Connect with us

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের সাক্ষাৎ

Digital Darpan

Published

on

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিডালগো সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে মেয়র এসে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে ভিত্তিপ্রস্তরস্বরূপ, যা দেশের গণতন্ত্রকে নতুন যুগে প্রবেশ করাবে।’

অলিম্পিক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বকে শ্রদ্ধা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।’

উভয় নেতা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মেয়র হিডালগো বিশ্বজুড়ে শরণার্থী শিবিরগুলোতে উন্নত জীবনযাত্রার অবস্থার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গা জনগণ একদিন নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকটের ওপর একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার লক্ষ্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর শরণার্থী পরিস্থিতির ওপর বিশ্বব্যাপী মনোযোগ পুনরুজ্জীবিত করা।

তিনি মেয়র হিডালগোকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

S

জাতীয়

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

Published

on

মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তারা উপজেলা পর্যায়ে কর্মরত।

শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

S

Continue Reading

জাতীয়

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ইসলামী আন্দোলনের

Published

on

প্রাথমিকের শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, শিক্ষকদের ওপর পুলিশি হামলা কোনোভাবেই সমর্থন করা যায় না। আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, আজ বিকেলে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপরে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানিও ছোড়ার যে ঘটনা ঘটেছে তা সমর্থন করা যায় না।

শিক্ষকদের ওপর হামলা সমর্থন না করার কারণ ব্যাখ্যা করা বাহুল্য। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমাদের দেশের শিক্ষকরা প্রায়ই হামলার শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানের পরে এই পরিস্থিতি বদলানোর প্রত্যাশা ছিলো; কিন্তু আমাদের আবারো হতাশ হতে হলো।

মাওলানা ইউনুস আহমদ বলেন, বেতন ১০ম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া যে দাবি শিক্ষকরা করেছেন তা অযৌক্তিক না। দেশের নানাখাতে হাজার কোটি টাকা ব্যবী করতে হবে না বরংয় হলেও আমাদের শিক্ষাখাতকে অবহেলিত করেই রাখা হয়েছে। সেজন্য শিক্ষকদের মাঝেমধ্যেই রাজপথে অবস্থান নিতে হয়। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে শিক্ষকদের স্বার্থ রাষ্ট্র স্বতঃপ্রণোদিত হয়ে রক্ষা করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নাগরিকদের যেকোনো দাবিকে সহনশীলতার সঙ্গে সমাধান করুন। দাবি আদায়ে রাজপথ না বরং আলোচনার টেবিলকে কার্যকর করে তুলুন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। তাদের সঙ্গে কোনো ধরনের পুলিশি হয়রানিমূলক আচরণ করা যাবে না।

 

Continue Reading

জাতীয়

অক্টোবরে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ বাংলাদেশি‌

Published

on

এক মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ জন বাংলাদেশি। তিন দফায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলতি বছরের অক্টোবর তিন দফায় ৯২৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে ৩০৯ জন, এবং ৩০ অক্টোবর তৃতীয় ফ্লাইটে ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়া সরকারের সহযোগিতায় দেশে ফেরত আনা হয়

বর্তমানে লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে অনেক বাংলাদেশি আটক রয়েছেন। এসব বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের জন্য দূতাবাস কাজ করছে।

 

Continue Reading