বগুড়া
বগুড়ার শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
Published
1 month agoon
বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
‘শিক্ষক দিবস ২০২৫ উপজেলা উদযাপন কমিটি’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, প্রভাষক ফাযায়েল হোসেন, সহকারী শিক্ষক রহিমা খাতুন রোজি, হারুনর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল দর্পণ/ইমি
You may like
বগুড়া
বগুড়া-৫ আসনের এমপি পদপ্রার্থী দবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত
Published
3 hours agoon
নভেম্বর ১১, ২০২৫
জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শেরপুর ডিজে হাইস্কুলের সামনে নির্বাচনী প্রচারণার কাজে বের হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
দুর্ঘটনার পর দবিবুর রহমান তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ইমি
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বরণ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মীর স্নিগ্ধকে স্বাগত জানাতে রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় শিবগঞ্জের মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র–জনতা সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
সমাবেশস্থলে পৌঁছালে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে হাজারো তরুণ-যুবক স্নিগ্ধকে বরণ করে নেন। পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর ও বিএনপি সমর্থিত জনতার উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম।
সমাবেশে মীর স্নিগ্ধ বলেন, পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। খুন ও দমন পীড়নের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে। আমার ভাইসহ হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি।
তিনি অভিযোগ করে বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটবেলা থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি। সেই আদর্শেই আজ বিএনপিতে যোগ দিয়েছি।
মীর স্নিগ্ধ বলেন, ভাইয়ের মৃত্যুর পর সরকার পক্ষ থেকে ব্ল্যাংক চেকের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছি। আমরা কোনোদিন অন্যায়ের সাথে আপস করিনি, করবও না। দেশে খুন ও দমননীতির দায়ে দায়ীদের বিচার একদিন হবেই।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জুলাইযোদ্ধাসহ সারা দেশের তরুণ-যুবকদের ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধের বিএনপিতে যোগদান সেই শক্তিকে আরও দৃঢ় করেছে।
S
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত প্রার্থীরা ভোটের মাঠে কোমর বেঁধে মাঠে নেমেছেন । বগুড়া-৭ (গাবতলী শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে শনিবার সকালে শহরের উল্কা মাঠ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী ,দুর্গাহাটা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাগইল গিয়ে শেষ হয়।
হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দু’পাশে হাট বাজারের পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ও দাাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দেন। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা শোভিত মোটর সাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ।
শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, মাওলানা আব্দুস সালাম, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক, এনামুল হক রানা প্রমুখ।
বিকেলে কাগইল ইউনিয়নের কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভার মধ্যে দিয়ে শেষ হয় মোটর সাইকেল শোভাযাত্রা। পথসভায় গোলাম রব্বানী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ কোনো মানুষের নয়, বাংলাদেশ মহান আল্লাহর। আর এ দেশ চলবে আল্লাহর আইনে। আপনারা আগামী নির্বাচনে জাতীয় সংসদে সৎ মানুষ পাঠাবেন যারা কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত করবেন। যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। জুলুম-নির্যাতনে অতিষ্ঠ অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা ঘুরে দাঁড়িয়েছে। তারা ইসলামপন্থীদের বিজয়ী করতে শুরু করেছে, আগামীতে বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় । তারা দাড়িপাল্লার পক্ষে শ্লোগান দেন। বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও বগুড়া-৭ আসনের নির্বচনী পরিচালক অধ্যাপক মাওলানা আবদুল হাকিম সরকার বলেন, কলাকোপা থেকে নিজ গ্রাম পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার জুড়ে আজকের শোডাউন প্রমাণ করেছে দেশের মানুষ উন্নয়ন সন্ত্রাস দুর্নীতি মুক্ত সমাজ চায়। বগুড়া-৭ আসনের আপামর জনগণ গোলাম রব্বানীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাবতলী শাজাহানপুরের উন্নয়ন করতে চায়। নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ ।
ক্যাপশন: শনিবার বগুড়ার গাবতলীতে দিনব্যাপী দাাঁড়িপাল্লার পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা করেন বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।
কাল বিভাগীয় শহরে, বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ শিবিরের
পরিবেশ উপদেষ্টার সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক
