Connect with us

খেলা

বিসিবির পর এবার অলিম্পিকের নির্বাচন

Digital Darpan

Published

on

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর এবার দেশের আরেক শীর্ষ ক্রীড়া সংগঠন অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ ধার্য হয়েছে। আজ রাজধানীর কুর্মিটোলায় গলফ ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ২৯ নভেম্বর বিওএ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান সভার সভাপতিত্ব করেন। উক্ত সভায় মোট ৮৫ জন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ ছিলেন।

বিশেষ সাধারণ সভায় সাধারণত একটি আলোচ্যসূচি থাকে। সেই আলোকে আজ অলিম্পিক এসোসিয়েশন নির্বাচনের সময় এবং গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত দু’টি বিষয়ে দু’টি আলাদা ইজিএম অনুষ্ঠিত হয়। প্রথম বিশেষ সাধারণ সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন হয়। সাধারণ সভায় অনুমোদনের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে প্রেরণ করবে বিওএ।

বিওএ কার্যনির্বাহী কমিটিতে একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না। বিওএ নির্বাহী কমিটিতে নির্বাচনে আগ্রহী প্রার্থীকে ৭৫ বছরের মধ্যে থাকতে হবে। বিওএ’তে বর্তমানে সহ-সভাপতি পদ ৫টি। নতুন গঠনতন্ত্রে সেটা কমে তিনে দাড়াচ্ছে। সেখানে দু’টি অলিম্পিকভুক্ত ফেডারেশন থেকে অন্যটি নন অলিম্পিক থেকে।

বিওএ বর্তমান গঠনতন্ত্রটি ২০০০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক অনুমোদিত। অলিম্পিক চার্টার এবং বিভিন্ন সময় আইওসি প্রেরিত নির্দেশনা অনুযায়ী বিওএ’র গঠনতন্ত্রটি সংশোধন অপরিহার্য ছিল। এরই প্রেক্ষিতে গঠনতন্ত্রটি সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। ঐ কমিটি এই খসড়া গঠনতন্ত্রটি প্রস্তুত করে। পরবর্তীতে নির্বাহী কমিটি এটি পর্যালোচনা করে সাধারণ সভায় উপস্থাপন করে।

S

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফের মাঠের বাইরে ইংলিশ তারকা

Published

on

কুঁচকির চোটে দুই মাস মাঠের বাইরে থেকে এই সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন ইংল্যান্ডের তারকা উইঙ্গার কোল পালমার। তবে বুধবার রাতেই ফের আঙুল ভেঙেছে তার। নিজ বাসায় দরজার ধাক্কায় আঙুল ভেঙে পালমার আবারও এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তবে ২৩ বছর বয়সী চেলসি তারকাকে আরও বেশি সময় খেলার বাইরে থাকতে হবে ধারণা সংবাদমাধ্যম বিবিসির।

চেলসির সামনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আসন্ন– ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলি, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং পরের সপ্তাহে ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে। সেসব ম্যাচে পালমারকে না পাওয়ার শঙ্কা চেলসি কোচ এনজো মারেসকার, ‘শনিবারের ম্যাচে তাকে পাচ্ছি না যে সেটা নিশ্চিত। সম্ভবত বার্সেলোনা এবং আর্সেনাল ম্যাচেও তার খেলা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত সে নিজ বাসায় দুর্ঘটনার শিকার হয়েছে, যেখানে আঘাত লেগেছে তার আঙুলে। এটি বেশি গুরুতর কিছু না, তবে আগামী সপ্তাহে তার ফেরা হবে না। আমার মতে কোল যখন খেলে তার সতীর্থরা তুলনামূলক আরও ভালো পারফর্ম করে। আমি কোল মাঠে থাকলে ভালো অনুভব করি, তাকে আমরা সবসময়ই মাঠে পেতে চাই। তার অনুপস্থিতিতে ভিন্ন সমাধান খুঁজতে হয় আমাদের। দল ভালো করছে, তবে কোল থাকলে আরও ভালো অবস্থায় থাকে।’

কেবল পা নয়, পুরো শরীরেই আঘাত পাওয়ার কথা জানালেন পালমার, ‘আমি রাতে অনেকবার জেগেছি– আমার মাথা, পা এবং সর্বত্র আঘাত লেগেছে।’ ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পালমার সর্বশেষ খেলেছিলেন। ওই সময়ের পর ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলেছে চেলসি, এর মধ্যে ৮ জয় ও দুটিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগের টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে অবস্থান করছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

S

Continue Reading

খেলা

আইপিএলের নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

Published

on

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর, দিল্লিতে। যেখানে নাম রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান।

টাইগ্রেসর তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি বা ৪১ লাখ ৩৩ হাজার টাকা। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর। এর আগে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা ইনসুইংয়ে করা বোল্ড আউটের ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসায় ভাসান ডানহাতি এই পেসারকে। যদিও সেই ফর্ম শেষদিকে ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। পুরো টুর্নামেন্টে মূলত বাংলাদেশের বোলিং বিভাগে দাপট ছিল স্পিনারদের। যেখানে স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন। এর মধ্যে একটি ম্যাচে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করে চমক সৃষ্টি করেন তিনি। যা ছিল এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড। এ ছাড়া নারী আইপিএলের নিলামে থাকা রাবেয়া বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেন।

নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে সবমিলিয়ে ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৮৩ জন। যদিও সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাবেন। বিদেশিদের জন্য স্লট রাখা হয়েছে মাত্র ২৩টি। অর্থাৎ, আইপিএল খেলতে হলে সেই ২৩ জনের মধ্যে থাকতে হবে মারুফা-স্বর্ণা-রাবেয়াদের। নিলামে ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন।

নিলামে ভারতীয় নারী ক্রিকেটার আছেন ১৯৪ জন, এর মধ্যে মাত্র ৫২ জনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে। যেখানে ভারতের দীপ্তি শর্মার সঙ্গে আছেন রেনুকা সিং। এ ছাড়া বাকিরা হচ্ছেন– সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের ৩০ লাখ রুপি। বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।

S

Continue Reading

খেলা

সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু সাইবার ক্রাইমের

Published

on

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এ কারণে রশিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় সাইবার ক্রাইম সংস্থা।

জাতীয় সাইবার ক্রাইম সংস্থার মুখপাত্র নাজিবুল্লাহ হাসান বলেছেন, ‘ইসলামাবাদ এবং লাহোরে দুটি আলাদা তদন্তের বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করেছেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ।’ বোর্ডের বর্ষীয়ান আইনজীবী সৈয়দ আলি নাকভির অভিযোগের প্রেক্ষিতেই লতিফের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বোর্ডের ঘন ঘন অধিনায়ক পরিবর্তনের সমালোচনাও করেছিলেন লতিফ। তিনি লিখেছিলেন, ‘শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল, যেখানে ধর্ম, জাতি, ক্রিকেট দল এবং শ্রেণিগত বৈষম্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করে তাদের ওপর শক্তি দেখানো এবং শাসন করা সম্ভব হয়।’

তিনি আরও জানিয়েছিলেন, পাকিস্তান একমাত্র দেশ, যারা একজন মাঝারি মানের অধিনায়কও নির্বাচন করতে পারে না। আগেও পাকিস্তানের ক্রিকেট নিয়ে বারবার মুখ খুলেছিলেন তিনি। এশিয়া কাপের সময় বলেছিলেন, ‘পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক অশান্তি রয়েছে। এখন সেটা মাঠেও দেখা যাচ্ছে।’

দুই দেশের ক্রিকেটীয় পার্থক্যের কথাও তুলে ধরেছিলেন তিনি, ‘টি-টোয়েন্টিতে যে কোনও কিছুই হতে পারে। তবে খতিয়ে দেখলে বোঝা যাবে, ভারত অনেক শক্তিশালী দল। আইপিএল এবং পিএসএলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’

S

Continue Reading