আন্তর্জাতিক
ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম
আন্তর্জাতিক ডেস্ক
Published
1 week agoon
প্রায় এক মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বেলজিয়ান বার্তাসংস্থা বেলগা নিউজ এজেন্সি।
বেলগা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ায়ার প্রাদেশিক সরকার আটকে দিয়েছে চালানটি। এই চালানে সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র ও যন্ত্রাংশ এবং অ্যান্টেনা রয়েছে।
বেলগা নিউজ এজেন্সির তথ্য অনুসারে, গত ৯ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাবাহী একটি কার্গো বিমান বেলজিয়ামের ওয়ালোনিয়ার লেইজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এসব যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাগুলো সুইস কোম্পানি সুইসটো ১২-এর তৈরি। লেইজে যাত্রাবিরতি শেষে বিমানটির ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
এর ২ দিন আগে ৭ অক্টোবর এই অস্ত্রের চালান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সুইস সংবাদমাধ্যম হেইদি নিউজ। সেই প্রতিবেদনটি নজরে এসেছিল ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের।
জুরিখ থেকে কার্গো বিমানটি লেইজে পৌঁছানোর পরপরই কার্গো বিমানটি আটকে দেয় বিমানবন্দর প্রশাসন।
ওয়ালোনিয়া প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বেলগা নিউজ এজেন্সিকে বলেছেন, “আমরা নিশ্চিত হয়েছি যে কার্গো বিমানটিতে যে মালপত্র রয়েছে, সেগুলো সামরিক উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু এগুলো সামরিক সরঞ্জাম, তাই প্রচলিত আইন অনুসারে (লেইজ বিমানবন্দর থেকে) বিমানটির ছাড়পত্রের জন্য আমরা বিমানটির চালক ও ক্রুদের আমরা সুইজারল্যান্ড সরকারের রপ্তানি লাইসেন্স এবং ওয়ালোনিয়ার ট্রানজিট লাইসেন্স প্রদর্শন করতে বলেছিলাম। তারা সেসব নথি প্রদর্শনে ব্যর্থ হয়েছে, তাই কার্গো বিমানটি এখনও লেইজ বিমানবন্দরেই আছে।”
ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিয়েন ডলিমন্ট এ ব্যাপারে বলেছেন, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসরায়েলে অস্ত্রের চালান যাওয়ার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক অবস্থঅনে আছি।”
প্রসঙ্গত, গত অক্টোবরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনে ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এসব দেশের মধ্যে বেলজিয়াম অন্যতম।
সূত্র : আনাদোলু এজেন্সি
S
You may like
-
নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতে বললেন ট্রাম্প
-
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের হামলা ইসরায়েলের
-
মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ইরানের হত্যাচেষ্টার অভিযোগ
-
ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ, ইতালি-নরওয়েকে ফিফার জরিমানা
-
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
-
গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ
আন্তর্জাতিক
পূর্ব-পশ্চিম দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান
Published
1 minute agoon
নভেম্বর ১৩, ২০২৫
ভারত ও আফগানিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ইসলামাবাদ সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে দেশটির একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন তিনি।
খাজা আসিফ বলেছেন, ‘‘আমরা প্রস্তুত; আমরা পূর্ব (ভারত) ও পশ্চিম (আফগানিস্তান) উভয় সীমরেখা মোকাবিলার জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং তিনি দ্বিতীয় রাউন্ডেও আমাদের সাহায্য করবেন।’’
তিনি বলেন, যদি তারা চূড়ান্ত লড়াই চায়, তাহলে আমাদের কাছে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না। ইসলামাবাদে বিস্ফোরণে ১২ জনের প্রাণহানির ঘটনার পর এই মন্তব্য করেছেন খাজা আসিফ।
এই বিস্ফোরণের সঙ্গে ভারত সমর্থিত কিছু গোষ্ঠী জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যদিও পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে
এর আগে, দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামাবাদে হামলার পর কাবুলকে ‘যুদ্ধ’ নিয়ে সতর্ক করে দিয়েছিলেন খাজা আসিফ। আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠীকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী করেন তিনি। হামলাকারী জঙ্গিদের আফগানিস্তান আশ্রয় দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, আফগানিস্তানে হামলা চালাতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ।
তিনি অভিযোগ করেন, কাবুলে ঐক্যবদ্ধ কোনও সরকার নেই এবং তালেবান শাসকগোষ্ঠী বিভিন্ন গ্রুপ ও অংশে বিভক্ত; যার আলাদা স্বার্থ ও এজেন্ডা রয়েছে।
‘‘তাদের মধ্যে কিছু অংশের যোগাযোগ রয়েছে ভারতের সঙ্গে এবং কিছু অংশের রশি অন্য কোথাও থেকে টানা হচ্ছে। তাই আমি মনে করি, এই দুটি হামলা আফগানিস্তান থেকে চালানো হতে পারে। প্রকৃতপক্ষে এটি ভারতের আগ্রাসন; যা আফগানিস্তানের পথ ধরে আমাদের দেশে পরিচালিত হচ্ছে।’’
তিনি ভারত ও আফগানিস্তানকে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান একই ধাঁচের পাল্টা আঘাত হানবে।
‘‘পাকিস্তান কখনোই কোনও সামরিক আগ্রাসন হাতে নেয় না। তবে আমরা কোনও আগ্রাসনকে মোকাবিলা না করে ছাড়বো না। আমরা শক্তিশালীভাবে জবাব দেব।’’
সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি।
S
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দাঙা-সংঘাতে জর্জরিত পশ্চিম তীর অঞ্চলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছে জার্মানি। এই কর্মকর্তাদের সবাই নিরস্ত্র এবং তাদের প্রধান কাজ হলো ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও কার্যকর করে তোলা।
গতকাল বুধবার জার্মানির বার্তাসংস্থা জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার দোবরিন্ডথ। তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য একটি কার্যকর এবং দক্ষ পুলিশ বাহিনী থাকা অপরিহার্য। তাই আমরা গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম— তথা ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য পুলিশ কর্মকর্তাদের পাঠিয়েছি।”
ফিলিস্তিনের পুলিশ বাহিনীর পুনর্গঠন ও প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ জার্মানির পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে হবে বলেও জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, প্রায় দু’সপ্তাহ আগে জার্মানির ফেডারেল বা কেন্দ্রীয় পুলিশ একটি টিম ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর এলাকায় পৌঁছেছে। এই টিমের নেতৃত্বে আছেন চার জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।
সরকারি সূত্রের বরাত দিয়ে ডিপিএ জানিয়েছে, এর আগে ২০২৫ সালের শুরুর দিকে গাজার সীমান্ত শহর রাফায় সেনাবাহিনীর একটি টিম পাঠিয়েছিল ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। এই সৈন্যদলের প্রধান কাজ ছিল রাফার সীমান্ত ক্রসিং অঞ্চলে হানাহানি বন্ধ করা। মিসরের সঙ্গে ফিলিস্তিনকে যুক্ত করেছে রাফা ক্রসিং এবং এই ক্রসিং দিয়েই মূলত গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ আসে।
S
আন্তর্জাতিক
‘পাকিস্তানে আত্মঘাতী হামলায় আফগান নাগরিকরা জড়িত’
Published
1 hour agoon
নভেম্বর ১৩, ২০২৫
রাজধানী ইসলামাবাদ-সহ দুটি স্থানে চলতি সপ্তাহে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগানিস্তানের নাগরিকরা জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত পার্লামেন্টে দেওয়া ভাষণে এই অভিযোগ করেছেন তিনি।
পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেছেন, দেশে বোমা হামলায় জড়িত দুই আত্মঘাতী হামলাকারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দু’জনই আফগান নাগরিক।
তবে পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি কাবুল। মোহসিন নাকভি বলেন, মঙ্গলবার ইসলামাবাদের একটি নিম্ন আদালতের বাইরে পুলিশের টহল দলের কাছে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। এতে ১২ জন নিহত এবং ২৭ জন আহত হন।
এর আগের দিন, সোমবার আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এক হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সামরিক বিদ্যালয়ের প্রধান ফটকে আঘাত হানেন। ওই ঘটনায় তিনজন নিহত হন।
পরে হামলাকারী জঙ্গিরা বিদ্যালয়ে প্রবেশ করেন। সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হলেও ওই বিদ্যালয়ে বেসামরিক শিক্ষার্থীরাও পড়াশোনা করে। সেখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়; যা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। শেষ পর্যন্ত সব হামলাকারী নিহত হন।
গত কয়েক বছরে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে বলছে, সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা পাকিস্তানে হামলার জন্য কোনও জঙ্গিকে আশ্রয় দেয় না।
গত মাসে দুই দেশের সীমান্তে সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হন। গত ৭ নভেম্বর ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তানের মাঝে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।
চলতি সপ্তাহের শুরুর দিকে তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধান আফগানিস্তানের সঙ্গে ইসলামাবাদের স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা নিয়ে বৈঠক করার জন্য পাকিস্তান সফর করবেন বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
সূত্র: রয়টার্স, এএফপি।
S
পূর্ব-পশ্চিম দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
