Connect with us

জাতীয়

গণমাধ্যমকে ‌‘ইসির ঢোল’ বাজিয়ে দিতে বললেন সিইসি

Digital Darpan

Published

on

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুন্দর নির্বাচন করতে চাই। তবে এই ঢোলটা বাজিয়ে দেওয়ার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানান তিনি।

সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা মূল্যবান পরামর্শ এসেছে। আমি খুব একটা সময় নেব না। আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের(গণমাধ্যম) আমি পাব। সকালে বলেছিলাম আমাদের নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না। আমাদের পক্ষ হয়ে আপনারা(গণমাধ্যম) একটু বাজিয়ে দেন। একটু সুন্দর ঢোল বাজাবেন, আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এই ঢোলটা একটু আপনারা বাজাবেন আমাদের পক্ষ হইয়া।

‘কারণ, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। চেষ্টারও ইনশাল্লাহা কোনো ত্রুটি থাকবে না। লিমিটেশনের মধ্যে একটা সুন্দর নির্বাচন করতে সার্বিক চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে নিয়ে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে আপনাদের সহযোগিতা চাই।’

আসন্ন ভোটে এআই অপব্যবহারের শঙ্কা জানিয়ে সিইসি বলেন, আপনারা অনেক মূল্যমান পরামর্শ দিয়েছেন। কানাডার হাইকমিশনার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনার সঙ্গে আমরা সাহায্য চেয়েছিলাম এআই নিয়ে। আমি বলেছিলাম তোমরা(কানাডিয়ান হাইকমিশনার) তো ইলেকশন করলা, আমাদেরকে একটু সাহায্য কর। কীভাবে এআই-এর অপব্যবহার রোধ করা যায়? কানাডার হাইকমিশনও বলে তার দেশেও এআই বড় সমস্যা। তারাও অনেক কিছু করেছে কিন্তু এআই কন্ট্রোল করতে পারে নাই। তারা চেষ্টা করে কিছুটা কমিয়েছে কিন্তু রোধ করতে পারেনি। আমাদেরও এআই নিয়ে অনেক সমস্যায় ভুগতে হবে। উনিও আমাদের ভরসা দিতে পারেন নাই।

S

জাতীয়

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

Published

on

জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা শুধু নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে সম্ভব নয়। এর জন্য গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই একটি ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই। ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভোটার তালিকা হালনাগাদ করার সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে। বিশেষ করে, নারী ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে, যার ফলস্বরূপ বিপুল সংখ্যক নারী নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে জানিয়ে সিইসি বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে রেজিস্ট্রেশন করার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এটি একটি শংকর পদ্ধতি, যা ডিজিটাল ও পোস্টাল ব্যালটের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

সিইসি গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যত চেষ্টাই আমরা করি না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ। গণমাধ্যম জনমত গঠন এবং সবার জন্য সমান সুযোগ তৈরিতে সহায়ক।

তিনি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চান এবং এজন্য ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন, যাতে তারা ভোটকেন্দ্রে এসে ভোট দেন।

ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় এই সংলাপে চার নির্বাচন কমিশনার এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

S

Continue Reading

জাতীয়

মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রশংসনীয়

Published

on

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (ফিদ’হ) সভাপতি এলিস মগওয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা প্রশংসনীয়।

সোমবার (৬ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এলিস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বৈশ্বিক মানবাধিকার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এলিসকে তার সফরের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বহু আন্তর্জাতিক মানবাধিকার নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি সবাইকে আহ্বান জানিয়েছি এ গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে আসতে। কারণ প্রতিটি সফর আমাদের উপেক্ষিত বিষয়গুলো সামনে আনে এবং মনোযোগী হতে বাধ্য করে।’

প্রধান উপদেষ্টা তার প্রয়াত বন্ধু, দক্ষিণ আফ্রিকার অধিকারকর্মী আর্চবিশপ ডেসমন্ড টুটুর স্মৃতিচারণ করেন এবং ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রতি তাদের যৌথ অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বৈঠকে গাজায় চলমান মানবিক-সংকট বিশেষভাবে আলোচিত হয়। এলিস জানান, ফিদ’হ গাজাবাসীর প্রতি সহায়তা অব্যাহত রেখেছে এবং তিনি অধ্যাপক ইউনূসের অবিচল মানবিক অবস্থানের প্রশংসা করেন।

ফিদ’হ সভাপতি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা প্রশংসনীয়।

১৫ বছরের স্বৈরশাসনের সময় বাংলাদেশে গুম, নির্যাতন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ফিদ’হ সভাপতি। তবে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষায় আশাবাদ ব্যক্ত করেন।

এলিস বলেন, ‘বাংলাদেশের তরুণরা পরিবর্তনের জন্য অসাধারণ উদ্দীপনা দেখাচ্ছে। আমি প্রতিদিন সকালে প্রার্থনায় বাংলাদেশকে স্মরণ করি।

বৈঠকে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা উপস্থিত ছিলেন।

S

Continue Reading

জাতীয়

প্রবারণা পূর্ণিমা আজ

Published

on

আজ সোমবার (৬ অক্টোবর) বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা।

এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস। এই দিনে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চীবর দান উৎসব।

‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষ্যে গত শনিবার বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করবে। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা, বেলা ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান, বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব পালিত হবে।

S

Continue Reading