Connect with us

বিনোদন

অ্যাডেলের দশ বছরের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

Digital Darpan

Published

on

ভেঙেই গেল ব্রিটিশ গায়িকা অ্যাডেলের এক দশকের পুরনো রেকর্ড! তার ২০১৫ সালের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের প্রথম সপ্তাহের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ভেঙে দিলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট; এই শিল্পীর নতুন ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে।

২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৪ লাখের বেশি কপি। গত ১০ বছরে কোনো শিল্পীই এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। তবে গত ৩ অক্টোবর প্রকাশ হওয়া টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ফিজিক্যাল কপি ও স্ট্রিমিং মিলিয়ে মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখের বেশি বিক্রি হয়ে অ্যাডেলের রেকর্ডটি ভেঙে দেয়।

যেহেতু অ্যালবামটির প্রথম সপ্তাহ পূর্ণ হতে আরও দুদিন বাকি, তাই ধারণা করা হচ্ছে বিক্রির সংখ্যা আরও বাড়বে। এর আগে ২০২৪ সালে সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল, যা থেকে বোঝা যায় তার সাম্প্রতিক অ্যালবামটি ভক্তদের মধ্যে আরও বেশি উন্মাদনা সৃষ্টি করেছে।

রেকর্ড-ভাঙা সাফল্যের পাশাপাশি ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনায় বিচলিত নন টেলর সুইফট। বলেছেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। যারা শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনা করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা

Published

on

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। গত শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পা রাখেন বাংলাদেশের রাজধানীতে। আর ঢাকায় নেমেই এই অভিনেতা যেন পুরোদস্তুর মেতে উঠেছেন শহরের আমেজে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম থেকেই বেশ হাসিখুশি দেখা গেছে এই তারকাকে।

তবে শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষান্ত হননি আহাদ। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে তার অগণিত ভক্ত-অনুরাগীর।

আহাদের শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রিকশা চালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন! ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নিতে পেরে আহাদ রাজা মীর বেশ উচ্ছ্বসিত।

শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আহাদ রাজা মীরকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একজন ভক্ত রিকশা চালাতে দেখে মজা করে লিখেছেন, ‘সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’

S

Continue Reading

বিনোদন

শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ

Published

on

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছে এই জুটি।

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে ‘প্রিন্স’।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।’

আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই শাকিব ভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন। এখন শুধু এই নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

S

Continue Reading

বিনোদন

শাকিবের নায়িকা হানিয়া আমির? মেগাস্টারের উত্তর শুনে চমকে গেলেন রাফসান!

Published

on

বর্তমানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় আলোচনার শেষ নেই। একের পর এক নতুন লুকে পর্দায় এসে দর্শকদের আগ্রহ ধরে রেখেছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

এমন উত্তাল আবহেই নতুন এক লুকে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই দুই তারকার মধ্যে সেই সময় নানা বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কিছু ক্লিপস দ্রুতই ভাইরাল হয়ে যায়।

এবার শাকিব খানকে নিয়ে ভক্তদের মাঝে একরকম শোরগোল ফেলে দিলেন রাফসান নিজেই। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে একটি কনটেন্ট তৈরি করেন তিনি। ৯ মিনিটের সেই ভিডিওতে শাকিব খান ও রাফসানকে দেখা মেলে এক ভিন্ন মেজাজে।

তাদের দুজনের কথোপকথনের সেই ভিডিওতেই উঠে আসে গুরুত্বপূর্ণ হানিয়া আমির প্রসঙ্গ। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে কথা বলছেন শাকিব খান। রাফসানকে দেখে তিনি বলেন, ‘তোমার একটি ভ্লগ দেখলাম, আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

শাকিব খানের মুখে এমন কথা শুনে রাফসান খানিকটা লাজুক হাসি দিয়ে জবাবে জিজ্ঞাসা করেন, ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’ তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।’

শাকিব খানের এই উত্তর শুনে খানিকটা চমকেই যান রাফসান। এরপরই এই ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক আলোচনা। তাহলে কি সত্যিই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে? এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী এখন দর্শক।

S

Continue Reading