অনান্য
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
Published
1 month agoon
- ডিজিটাল দর্পণ ডেস্ক:
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
চন্দ্রগ্রহণটি আগামীকাল ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ।
বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো- পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।
ইমি
You may like
ডিজিটাল দর্পণ
মো: নজরুল ইসলাম
দর্পণ মানে যদি আয়না হয়
ডিজিটাল দর্পণ মানে কি??
প্রশ্ন থেকে উত্তর খুঁজি
স্বভাবটা আমার এমনটায়।
সকাল-বিকাল সময় পেলে দর্পণেতে মুখ দেখি
প্রশ্ন আমার এখানটাতে ডিজিটাল দর্পণে কি হবে ??
উত্তর খুঁজতে প্রশ্ন করি কর্তৃপক্ষকে সামনে পেয়ে
উনি বললেন মুখ নয়, মুখোশ খুঁজি।।
ভেবে দেখলাম সঠিক বলেছে
আমি যেমন, তেমনি দেখায় দর্পণ বলে কথা।
ডিজিটালে এমনই হবে
বিশ্বাস রইলো বটে।
দোয়া রইলো টাকার কাছে
হার মানবে না ভাই।
বিশ্বাস আমার অটুট রেখো
ডিজিটাল দর্পণ ভাই।
লেখক- মোঃ নজরুল ইসলাম,
সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান
ও উপজেলা মাস্টার ট্রেইনার।
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ ফরম পূরণের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ফরম করতে পারবে ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড কমিটির পক্ষে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ১২ অক্টোবর দেয়া হবে।
সম্ভাব্য তালিকা থেকে ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে প্রক্রিয়ায় ফরম পূরণ (ইএফএফ) সম্পন্ন করতে হবে। ফি জমার সর্বশেষ সময় ১৯ অক্টোবর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীরা বাংলা বা ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে এক কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ১৫ অক্টোবরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।
অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা, প্রশ্নের কাঠামো, বিষয় ও সময়সূচিসহ বিভিন্ন নির্দেশনা আগেই প্রকাশ করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিন ২১ ডিসেম্বর বাংলা পরীক্ষা হবে। ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত ও শেষ দিন ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা হবে তিন ঘণ্টায়। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে বেলা একটা পর্যন্ত। পরীক্ষায় প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা
সূচিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে- পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ – বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট + বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট, সর্বমোট ৩ ঘণ্টা, পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ, পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।
কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না; পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে; কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
ডিজিটাল দর্পণ/ইমি