Connect with us

খেলা

ভারত-পাকিস্তানের মহারণে কে জিতবে, ক্রিকেট নাকি বিতর্ক

Digital Darpan

Published

on

এশিয়া কাপের যাত্রাটা ৪১ বছরের হলেও, প্রথমবার ফাইনালে দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মহারণী এই লড়াই নিয়ে যতটা রোমাঞ্চ জাগার কথা, ততটা শঙ্কাও রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন– দুই দলের ক্রিকেটীয় লড়াই জয়ী হবে, নাকি আগের দুই ম্যাচের মতো বিতর্কই জায়গা করে নেবে আলোচনার কেন্দ্র। ফলে ফাইনালের উত্তাপে যেমন আঁচ লাগছে, তেমনি খেলার বাইরের বিষয়ও ভাবনায় রয়েছে।

শক্তিমত্তায় কে এগিয়ে এই আলোচনা সম্ভবত এখন বলা বাহুল্য। চলতি বছরের এখন পর্যন্ত দুবাইয়ে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই হার্দিক পান্ডিয়া–শুভমান গিলরা শেষ হাসি হেসেছে। এই বছর উভয় দলের প্রথম দেখা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ানডে ফরম্যাটের ওই প্রতিযোগিতায় গ্রুপপর্বে পাকিস্তানের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়ায় ভারত ৬ উইকেটে জিতেছিল। এরপর তার শিরোপা উৎসবও করে। এরপর এলো টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।

এশিয়া কাপের চলমান সপ্তদশ আসরে গ্রুপপর্ব এবং সুপার ফোরে একবার করে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। যেখানে সূর্যকুমার যাদবের দল যথাক্রমে ৭ এবং ৬ উইকেটে জিতেছে। কেবল পাকিস্তানই নয়, এই এশিয়া কাপে এখনও কোনো দলই ভারতকে হারাতে পারেনি। বিপরীতে পাকিস্তান ৬ ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে, দু’বারই প্রতিপক্ষ ছিল ভারত। তা সত্ত্বেও ফাইনালে একই ঘটনা ঘটবে কিংবা ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান চমক দেখাবে না সেই নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না।

ফাইনালে ভারতকে হারাতেই বরং আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, ‘পাকিস্তান-ভারতের ম্যাচ মানেই চাপ। যদি বলি কোনো চাপ নেই, সেটা ভুল হবে। দুই দলই সমান চাপের মধ্যে থাকবে। আমরা তাদের চেয়ে বেশি ভুল করেছি বলেই জিততে পারিনি। যদি আমরা কম ভুল করি, তাহলে ম্যাচ আমাদের হবে। যারা কম ভুল করবে, জয় তাদের পক্ষেই যাবে, আর আমরা ভুল কম করার চেষ্টা করব। ইনশাআল্লাহ, কাল আমাদের জয় দেখবেন। আমাদের চেষ্টা থাকবে সেরা ক্রিকেট খেলতে।’

অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে সুপার ফোরের লড়াই শেষেই কথিত ‘রাইভালরি’ আর অবশিষ্ট নেই বলে দম্ভ প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। তিনি বলেন, ‘আমার মনে হয় আপনাদের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এবার প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭ অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তাহলে এখন আর এটা কোনো লড়াই নয়।’

এসব কথা চালাচালি ২২ গজে দুই দলের পারফরম্যান্সকে ভিত্তি করে স্বাভাবিকই মনে হবে। তবে এর বাইরে বিতর্ক চলছে শুরু থেকেই। ভারতীয় ক্রিকেটাররা ‘নো হ্যান্ডশেক’ ধারা অনুসরণ করছেন পাকিস্তান ম্যাচে। যাতে আম্পায়ারও ভূমিকা রেখেছেন অভিযোগ করে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের হুমকি দেয়। যা নিয়ে জলঘোলা পরিস্থিতির পর মাঠের খেলায় ফেরে সালমান আগার দল। তবে ‘নো হ্যান্ডশেক’ এখনও বলবৎ রয়েছে। আবার ফাইনাল ম্যাচের আগে নির্ধারিত ফটোশ্যুটও বয়কট করেছে ভারত। এর আগে পাকিস্তান দুই ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছিল।

এ ছাড়া সূর্যকুমার যেমন রাজনৈতিক ভাষায় বক্তব্য দিয়েছেন, একইভাবে তেমনই ইঙ্গিতপূর্ণ উদযাপন করেছেন হারিস রউফ-ফারহানরা। তবে ক্রিকেটভক্তদের চাওয়া বিতর্ক যেন প্রধান না হয়ে ওঠে। জয় যেন হয় দুই দলের পারফরম্যান্স ও মাঠের লড়াইকে ভিত্তি করে। যেখানে শাহিন আফ্রিদি বনাম অভিষেক শর্মা, জাসপ্রিত বুমরাহ বনাম ফখর জামান, শাহিবজাদা ফারহান বনাম কুলদীপ যাদবের দ্বৈরথ প্রাধান্য পেলে জয় হতে পারে ক্রিকেটের!

S

খেলা

বাংলাদেশের জন্য দোয়া চাইলেন সাকিব

Published

on

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারত সিরিজে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। তারও আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি।

আজ সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। নিজের ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’

এদিকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি।

তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়্যাল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি সাকিব। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি। তাতে হেরেছে তার দলও।

এখনো পর্যন্ত ৪ ম্যাচে খেলে সবকটিতে হেরেছে সাকিবের দল। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে তারা।

S

Continue Reading

খেলা

দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী

Published

on

লিওনেল মেসির সাবেক বিশ্বকাপজয়ী সতীর্থ আলজান্দ্রো গোমেজ দুই বছরের ডোপিং নিষেধাজ্ঞা শেষ করে অবশেষে আবারও ফুটবলে ফিরেছেন। ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব কালচিও পাদোভার হয়ে তিনি শনিবার ফের মাঠে নামেন।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন গোমেজ। ২০২৩ সালের অক্টোবরে নিষিদ্ধ পদার্থ গ্রহণের দায়ে তাকে নিষিদ্ধ করা হয়। তার শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছিল। পরে অবশ্য তিনি দাবি করেছিলেন, সন্তানকে দেওয়া কাশি সিরাপ ভুলবশত খাওয়ায় এমন হয়েছিল। ঘটনা সামনে আসার পর সেভিয়া তার চুক্তি বাতিল করে দেয়। নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত অক্টোবরের ১৮ তারিখ।

নিষেধাজ্ঞা শেষে পাদোভার হয়ে ভেনেজিয়ার বিপক্ষে সিরি ‘বি’ ম্যাচে ৫৮ মিনিটে বদলি হিসেবে নামেন গোমেজ। দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পেলেও ২–০ গোলে দলের হার এড়াতে পারেননি।

ম্যাচ শেষে তিনি জানান, “আমি ঘুরতে আসিনি। পাদোভাকে যতটা সম্ভব ওপরে তোলাই আমার লক্ষ্য।” গোমেজ মনে করেন, তাকে অযথাই কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। তিনি বলেন, “কেউ কোকেন নেয় বা গাঁজা খায়—তখন ছয় মাস শাস্তি পায়। আমি ছেলের কাশি সিরাপ খেয়ে দুই বছরের নিষেধাজ্ঞা পেলাম! প্রথমে ফুটবল দেখা বন্ধই করে দিয়েছিলাম। নিজেকে আলাদা করে একজন মনোবিজ্ঞানীর সহায়তায় পরিস্থিতি সামলাতে হয়েছে।”

বিশ্বকাপ জয়ের ঠিক পরই নিষেধাজ্ঞা পাওয়াটা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, “ক্যারিয়ারের সেরা সময়, বিশ্বকাপ জয়ের পরেই এমন হলো। মনে হচ্ছিল, আমি তো অবসর নিতে চাই না, তাহলে কয়েকজন স্যুট–টাই পরা লোক কেন ঠিক করবে আমি কবে অবসর নেব?”

এদিকে, গত বিশ্বকাপ চলাকালে অন্য কারণে শিরোনাম হয়েছিলেন গোমেজ। এক আর্জেন্টাইন প্রতিবেদকের দাবি, বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে উদ্‌যাপনের সময় গোমেজ নাকি মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে ‘অনুপযুক্ত’ মন্তব্য করেছিলেন। এতে মেসি নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। প্রতিবেদকের কথায়, “সবাই গান গাইছিল, আর গোমেজ নাকি বলেছিল—‘আন্তোনেলাকে দিয়ে দাও!’

S

Continue Reading

খেলা

মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস

Published

on

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দেয় দলটি। এবার আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে এক মৌসুমে দ্বিতীয়বারের মতো দলে ভেড়ানো হলো টাইগার পেসারকে।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। তধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।

এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস। বদলি হিসেবে মুস্তাফিজকে নেওয়ার কথা নিশ্চিত করেছে দুবাই। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে দুবাই।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন। এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসর। ফাইনাল হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যু আবুধাবি, দুবাই এবং শারজাহতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

S

Continue Reading