আন্তর্জাতিক
দুঃস্বপ্ন শেষ হওয়ার প্রহর গুনছেন গাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
Published
1 month agoon
দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ চলায় গৃহহীন হয়ে উদ্বাস্তু জীবনযাপন করছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষ। এই যুদ্ধ বন্ধ হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাস।
মধ্যগাজার নুসেইরাত থেকে আলজাজিরার সাংবাদিক হিন্দ খোদারে শনিবার (৪ অক্টোবর) জানিয়েছেন, ফিলিস্তিনিরা এ দুঃস্বপ্ন শেষ হওয়ার প্রহর গুণছেন। তারা আশা দেখছেন নিজ বাড়িতে ফিরে যাবেন। সেই আগের জীবনে ফিরে যাবেন যেখানে ইসরায়েলি ড্রোন, বিমান হামলার ভয় থাকবে না।
তিনি বলেছেন, গাজার মানুষ জানেন তাদের ঘরবাড়ি ইসরায়েলিরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তারা ফিরে গিয়ে বাড়িঘর অক্ষত পাবেন এমন সম্ভাবনা নেই-ই। কারণ দখলদার ইসরায়েলের সেনারা বিস্ফোরক বোঝাই রোবট ও বিমান হামলা চালিয়ে এলাকার পর এলাকা ধ্বংস করে দিয়েছে।
তা সত্ত্বেও তারা সেই ভাঙা বাড়ির ধ্বংসস্তূপেই যেতে চান। নিজ বাড়িতে আছেন এমন অনুভূতি চান।
ইসরায়েলের সঙ্গে হামাসের যখন প্রথম দফার যুদ্ধবিরতি হয়েছিল তখন দেখা গেছে নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের ওপর তাঁবু গেড়ে থেকেছিলেন তারা।
উদ্বাস্তু হয়ে থেকে সাধারণ মানুষ উদগ্রীব হয়ে গেছেন। তারা নিজ বাড়িতে ফেরার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।
এরমধ্যে পানি ও খাবারের অভাবে সেখানকার মানবিক পরিস্থিতিও খারাপ হচ্ছে। অনেকে সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার অপেক্ষা করছেন। কিন্তু হাসপাতালগুলো রোগীতে ঠাসা। এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে হাসপাতাল সেবা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে আছে।
আলজাজিরার এ সাংবাদিক বলেছেন, ফিলিস্তিনিরা ভালো খবর শোনার অপেক্ষায় আছেন। তারা অপেক্ষায় আছেন যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবে প্রয়োগ হবে।
সূত্র: আলজাজিরা
S
You may like
-
ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করেছে জার্মানি
-
নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতে বললেন ট্রাম্প
-
নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে লড়াই করবেন স্টারমার
-
‘বোরকা না পরলে নারীদের চিকিৎসা নয়’— আফগানিস্তানে ফের বিতর্কিত নির্দেশ
-
আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের
-
নয়াদিল্লিতে বিস্ফোরণ: পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক
আর্জেন্টিনাসহ চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছেন ট্রাম্প
Published
3 hours agoon
নভেম্বর ১৪, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দক্ষিণ ও মধ্য আমেরিকার চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই দেশগুলো হলো আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদর।
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, এই চারটি দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের। সেই চুক্তির পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে পণ্যের সরবরহা আসত এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এসব মহাদেশভুক্ত প্রায় সব দেশের ওপর উচ্চ রপ্তানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এলসালভাদরের সঙ্গে সম্প্রতি যে চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের, সেটির শর্ত অনুসারে এই চার দেশের খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে খাদ্য-পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন মার্কিন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, “ট্রাম্প প্রশাসন মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ। সামনের দিনগুলোতে এমন আরও কিছু চুক্তি করা হবে।”
মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে, দক্ষিণ আমেরিকার অপর দেশ ব্রাজিল থেকে পণ্য আমদানি সংক্রান্ত একটি চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।
ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক ও রপ্তানিকারী দেশ। গত এপ্রিলে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে এই শুল্ক হ্রাস পাবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সূত্র : এএফপি
S
আন্তর্জাতিক
বিদেশি মেধা আকৃষ্ট করতে নতুন ভিসা চালু করল ওমান
Published
5 hours agoon
নভেম্বর ১৪, ২০২৫
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের জন্য ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান। নতুন এই ভিসা প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশটির শিল্প ও সংস্কৃতি খাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করা।
ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যাক্তিরা বিনিময়, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সাহিত্য ও শিল্পকলা বিষয়ক সম্মেলন, উৎসবে অংশগ্রহণ এবং সাহিত্য-শিল্পকলা সংক্রান্ত যে কোনো কাজে অস্থায়ী ভিসা প্রদান করা হবে। সময়সীমার হিসেবে এই ভিসার তিনটি ক্যাটাগরি রয়েছে— স্বল্পমেয়াদি (এক বছর), মধ্যমমেয়াদী (পাঁচ বছর) এবং দীর্ঘমেয়াদী (১০ বছর)। মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিসাধারীয়দের প্রতিবছর ভিসা ফি হিসেবে ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা) পরিশোধ করতে হবে।
কালচারাল ভিসার আরও একটি সুবিধা হলো, এই ভিসাধারীরা ওমান ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ (বাবা-মা ও সহোদর ভাইবোন)-দের সঙ্গে নিতে পারবেন।
তবে কোনো বিদেশি নাগরিক যদি এই ভিসা পান, সেক্ষেত্রে ভিসা ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে তাকে এই ভিসা সক্রিয় করতে হবে; অর্থাৎ ওমানে যেতে হবে। তাছাড়া এই ভিসার অপব্যবহার করা হলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ।
সূত্র : গালফ নিউজ
S
আন্তর্জাতিক
পূর্ব-পশ্চিম দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান
Published
1 day agoon
নভেম্বর ১৩, ২০২৫
ভারত ও আফগানিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ইসলামাবাদ সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে দেশটির একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন তিনি।
খাজা আসিফ বলেছেন, ‘‘আমরা প্রস্তুত; আমরা পূর্ব (ভারত) ও পশ্চিম (আফগানিস্তান) উভয় সীমরেখা মোকাবিলার জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং তিনি দ্বিতীয় রাউন্ডেও আমাদের সাহায্য করবেন।’’
তিনি বলেন, যদি তারা চূড়ান্ত লড়াই চায়, তাহলে আমাদের কাছে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না। ইসলামাবাদে বিস্ফোরণে ১২ জনের প্রাণহানির ঘটনার পর এই মন্তব্য করেছেন খাজা আসিফ।
এই বিস্ফোরণের সঙ্গে ভারত সমর্থিত কিছু গোষ্ঠী জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যদিও পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে
এর আগে, দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামাবাদে হামলার পর কাবুলকে ‘যুদ্ধ’ নিয়ে সতর্ক করে দিয়েছিলেন খাজা আসিফ। আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠীকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী করেন তিনি। হামলাকারী জঙ্গিদের আফগানিস্তান আশ্রয় দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, আফগানিস্তানে হামলা চালাতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ।
তিনি অভিযোগ করেন, কাবুলে ঐক্যবদ্ধ কোনও সরকার নেই এবং তালেবান শাসকগোষ্ঠী বিভিন্ন গ্রুপ ও অংশে বিভক্ত; যার আলাদা স্বার্থ ও এজেন্ডা রয়েছে।
‘‘তাদের মধ্যে কিছু অংশের যোগাযোগ রয়েছে ভারতের সঙ্গে এবং কিছু অংশের রশি অন্য কোথাও থেকে টানা হচ্ছে। তাই আমি মনে করি, এই দুটি হামলা আফগানিস্তান থেকে চালানো হতে পারে। প্রকৃতপক্ষে এটি ভারতের আগ্রাসন; যা আফগানিস্তানের পথ ধরে আমাদের দেশে পরিচালিত হচ্ছে।’’
তিনি ভারত ও আফগানিস্তানকে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান একই ধাঁচের পাল্টা আঘাত হানবে।
‘‘পাকিস্তান কখনোই কোনও সামরিক আগ্রাসন হাতে নেয় না। তবে আমরা কোনও আগ্রাসনকে মোকাবিলা না করে ছাড়বো না। আমরা শক্তিশালীভাবে জবাব দেব।’’
সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি।
S
সারাদেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের
