চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে কিছু ত্রুটি থাকলেও সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চাকসু নির্বাচনের পর ছাত্রদল প্যানেলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন বলেন, ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে নানা ত্রুটি ও বিচ্যুতি ছিল। ভোটের দিন অমোচনীয় কালি ব্যবহারের ব্যবস্থা ছিল না, যা প্রশাসনের নজরে রাখা উচিত ছিল। একাধিক কেন্দ্রে ভোট প্রদান ও গণনার সময় এলইডি স্ক্রিন বন্ধ ছিল। এ ছাড়া একটি নির্দিষ্ট দলের এজেন্টদের বিরুদ্ধে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচনের পরিবেশ মোটামুটি গ্রহণযোগ্য ছিল।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশিত ফল না এলেও ছাত্রদল নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করবে। আগামীতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছাত্রদল থাকবে, যেমনটি অতীতেও ছিল। আমরা যে আট দফা ইশতেহার দিয়েছি, সেগুলো বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো।
এর আগে, গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রে চাকসু, হল ও হোস্টেল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েছেন ৪৯৩ জন। এই নির্বাচনে ৬৫ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টায় চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবিরের ইব্রাহিম রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। অন্যদিকে, এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ভিপির নিকট প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। জিএসের নিকট প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট। এজিএসের নিকট প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।
এই নির্বাচনে ছাত্রশিবির ২৬টি পদের মধ্যে ২৪টিতে জয়লাভ করেছে। শিবির সমর্থিত প্যানেলের বাইরে থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে একটি পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং আরেকটি পদে জয়ী হয়েছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্যের প্রার্থী। তারা হলেন- এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্যের প্রার্থী তামান্না মাহবুব প্রীতি।
S