Connect with us

খেলা

আইপিএলের নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

Digital Darpan

Published

on

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর, দিল্লিতে। যেখানে নাম রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান।

টাইগ্রেসর তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি বা ৪১ লাখ ৩৩ হাজার টাকা। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর। এর আগে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা ইনসুইংয়ে করা বোল্ড আউটের ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসায় ভাসান ডানহাতি এই পেসারকে। যদিও সেই ফর্ম শেষদিকে ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। পুরো টুর্নামেন্টে মূলত বাংলাদেশের বোলিং বিভাগে দাপট ছিল স্পিনারদের। যেখানে স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন। এর মধ্যে একটি ম্যাচে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করে চমক সৃষ্টি করেন তিনি। যা ছিল এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড। এ ছাড়া নারী আইপিএলের নিলামে থাকা রাবেয়া বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেন।

নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে সবমিলিয়ে ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৮৩ জন। যদিও সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাবেন। বিদেশিদের জন্য স্লট রাখা হয়েছে মাত্র ২৩টি। অর্থাৎ, আইপিএল খেলতে হলে সেই ২৩ জনের মধ্যে থাকতে হবে মারুফা-স্বর্ণা-রাবেয়াদের। নিলামে ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন।

নিলামে ভারতীয় নারী ক্রিকেটার আছেন ১৯৪ জন, এর মধ্যে মাত্র ৫২ জনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে। যেখানে ভারতের দীপ্তি শর্মার সঙ্গে আছেন রেনুকা সিং। এ ছাড়া বাকিরা হচ্ছেন– সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের ৩০ লাখ রুপি। বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।

S

খেলা

সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু সাইবার ক্রাইমের

Published

on

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এ কারণে রশিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় সাইবার ক্রাইম সংস্থা।

জাতীয় সাইবার ক্রাইম সংস্থার মুখপাত্র নাজিবুল্লাহ হাসান বলেছেন, ‘ইসলামাবাদ এবং লাহোরে দুটি আলাদা তদন্তের বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করেছেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ।’ বোর্ডের বর্ষীয়ান আইনজীবী সৈয়দ আলি নাকভির অভিযোগের প্রেক্ষিতেই লতিফের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বোর্ডের ঘন ঘন অধিনায়ক পরিবর্তনের সমালোচনাও করেছিলেন লতিফ। তিনি লিখেছিলেন, ‘শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল, যেখানে ধর্ম, জাতি, ক্রিকেট দল এবং শ্রেণিগত বৈষম্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করে তাদের ওপর শক্তি দেখানো এবং শাসন করা সম্ভব হয়।’

তিনি আরও জানিয়েছিলেন, পাকিস্তান একমাত্র দেশ, যারা একজন মাঝারি মানের অধিনায়কও নির্বাচন করতে পারে না। আগেও পাকিস্তানের ক্রিকেট নিয়ে বারবার মুখ খুলেছিলেন তিনি। এশিয়া কাপের সময় বলেছিলেন, ‘পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক অশান্তি রয়েছে। এখন সেটা মাঠেও দেখা যাচ্ছে।’

দুই দেশের ক্রিকেটীয় পার্থক্যের কথাও তুলে ধরেছিলেন তিনি, ‘টি-টোয়েন্টিতে যে কোনও কিছুই হতে পারে। তবে খতিয়ে দেখলে বোঝা যাবে, ভারত অনেক শক্তিশালী দল। আইপিএল এবং পিএসএলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’

S

Continue Reading

খেলা

সবচেয়ে বেশি সেক্রিফাইস কে করেছে, জানালেন মুশফিক

Published

on

আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই দশক কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। সেই শুরুর দিন থেকে পরিশ্রম, চেষ্টা-মননে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার এমন পরিশ্রমের ফল হিসেবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দারুণ কীর্তি গড়েছেন। পরে শততম টেস্টে সেঞ্চুরি করে প্রবেশ করেছেন এলিট ক্লাবেও।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ দল। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানিয়েছেন, তার ক্যারিয়ারের পেছনে বড় ত্যাগ স্বীকার করেছেন তার স্ত্রী। অন্যদের তুলনায় বেশি অনুশীলন, বাইরে থাকা। পরে জানান ঘরে ‘শান্তি’ না থাকলে এটা সম্ভব হতো না।

মুশফিক বলেন, ‘আমি আসলেই একজন বোরিং পার্সন (বিরক্তিকর মানুষ)। আমি প্রতিদিন একই রুটিনে অনুশীলন করি। শুধু সততা আছে আমার হাতে। আমার জন্য সবচেয়ে বড় সেক্রিফাইস করেছে আমার ওয়াইফ (স্ত্রী)। আমি অন্যদের তুলনায় বেশি অনুশীলন করি। ঘরে ওমন পরিবেশ না থাকলে কোনো দিন হতো না।’

ক্যারিয়ার নিয়ে খুশি বলেও জানিয়েছেন মুশফিক। ক্যারিয়ার ছাড়ার আগে প্রস্তুত করে রেখে যেতে চান আরো কয়েকজনকে, ‘নিজেকে নিয়ে আমি খুশি। দেশের জার্সিতে প্রত্যেকটি টেস্ট ছিল আমার জন্য গর্বের। আমি যাওয়ার পরও যেন এক-দুইজনকে প্রস্তুত করে যেতে পারি, সেই চেষ্টা থাকবে।’

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরে মুশফিক বলেন, ‘আমার দুটো বাচ্চা আছে। রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। কারণ সে পুরোটা সময় রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে। আমাকে ওই টেনশন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।’

S

Continue Reading

খেলা

ঢাকা ক্যাপিটালসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

Published

on

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ পরিচিত মুখ অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই ব্যাটার এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন নতুন দলের হয়ে। ঢাকা ক্যাপিটালস তার সঙ্গে চুক্তি করেছে। আগামী ২৩ নভেম্বর নিলামের আগে তাকে দলে ভেড়াল শাকিব খানের দল।

গত বছরও ঢাকা ক্যাপিটালস হেলসের সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু তিনি খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। তার আগে খুলনা টাইগার্স ও দুরন্ত রাজশাহীর জার্সিতে খেলেছেন ইংলিশ ব্যাটার।

ইংল্যান্ডের জার্সিতে ৩৪ বছর বয়সী হেলস ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩০ এর বেশি গড় ও প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ২০৭৪ রান করেছেন।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হেলসের আগে ঢাকা পাকিস্তানের ইন-ফর্ম ব্যাটার উসমান খানের সঙ্গে চুক্তি করেছিল। স্থানীয় তারকাদের মধ্যে সাইফ হাসান ও তাসকিন আহমেদ এরই মধ্যে যোগ দিয়েছেন।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবার লড়বে পাঁচটি দল। বেশ কয়েক বছর বাদে লিগে ফেরানো হয়েছে নিলাম পদ্ধতি।

S

Continue Reading