Connect with us

খেলা

তামিম বিসিবিতে আসলে মনের কথা বলতে পারবেন তাইজুল

Digital Darpan

Published

on

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। যার জন্য বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। কমিশনের প্রধান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন গতকাল ঢাকা পোস্টকে নির্বাচনের তফসিল জানিয়েছেন। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে বিসিবি নির্বাচনের কার্যক্রম পুরোদমে শুরু হবে।

আসন্ন নির্বাচনে বিসিবির সভাপতি প্রার্থী হিসেবে ইতোমধ্যে দুইজনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। এর মধ্যে একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি দেশের ক্রিকেটের দায়িত্বে আসলে মনের সব কথা বলতে পারবেন বলে মন্তব্য করেছেন তাইজুল ইসলাম। সম্প্রতি তামিমের নির্বাচন করা নিয়ে এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজের ভাবনা জানান।

তাইজুল বলেন, ‘আমরা যারা ক্রিকেট খেলছি। যে মডার্ন ক্রিকেট সামনে আসছে তামিম ভাই এটার সঙ্গে এডজাস্ট (আছেন)। আপনি বিগত বিপিএলগুলোও যদি দেখেন প্লেয়ার হিসেবে ওনার মেন ম্যানেজমেন্ট ঠিক করা বা বাইরের প্লেয়ারদের সঙ্গে যে আলোচনা বা বাইরের অফিসিয়ালদের সঙ্গে কথাবার্তা… এটা অনেক বড় একটা ইতিবাচক লক্ষণ। কেবল প্লেয়ার হিসেবেও তার মেন ম্যানেজমেন্ট অনেক ভালো।’

তামিম বিসিবির দায়িত্বে এলে নিজেসহ ক্রিকেটাররা মনের কথা জানাতে পারবেন বলে বিশ্বাস তাইজুলের, ‘তামিম ভাই আসলে মনের কথা খুলে বলতে পারব। আমরা কী ফেস করি, আমরা কী চাই। যেহেতু উনি কিছুদিন আগেও আমাদের সঙ্গে ছিলেন। একত্রে জাতীয় দল ও বিপিএল খেলেছি…উনার ভালো ধারণা আছে ক্রিকেটে কোন জিনিসটা এখন দরকার। সামনে যে ডেভপলমেন্টের কাজ হবে, প্লেয়াররা যেন সুবিধা পায়। আমার মনে হয় উনার ধারণা খুব ভালো।’

S

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা

ভারতীয় স্কোয়াডে আবারও জায়গা হারিয়ে মুখ খুললেন শামি

Published

on

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সময়ের চোট কাটিয়ে ভারত জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন। যেখানে ৫ ম্যাচে চ্যাম্পিয়ন দলটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন শামি। কিন্তু এরপর থেকেই ভারতের স্কোয়াডে তিনি ব্রাত্য হয়ে পড়েন। জায়গা হয়নি অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া দুই ফরম্যাটের সিরিজেও।

চলতি মাসে অস্ট্রেলিয়ায় দুই ফরম্যাটের সিরিজ খেলতে যাবে ভারত। আগামী ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। যেখানে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি শামির। এরপর থেকেই অনেকের ধারণা– ৩৫ বছর বয়সী এই তারকা পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ হতে যাচ্ছে!

আইসিসি ইভেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ এই উইকেটসংগ্রাহক নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে জাতীয় দলে জায়গা হারানো নিয়ে মোহাম্মদ শামি বলেন, ‘অনেক গুঞ্জন ও সামাজিক মাধ্যমে মিমস দেখতে পাচ্ছি। জাতীয় দলের স্কোয়াড নির্বাচিত করা আমার হাতে নেই। এজন্য নির্বাচক কমিটি, কোচ ও অধিনায়ক আছেন। যদি তারা মনে করেন আমি সেখানে থাকব, তাহলে আমাকে নেবে। আবার যদি মনে করে আমার আরও সময় দরকার, সেই সিদ্ধান্তও তাদের। আমাকে ডাকলে খেলার জন্য প্রস্তুত।’

ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই দুইশ’র বেশি উইকেট শিকার করা শামি নিজের ফিটনেস ভালো বলেও দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার ফিটনেস এখন বেশ ভালো। আমি আরও ভালো করার চেষ্টা করছি, কারণ মাঠের বাইরে থাকাবস্থায় নিজেকে আরও বেশি প্রেরণা ও সাহস দিতে হয়। আমি দুলীপ ট্রফিতে খেলেছি, নিজেকে অনেক কমফোর্টেবল মনে হয়েছে, আমার ছন্দ ভালো ছিল এবং ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।’

আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে না থাকায় শামি বেঙ্গল দলের হয়ে ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে খেলবেন। জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার আকাশ দ্বীপের সঙ্গে তিনি তাদের স্কোয়াডে আছেন। যেখানে অভিমন্যু ইশ্বরন অধিনায়ক এবং অভিষেক পোরেল আছেন তার সহকারী হিসেবে। আগামী ১৫ অক্টোবর ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেনে উত্তরাখণ্ডের বিপক্ষে খেলবে শামির বেঙ্গল।

৩৫ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৪ টেস্ট, ১০৮টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে তিনি টেস্টে ২২৯, ওয়ানডেতে ২০৬ এবং টি-টোয়েন্টিতে শিকার করেন ২৭ উইকেট।

 

Continue Reading

Uncategorized

আফগানিস্তানের বিপক্ষে হেরে যা বললেন মিরাজ

Published

on

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে বিশ্বকাপের আগে পর্যন্ত বাংলাদেশের জন্য প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। এমন সময় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হার কিছুটা হলেও চিন্তার। ৫ উইকেটের হারের পর অবশ্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আফসোস করেছেন বড় রান করতে না পারায়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমার মনে হয় প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। উইকেট ব্যাট করার জন্য কঠিন ছিল, টার্নও হচ্ছিল।’

তাওহিদ হৃদয়ের প্রশংসা করে মিরাজ বলেন, ‘তবে মাঝে (হৃদয়) ভালো খেলেছে। চাপের মধ্যেও ঠাণ্ডা মাথার ইনিংস খেলেছে। পরিস্থিতি সামলে পজিটিভি ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি।’

সিরিজে ফেরার প্রত্যাশা মিরাজের, ‘অবশ্যই, আমাদের হাতে এখনও সুযোগ আছে ২ ম্যাচ বাকি আছে। সুযোগ আছে আরও ভালো হওয়ার। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমি আত্মবিশ্বাসী আছি ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’

‘বোর্ডে পর্যাপ্ত রান ছিল না। এই উইকেটে ২৬০+ করতে পারলে ভালো হত। এখানেই ৪০ রান কম ছিল। আমাদের জুটি গড়তে হবে। শেষ দিকে আমরা ভালো জুটি গড়তে পারিনি।’-যোগ করেন তিনি।

S

Continue Reading

খেলা

আমি একা নির্বাচন করলেও পাস করতাম : তামিম

Published

on

এবারের বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সাবেক এই অধিনায়ক নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে সরে দাঁড়ান ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও। আলোচনা-সমালোচনার মাঝেই গত সোমবার বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

নির্বাচনে ঢাকার ক্লাব ক্রিকেটের অধিকাংশ কাউন্সিলর ভোট বর্জন করেছিলেন। নির্বাচনের পর আজ (বুধবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেন তারা। যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। তিনি জানান, একা নির্বাচন করলেও পাস করতেন। তবে নির্বাচনের নামে সিলেকশন চাননি। তাই সরে দাঁড়িয়েছেন।

তামিম বলেন, ‘আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি স্বতন্ত্র হিসেবেও যদি দাঁড়াতাম আমার পক্ষে কোনো টিম আছে, আমার বিপক্ষে কোনো টিম আছে, তারপরও আমি সহজে পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আপনি কি মনে করেন ১৫ ক্লাব থাকুক আর না থাকুক আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য (নির্বাচনের) বাস ধরা না ধরা কোনো অপশন ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি ফেয়ার ইলেকশন হওয়া।’

ক্লাব সংগঠকদের কেউ যেন ভবিষ্যতে নিজেদের অবস্থান বদলে না ফেলেন, সেই আহবান জানিয়ে তিনি বলেন, ‘কিছু অলিখিত রুলস থাকে, আমি সেগুলো ভাঙতে চাই না। সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই তো আমরা বের হয়ে এসেছি। উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টটাই রাখবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, স্টেটমেন্ট বদলে ফেলে আমাদের সঙ্গে এসে বসে যাবেন না।’

এটিকে নির্বাচন বলতেও নারাজ তামিম, ‘আমি মনে করি না এটা কোনো ইলেকশন ছিল। নির্বাচনে সবচেয়ে হাস্যকর যে বিষয়টা লেগেছে সেটা হলো ক্যাটাগরি ২–এ ৪২ ভোট পড়েছে, যার মধ্যে ৩৪টি ই-ভোট হয়েছে, যারা ই-ভোট দিয়েছে তাদেরকেও সেন্টারে দেখেছি। তাহলে কথা হলো তারা কেন ই-ভোট দিলো, ই-ভোট দেয়ার রুলস হলো যারা স্বশরীরে আসতে পারবে না তাদের জন্য, তাহলে এমন ভোটের মোটিভটা কী? আপনি ই-ভোটিং করছেন আবার সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই থাকছেন তাহলে ই-ভোট করার দরকার কী ছিলো?’

S

Continue Reading