Connect with us

বগুড়া

শেরপুরে স্কুল অব জার্নালিজমের সনদ বিতরণ

Digital Darpan

Published

on

বগুড়ার শেরপুরে স্কুল অব জার্নালিজম আয়োজিত তিন মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার শাহ তুরকান আইডিয়াল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক বসুন্ধরার শেরপুর উপজেলা প্রতিনিধি ইফতেখার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এফ. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ তুরকান আইডিয়াল একাডেমির অধ্যক্ষ আব্দুল মান্নান, সাংবাদিক আকরাম হোসেন, আব্দুল মান্নান, জাহিদ হাসান প্রমুখ।

ডিজিটাল দপর্ণ/ ইমি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বগুড়া

বগুড়ার শেরপুরে অটোচালক বক্কর হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

Published

on

বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোচালক আবু বক্করকে হত্যা করে অটো ছিনতাইয়ের মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি নুরে আলম জুয়েল (৩৬) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

আজ ২রা অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর দিবাগত রাত ৮টায় ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় আরও এক আসামি উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে সুমন সরকার (৩৭) কে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার আবু বক্কর জীবিকার সন্ধানে নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। ২রা অক্টোবর অটো রিক্সাটি উদ্ধার হলেও অটো ব্যাটারি ছিলনা। চালককেও পাওয়া যায়নি। নিখোঁজের ৮ দিনপর গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বাগড়া তাল পুকুরে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে। পরে, অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় জুয়েল ও সুমনকে আটক করা হয়েছে।

শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

S

Continue Reading

বগুড়া

বিএনপি নেতা মজিবরের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

Published

on

বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশালপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মজিবর রহমানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান। ৩০ (সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিশালপুর ইউনিয়নের ৯ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিশালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি ডা: আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল জলিল, ওয়ার্ড বিএনপি নেতা জহুরুল ইসলাম, রেজাউল করিম, দুলাল হোসেন প্রমুখ।

বিএনপি নেতা আব্দুল মজিদ বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এ পূজা মন্ডপ গুলো পরিদর্শন করছি। হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে সঠিক ও সুন্দর ভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান গুলো পালন করতে পারে আমরা সর্বদা তাদের পাশে আছি। বিগত সময়ে আমরা রাত জেগে তাদের মন্দির গুলো পাহারা দিয়েছি। ধর্ম যার যার, উৎসব তার তার। সুরক্ষা পাবার অধিকার সবার। বিএনপি নেতা মজিবর রহমান বলেন,ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দুরা আমাদের ভাই তারা এই দেশের মানুষ। তারা নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করবে, আমরা পাশে আছি। আমি বিগত সময়ে বিশালপুর ইউনিয়ন থেকে ধানের শীষ নিয়ে ভোট করেছিলাম আপনারা আমাকে বিপুল পরিমান ভোট দিয়েছেন। আগামীতেও আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আপনারা আমাকে ভোট দিবেন। আমি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

ডিজিটাল দর্পণ/ইমি

 

Continue Reading

বগুড়া

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে এই দেশটা সবার: মোশারফ হোসেন

Published

on

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, এই দেশ কারো একার না। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে এই দেশটা সবার।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (১ অক্টোবর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের খুরাষষ্টি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।

মোশারফ হোসেন বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের সহযোগিতা করছে। ঠিক তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা অব্যাহত রেখেছে। বিএনপি আপনাদের সঙ্গে ছিল এবং আছে আপনাদের পাশে।

এর আগে, মঙ্গলবার এবং সোমবার নন্দীগ্রাম উপজেলার ৩৩টি মন্দির পরিদর্শন করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।

S

Continue Reading