বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশালপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মজিবর রহমানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান। ৩০ (সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিশালপুর ইউনিয়নের ৯ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি ডা: আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল জলিল, ওয়ার্ড বিএনপি নেতা জহুরুল ইসলাম, রেজাউল করিম, দুলাল হোসেন প্রমুখ।
বিএনপি নেতা আব্দুল মজিদ বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এ পূজা মন্ডপ গুলো পরিদর্শন করছি। হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে সঠিক ও সুন্দর ভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান গুলো পালন করতে পারে আমরা সর্বদা তাদের পাশে আছি। বিগত সময়ে আমরা রাত জেগে তাদের মন্দির গুলো পাহারা দিয়েছি। ধর্ম যার যার, উৎসব তার তার। সুরক্ষা পাবার অধিকার সবার। বিএনপি নেতা মজিবর রহমান বলেন,ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দুরা আমাদের ভাই তারা এই দেশের মানুষ। তারা নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করবে, আমরা পাশে আছি। আমি বিগত সময়ে বিশালপুর ইউনিয়ন থেকে ধানের শীষ নিয়ে ভোট করেছিলাম আপনারা আমাকে বিপুল পরিমান ভোট দিয়েছেন। আগামীতেও আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আপনারা আমাকে ভোট দিবেন। আমি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
ডিজিটাল দর্পণ/ইমি