারে অন্য কারণে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেহজাবীন। পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি–ধামকির অভিযোগে করা মামলায় সম্প্রতি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এমন সময়ে তার আসন্ন কিংবা নতুন কোনো কাজেরও খবর নেই; তাই ভক্তদের মনে বেঁধেছে নানা প্রশ্ন- মেহজাবীনের সেই ব্যস্ততা কোথায় হারাল?

এইতো কিছুদিন আগেই গুঞ্জন ওঠে, পরিচালক রেদওয়ান রনির আসন্ন সিনেমা ‘দম’ এ অভিনয়ের কথা ছিল মেহজাবীনের। যেখানে দুই প্রসিদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে স্ক্রিনশেয়ার কথা ছিল তার; বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে আসে মেহজাবীনের নাম। কিন্তু শেষমেশ জানা গেল, ‘দম’-এর নায়িকা মেহজাবীন নন— জায়গাটি পেয়েছেন পূজা চেরী। আর এ ঘোষণার পরই হতাশ হন মেহজাবীন ভক্তরা। এছাড়াও দীর্ঘদিন ধরে মেহজাবীনের নতুন কোনো প্রজেক্টের কথা শোনা যাচ্ছে না বলে যেন হতাশা আরও বাড়ে।

অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারেই উল্টো! নাটক, বিজ্ঞাপন, ওটিট; সব মিলিয়ে কাজের চাপে হাঁফ ছাড়তে হচ্ছিল মেহজাবীনকে। দেশ–বিদেশ ঘুরে টানা শুটিং, কখনো কিছুদিন আড়ালে থাকা, কখনো বাধ্য হয়ে বিরতি; কাজের ব্যস্ততা নিয়েই যেন তার জীবন ছিল ঘূর্ণিঝড়ের মতো।

পরে চলচ্চিত্রেও মনোযোগ দেন। বিয়ে ও হানিমুনে কিছুটা বিরতি নিলেও তার অভিনীত ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়ায়। তবে দেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া মেলেনি দুই ছবিরই।

এরপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় তার কাজের তালিকা। সংবাদমাধ্যমকে সম্প্রতি মেহজাবীন নিজেই জানান, আপাতত তার হাতে উল্লেখ করার মতো নতুন কোনো কাজ নেই। আর এই খবর সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন— যেই মেহজাবীন ব্যস্ততার কারণে নিজেকে আড়াল করতেন, তিনি আজ কাজবিহীন হয়ে কি তাল হারিয়ে ফেলছেন?

S

Continue Reading

বিনোদন

ঝাঁপ দেওয়ার পর খোলেনি প্যারাশুট, ভয়ঙ্কর অভিজ্ঞতা অজয়ের!

Published

on

বলিউড তারকা অজয় দেবগন স্কাই ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি নিজের চোখের সামনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেখেছেন। ওই ব্যক্তির প্যারাশুট না খোলায় তিনি বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর আর রক্ষা পাননি।

বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ছবির আরেক অভিনেতা আর মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা জানান। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ।

তখনই অজয় দেবগন তার জীবনের সেই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরপরই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। আমি দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরই স্কাই ডাইভিংয়ের জন্য আমার পালা ছিল।’

অজয় আরও জানান, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওও একবার স্কাই ডাইভিংয়ের সময় বিপদে পড়েছিলেন। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর তার প্যারাশুটও ঠিকমতো খুলছিল না। সেই সময় তার প্রশিক্ষক ঝাঁপ দিয়ে লিওনার্দোকে বাঁচিয়েছিলেন।

অজয়ের বাবা বীরু দেবগন বলিউডের অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিনেমায় অ্যাকশন দৃশ্য করা অজয়ের কাছে কখনোই কঠিন মনে হয়নি। তবে বাস্তবের স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত খারাপ।

অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘দে দে পেয়ার দে টু’ ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিটি ছাড়াও অজয় বর্তমানে ‘দৃশ্যম থ্রি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

Continue Reading