...
Connect with us

খেলা

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের

Digital Darpan

Published

on

 

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। আসরের পর্দা নামবে ৮ মার্চ। এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

২০ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ভারত। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে ফাইনাল কোথায় হবে তা নির্ভর করছে পাকিস্তানের ফলাফলের ওপর।

পাকিস্তান যদি ফাইনালে উঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। কারণ আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। আর পাকিস্তান যদি আগেই বিদায় নেয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেয়া হয়েছে। ক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে।

চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ২০ দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইটে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমি ফাইনালে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ১৫টি দল বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করেছে। দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

S

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা

চোটের শঙ্কা ছাপিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন মারুফা

Published

on

জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছু হয়নি। দুর্দান্ত বোলিং সত্ত্বেও তাদের হারতে হয়েছে ৪ উইকেটে। এর সঙ্গে টাইগ্রেসদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করা পেসার মারুফা আক্তার ইনজুরি। তবে শঙ্কা ছাপিয়ে আজ (শুক্রবার) তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতে যাচ্ছেন।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কিউই মেয়েদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। আইসিসির এই মেগা ইভেন্টে ইনসুইং ও লাইন-লেংথ ধরে বোলিংয়ের জন্য শুরু থেকেই নজর কাড়ছেন মারুফা। আগের ম্যাচে তাকে ৫ ওভারের পর আর না পাওয়াটা ছিল বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ফলে ফাহিমা-মেঘলারা নিয়ন্ত্রিত বোলিং করে গেলেও মারুফার শূন্যস্থান পূরণ করা যায়নি।

মূলত মাংসপেশিতে অস্বস্তি ছিল মারুফার। নিউজিল্যান্ডের ম্যাচের আগে তিনি পুরোপুরি সেরে উঠেছেন বলে বিসিবির এক মুখপাত্র ক্রিকবাজকে জানিয়েছেন। তিনি বলেন, ‘কালকের (আজ) ম্যাচের জন্য তিনি (মারুফা) প্রস্তুত। এখন তিনি বোলিং করতে পারছেন এবং কোনো ধরনের অস্বস্তি নেই। ফলে নিউজিল্যান্ড ম্যাচ মিস করতে পারেন বলে আলোচনা উঠলেও, সেটি এখন আর নেই। ইংল্যান্ড ইনিংসের শেষদিকেও তিনি বোলিংয়ে ফিরতে প্রস্তুত ছিলেন, তবে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চাননি।’

গত ম্যাচে হারলেও, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। নিউজিল্যান্ড ম্যাচের আগে তিনি বলেন, ‘আমরা যে ম্যাচ হেরেছি সেটি এখন অতীত। আমরা চাইলেও সেটি আর ফিরিয়ে আনতে পারব না। এখন আমাদের মনোযোগ আসন্ন ম্যাচের দিকে। আমরা নির্দিষ্টভাবে কোনো প্রতিপক্ষের কথা ভাবছি না। ব্যাট-বলে দলগতভাবে ভালো পারফর্ম করাই আমাদের লক্ষ্য।’

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে কিউই মেয়েদের মোকাবিলা করবে জ্যোতি-সোবহানা মোস্তারিরা। একই ভেন্যুতে তারা ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল। ব্যাট-বলে এই ম্যাচে ভালো পারফর্ম করা প্রসঙ্গে নাহিদা বলেন, ‘গত ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। বোলিং ইউনিট হিসেবে ভূমিকা খুব ভালো ছিল। একই লক্ষ্য থাকবে পরের ম্যাচেও। ব্যাটাররাও ভালো করছে, যদি আরও দুয়েকজন কিছুটা ভালো করতে পারে আমাদের স্কোর আরও বেশি লড়াইয়ের উপযোগী হতে পারত।’

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। যেখানে ৭ ওভারে ৩১ রানের বিনিময়ে মারুফা ২ উইকেট নেন। ম্যাচের শুরুতেই অসাধারণ ইনসুইংয়ে ব্রেকথ্রু এনে দিয়ে তিনি বিশ্বক্রিকেটে আলোড়ন তৈরি করেছেন। একই ফর্ম অব্যাহত রেখেছিলেন ইংলিশদের বিপক্ষেও। সেদিনও নেন ২ উইকেট। টুর্নামেন্টজুড়ে ২০ বছর বয়সী এই পেসারকে এমন ফর্মেই দেখতে চাইবে পুরো বাংলাদেশ।

S

Continue Reading

খেলা

ভারতীয় স্কোয়াডে আবারও জায়গা হারিয়ে মুখ খুললেন শামি

Published

on

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সময়ের চোট কাটিয়ে ভারত জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন। যেখানে ৫ ম্যাচে চ্যাম্পিয়ন দলটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন শামি। কিন্তু এরপর থেকেই ভারতের স্কোয়াডে তিনি ব্রাত্য হয়ে পড়েন। জায়গা হয়নি অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া দুই ফরম্যাটের সিরিজেও।

চলতি মাসে অস্ট্রেলিয়ায় দুই ফরম্যাটের সিরিজ খেলতে যাবে ভারত। আগামী ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। যেখানে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি শামির। এরপর থেকেই অনেকের ধারণা– ৩৫ বছর বয়সী এই তারকা পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ হতে যাচ্ছে!

আইসিসি ইভেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ এই উইকেটসংগ্রাহক নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে জাতীয় দলে জায়গা হারানো নিয়ে মোহাম্মদ শামি বলেন, ‘অনেক গুঞ্জন ও সামাজিক মাধ্যমে মিমস দেখতে পাচ্ছি। জাতীয় দলের স্কোয়াড নির্বাচিত করা আমার হাতে নেই। এজন্য নির্বাচক কমিটি, কোচ ও অধিনায়ক আছেন। যদি তারা মনে করেন আমি সেখানে থাকব, তাহলে আমাকে নেবে। আবার যদি মনে করে আমার আরও সময় দরকার, সেই সিদ্ধান্তও তাদের। আমাকে ডাকলে খেলার জন্য প্রস্তুত।’

ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই দুইশ’র বেশি উইকেট শিকার করা শামি নিজের ফিটনেস ভালো বলেও দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার ফিটনেস এখন বেশ ভালো। আমি আরও ভালো করার চেষ্টা করছি, কারণ মাঠের বাইরে থাকাবস্থায় নিজেকে আরও বেশি প্রেরণা ও সাহস দিতে হয়। আমি দুলীপ ট্রফিতে খেলেছি, নিজেকে অনেক কমফোর্টেবল মনে হয়েছে, আমার ছন্দ ভালো ছিল এবং ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।’

আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে না থাকায় শামি বেঙ্গল দলের হয়ে ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে খেলবেন। জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার আকাশ দ্বীপের সঙ্গে তিনি তাদের স্কোয়াডে আছেন। যেখানে অভিমন্যু ইশ্বরন অধিনায়ক এবং অভিষেক পোরেল আছেন তার সহকারী হিসেবে। আগামী ১৫ অক্টোবর ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেনে উত্তরাখণ্ডের বিপক্ষে খেলবে শামির বেঙ্গল।

৩৫ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৪ টেস্ট, ১০৮টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে তিনি টেস্টে ২২৯, ওয়ানডেতে ২০৬ এবং টি-টোয়েন্টিতে শিকার করেন ২৭ উইকেট।

 

Continue Reading

Uncategorized

আফগানিস্তানের বিপক্ষে হেরে যা বললেন মিরাজ

Published

on

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে বিশ্বকাপের আগে পর্যন্ত বাংলাদেশের জন্য প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। এমন সময় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হার কিছুটা হলেও চিন্তার। ৫ উইকেটের হারের পর অবশ্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আফসোস করেছেন বড় রান করতে না পারায়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমার মনে হয় প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। উইকেট ব্যাট করার জন্য কঠিন ছিল, টার্নও হচ্ছিল।’

তাওহিদ হৃদয়ের প্রশংসা করে মিরাজ বলেন, ‘তবে মাঝে (হৃদয়) ভালো খেলেছে। চাপের মধ্যেও ঠাণ্ডা মাথার ইনিংস খেলেছে। পরিস্থিতি সামলে পজিটিভি ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি।’

সিরিজে ফেরার প্রত্যাশা মিরাজের, ‘অবশ্যই, আমাদের হাতে এখনও সুযোগ আছে ২ ম্যাচ বাকি আছে। সুযোগ আছে আরও ভালো হওয়ার। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমি আত্মবিশ্বাসী আছি ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’

‘বোর্ডে পর্যাপ্ত রান ছিল না। এই উইকেটে ২৬০+ করতে পারলে ভালো হত। এখানেই ৪০ রান কম ছিল। আমাদের জুটি গড়তে হবে। শেষ দিকে আমরা ভালো জুটি গড়তে পারিনি।’-যোগ করেন তিনি।

S

Continue Reading
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.