Connect with us

বিনোদন

‘সালমানের খামার বাড়িতে দুইদিন থেকেছি’

Digital Darpan

Published

on

বলিউডের ভাইজান সালমান খানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তার অনুরাগীরা। কিন্তু সালমানের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে, ফাঁস করলেন শেহনাজ গিল।

‘বিগ বস্‌ ১৩’ থেকে শেহনাজের সঙ্গে পরিচয় সালমানের। তারপর থেকেই ভাইজানের স্নেহধন্যা তিনি। সালমানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতেও অভিনয় করেছেন শেহনাজ। সৌভাগ্য হয়েছে সালমানের খামারবাড়ি যাওয়ারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ জানান, তিনি সালমানের খামারবাড়িতে দুই তিনদিন থেকেছেন। তার কথায়, ‘ ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই দুইদিন থেকেছিলাম, খুব মজা করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এ দিক ও দিক ঘুরে বেড়াতাম। সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যার খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ, সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করেন।’

শেহনাজের ভাষ্যে, ‘আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, সেটা আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। তার অগাধ জ্ঞান ছবি ও অভিনয় নিয়ে। সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতেন।’

S

বিনোদন

অভিনয়ে ভরাডুবি, পরিচালনাতেই কি শেষ ভরসা সালমানের?

Published

on

বলিউডের সুপারস্টার সালমান খানের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন কিছুটা মন্দা চলছে। যদিও তাতে তার তারকাখ্যাতিতে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তবুও অভিনেতা হিসেবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসছে না। এমন পরিস্থিতিতে নিজের নিজেকে ফর্মে আনতে এবার পরিচালনায় নাম লেখাতে চলেছেন— এমন গুঞ্জন এখন বিটাউনে।

ভারতীয় গণমাধ্যমের খবর, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর চতুর্থ কিস্তি দিয়েই তিনি পরিচালক হিসেবে অভিষেক করতে পারেন সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভাই ও অভিনেতা আরবাজ খান ‘দাবাং ফোর’ নির্মাণের কথা জানিয়েছেন।

জানা গেছে, ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া প্রস্তুত এবং অন্যান্য কাজও কিছুটা এগিয়েছে। তবে পরিচালকের আসনে কাকে দেখা যাবে, সে বিষয়ে আরবাজ কোনো তথ্য দেননি।

সে থেকেই গুঞ্জন, হয়তোবা সালমান খানই হতে পারে এই সিনেমার পরিচালক। ২০২৬ সালের নতুন বছরেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তবে এই গুঞ্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রেক্ষাপট। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন অনুভব কাশ্যপ। কিন্তু এরপর মনোমালিন্যের জেরে পরবর্তী দুটি ছবি পরিচালনা করেন যথাক্রমে আরবাজ খান এবং প্রভু দেবা।

তবে বলিমহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে, নেপথ্যে থেকে সালমান খানই নাকি পরিচালনার চাবিকাঠি নিয়ন্ত্রণ করতেন। পরিচালক অভিনব কাশ্যপও প্রকাশ্যে এই সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। এছাড়া, সম্প্রতি ‘দাবাং’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে অভিনব কাশ্যপ সালমানকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ করেন। এমন নানা বিতর্কিত ঘটনার আবহেই এবার পরিচালক হিসেবে সালমান খানের আনুষ্ঠানিক অভিষেকের গুঞ্জন উঠেছে।

S

Continue Reading

বিনোদন

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

Published

on

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

এদিন ভূমিকম্পের সময় রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত হয়ে ভবন থেকে তড়িঘড়ি বের হয়ে পড়েন সাধারণ মানুষ; এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন। এই বিষয়টিকেই ইঙ্গিত করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন।

ভূমিকম্পের ঘটনার ঘণ্টা খানিক পর ফেসবুকে একটি পোস্ট দেন চমক। তাতে অভিনেত্রী লেখেন, ‘মেয়েদের জীবনের থেকে ,একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।’ এরপর উল্লেখ করেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’

চমকের এই পোস্টে নেটিজেনদের অনেকেই একমত পোষণ করেন। তবে কেউ কেউ উল্লেখ করেন- জান বাঁচানো ফরজ। অর্থাৎ, জীবন বাঁচানোটাই অগ্রাধিকার ক্ষেত্রবিশেষে। এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এই ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে।

তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্টও দিতে দেখা গেছে অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন চমক।

S

Continue Reading

বিনোদন

‘দিদি নম্বর ওয়ানের’ মঞ্চ মাতাবেন রুক্মিণী

Published

on

আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। তবে প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসার আগেই ছোট পর্দায় হাজির হচ্ছেন নায়িকা রুক্মিণী।

সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো-তে রুক্মিণীর উপস্থিতি মানেই বাড়তি বিনোদন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। নাচে-গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্মিণীর সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।

ইতোমধ্যেই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য। রুক্মিণীর আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। ট্রেলার দেখে শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া অনুভব করলেও, গল্পের বাঁক বলছে ভিন্ন কথা।

বাবার পরিচয়ের বাইরে একজন মানুষের যে নিজস্ব সত্তা থাকে, সেই গল্পই ফুটে উঠবে এই ছবিতে। সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্মিণীর এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

S

Continue Reading